ওয়েব ডিজাইন হতে পারে ইন্টারনেট থেকে আয়ের নিশ্চিত উপায়, দেখুন কিভাবে।

ওয়েব ডিজাইন হতে পারে ইন্টারনেট থেকে আয়ের নিশ্চিত উপায়, দেখুন কিভাবে।

** প্রথমেই বলে দিচ্ছি, টিউনটি পুরো ১০ মিনিট সময় নিয়ে শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন, অন্যথায় মিস হয়ে যেতে পারে অনেক কিছুই! ** হাতে ১০ মিনিট সময় নিয়েই তাহলে চলুন মূল টপিক এ ঢোকা যাক,

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট হতে পারে ইন্টারনেট এবং এর বাইরে থেকে আয়ের নিশ্চিত উপায়। বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন পেশা এটি। সঠিক রাস্তা জানা থাকলে বেকার, চাকুরীজীবী, যুবক, বৃদ্ধ এমনকি স্কুল/কলেজের ছাত্র-ছাত্রী পর্যন্ত যে কেউ ওয়েব ডিজাইন শিখে আয় করতে পারেন, তাও আবার নিজের বাসায় বসেই!

তবে শুনতে যতটা সহজ শোনা যায় আসলে কিন্তু ব্যাপারটা এমন নয়। এর জন্য দরকার সঠিক গাইডলাইন। এই নিয়েই থাকছে আজকের পুরো আর্টিকেল। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও এ বিষয়ে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে,কম্পিউটার রিলেটেড বিষয়গুলো ক্লাস ৯-১০ এর ICT বইয়েও ধারণা দেয়া হয়েছে, এমনকি ক্লাস ১১-১২ এর বইয়ে ওয়েব ডিজাইনের বেসিক বিষয় গুলোও তুলে ধরা হয়েছে!
তাহলে বুঝতেই পারছেন কেমন হবে এই সেক্টরের ভবিষ্যৎ।

“তাহলে জেনে নিন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে আপনিও কিভাবে ক্যারিয়ার গড়তে পারেন”

ওয়েব ডিজাইন কেন শিখবেন?

ওয়েব ডিজাইন দিয়ে অনলাইন ক্যারিয়ার শুরু করার অন্যতম প্রধান কারন হচ্ছে, এর ক্রমবর্ধমান কর্মক্ষেত্র। এটি শিখতে অন্যান্য অনেক কাজের তুলনায় সহজ এবং যেহেতু এর প্রচুর চাহিদা হয়েছে তাই শেখার পরে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে। এছাড়াও ওয়েব ডিজাইন শেখার আরেকটি প্রধান কারন হচ্ছে,

এটি এখন শিখলে এখনই কাজ করা সম্ভব, তাই অন্যান্য কাজের মত কাজ করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না। নিচে ডেইলি মেইল এর দেয়া একটা তথ্য দেখুনঃ এই পৃথিবীতে প্রতি ১ মিনিটে প্রায় ৫৭১ টি নতুন ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। তার মানে, ঘণ্টায় ৩৪২৬০। এবার ভাবুন মাসে কতগুলো! বর্তমানে প্রায় বিলিয়ের উপরে অ্যাক্টিভ ওয়েবসাইট রয়েছে পৃথিবীতে। প্রায় ২৯৪ মিলিয়ন ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়েছিল ২০১৫ এর শুরুর দিকে! একবার ভেবে দেখেছেন কি, এই ওয়েবসাইট গুলো কারা তৈরি করে? এগুলো কিন্তু কোন মেশিন বা রোবোট তৈরি করে না, এগুলো তৈরি করেন আপনার আমার মত সাধারন মানুষ যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে জানেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে প্রতিদিন যে হারে নতুন ওয়েবসাইট তৈরির প্রয়োজন পড়ছে, নতুন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার কিন্তু সে হারে তৈরি হচ্ছে না। প্রতিনিয়ত মার্কেটে ওয়েব ডেভেলপারের ঘাটতি বেড়েই চলেছে। এই সেক্টরে ক্যারিয়ারের ভবিষ্যৎ কেমন? যে কোন ক্যারিয়ারের দিকে যাওয়ার আগে যাচাই করে নেয়া উচিত ওই ক্যারিয়ারের ভবিষ্যৎ সম্পর্কে। যদি আমাকে জিজ্ঞেস করেন ওয়েব ডিজাইনের ভবিষ্যৎ কেমন, উত্তরে আমি বলব- “সুপার” কারন? এর কারন হচ্ছে, দিন দিন পুরো পৃথিবী ইন্টারনেটমুখী হচ্ছে। আজ বাংলাদেশের সেই দূর দূরান্ত থেকেও মানুষ ফেসবুকিং করছে, ইন্টারনেটে টাইম দিচ্ছে, এমনকি ইন্টারনেট থেকে কেনাকাটাও করছে। এতে করে দিন দিন ওয়েব ভিত্তিক কাজের চাহিদা তুমুল গতিতে বেড়ে চলছে। আর এই ক্রমবর্ধমান কাজের ক্ষেত্রেই যদি আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন তাহলে এটাই হবে আপনার লাইফের সেরা সিদ্ধান্ত। তাহলে, কেন আপনি এই সুযোগ হাতছাড়া করবেন?বর্তমান সময়ের প্রেক্ষাপটে এমনপ্রশ্ন মন আসতেই পারে, নতুন অবস্থায়ইন্টারনেট থেকে প্রায় কোন প্রকারইনভেস্ট ছাড়াই আয় করার সবচাইতেসহজ উপায় কোনটি? তাহলে, আমার সাজেশন হচ্ছে ওয়েব ডিজাইন এবংডেভেলপমেন্ট। শুধুমাত্র আমি-ই নই, আমার মনে হয়ে যে কেউ প্রোফেশনাল-ই আপনাকে এটা সাজেস্ট করবে যদিনা আপনার অন্য কোন নির্দিষ্ট বিষয়ের উপর ইন্টারেস্ট থাকে।

কি কি শিখতে হবে এবং কতদিন লাগবে কাজের উপযোগী হতেঃ

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একই ক্যাটাগরীর দুটি আলাদা লেভেল। আপনাকে এর জন্য প্রথমে Web Design শিখতে হবে এবং এটা কমপ্লিট হওয়ার পরে Web Development শিখতে হবে। ওয়েব ডিজাইন পার্টে শিখতে হবে- HTML, CSS, (সাথে JavaScript এর
ব্যবহার জানলেও চলবে), Responsive Web Design ইত্যাদি ওয়েব ডেভেলপমেন্ট পার্টে আপনাকে PHP, WordPress, Joomla, Drupal, Magento ইত্যাদি এর যে কোন একটা শিখতে হবে। তবে, বর্তমান মার্কেট অনুযায়ী আমার সাজেশন হচ্ছে বেসিক PHP এবং ওয়ার্ডপ্রেস (WordPress) শেখা। ওয়েব ডিজাইন মোটামুটি ১ মাসেই কমপ্লিট করা সম্ভব। আর ডেভেলপমেন্ট শিখতে আরো ১-২ মাস লাগতে পারে। এর পরে প্র্যাক্টিস, পোর্টফোলিও ইত্যাদি করতে করতে মোট ৩-৪ মাসের মধ্যে কাজের উপযোগী হয়ে উঠতে পারবেন। যদি ভাল করে শ্রম দিতে পারেন তাহলে আরো দ্রুত সম্ভব।

কোথায় থেকে শিখতে পারি?

Web Design অ্যান্ড Web Development চাইলে যে কোনো আইটি থেকে আপনি শিখতে পারবেন তবে আপনি যদি ফ্রীতে খুব ভালো ভাবে একা একা শিখতে চান তবে আমার youtube চ্যানেল টি দেখতে পারেন।আমি আমার চ্যানেল এ ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভলোপমেন্ট এর সম্পূর্ণ টিউটোরিয়াল দিচ্ছি আপনি চাইলে দেখে আসতে পারেন।নিচে ওয়েব ডিজাইন এর প্রথম পার্ট দেয়া হলো চাইলে দেখে আসুন।

Level 2

আমি শান্ত শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস