ব্লগস্পট টেমপ্লেট রাজ্য [পর্ব-২]:: সেভিডা(প্রিমিয়াম)

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, ভালোই আছি।
আজ আমি আপনাদের সাথে একটা প্রিমিয়াম টেমপ্লেট শেয়ার করব। টেমপ্লেটটার নাম সেভিডা। এটি অত্যন্ত জনপ্রিয় একটা টেমপ্লেট। খুব চমৎকার ডিজাইন। মূল্য ২১ ডলার, আমি এখানে আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করবো ঠিকই, তবে অনুরোধ থাকবে এটাই যে, আপনার সামর্থ্য ও সুযোগ থাকলে থিম ফরেস্ট থেকে কিনে নিবেন। কারণ একটা সুন্দর টেমপ্লেট বানানো খুবই কষ্টসাধ্য। এখানে আরেকটা প্রশ্ন থাকছে পেইড থিম ফ্রিতে নেওয়া কি উচিৎ হবে? এই বিষয়ে আমার মত এখানে লিখেছি। আপনি একমত নাও হতে পারেন।
এবার তাহলে টেমপ্লেটটা সম্বন্ধে জেনে নিই। টেমপ্লেটটির ডেভেলোপার MKRdezign. এই থিমটির বিশেষত্ব হলো এতে এইচটিএমএল এডিটের কোন দরকার নেই! মেনু, সাব মেনু, সাব সাব মেনু, মেগা মেনু, স্লাইড শো কোন, রং পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কোন কাজেই আপনাকে এডিট এইচটিএমএলে হাত লাগাতে হবে না। আরো একটা চমৎকার ফিচার মেগা মেনু। এই মেনুতে বিভিন্ন গ্যাজেট রাখা যাবে। এটার ২.০ ভার্সন থেকে এই সুবিধাগুলো যোগ করা হয়েছে। তবে পুরনো ভার্সনগুলোতে এই ফিচার নেই।
এক নজরে-
নাম: সেভিডা
ডিজাইনার: MKRdezign
ধরণ: প্রিমিয়াম
প্রযোজ্য: ব্যক্তিগত ব্লগ, নিউজপেপার, ভিডিও ব্লগসহ প্রায় সব ব্লগেই।
বেজ কালার: ব্লু+হোয়াইট+গ্রে
রেসপোন্সিভিটি: ১০০%
সুবিধা:
>Sevida Blogger Template Features
>Sevida Blogger Template Features Responsive
>Sevida Blogger Template Features Unlimited Color
>Sevida Blogger Template Features Recent Post by Tag
>Sevida Blogger Template Features Post Application
>Sevida Blogger Template Features Comment System
  1. ১০০% রেসপোন্সিভ
  2. অটো ফিচারড টিউন(স্লাইড)
  3. ম্যানুয়াল ফিচারড টিউন(স্লাইড)
  4. এডভান্সড এডিটর সাপোর্ট
  5. অটো রিড মোর
  6. পেজ নেভিগেশন
  7. মেগা মেনু
  8. তিন রকম টিউমেন্ট সিস্টেম+গুগল প্লাস টিউমেন্ট সাপোর্ট
  9. চমৎকার সার্চ বক্স
  10. দুই রকম ভিউ মোড(লিস্ট+গ্রিড)
  11. এসইও ফ্রেন্ডলি
  12. আর্কাইভ পেজ
  13. এডস রেডি
  14. টপ সোশ্যাল আইকন
  15. শর্টকোড সাপোর্ট
  16. প্রোফেশনাল লেআউট
  17. বিস্তারিত ডকুমেন্টেশন
  18. আরো অনেক কিছু... লিখিতে লিখিতে ক্লান্ত হয়ে যাচ্ছি।
সমস্যা:
  1. রিসেন্ট টিউমেন্ট গ্যাজেট আমার ক্ষেত্রে সমস্যা করেছে।
  2. কিছু এইচটিএমএল গ্যাজেট কাজ করছে না।
  3. একটু স্লো
আর কোন সমস্যা পাইনি। এটা ইন্সটলের পরে দেখবেন সব ফাঁকা! কোন টিউমেন্ট বক্স নাই! মেনু নাই! হাহাহা, এবার একটু কষ্ট করে টেমপ্লেটের ডকুমেন্টেশন ফোল্ডার ওপেন করুন। সেখান থেকে index.htm রান করুন। ক্রোম/ফায়ারফক্স/যেকোন ব্রাউজার দিয়ে ওপেন করা যাবে। দেখে দেখে স্টেপ বাই স্টেপ এগুতে থাকুন।
ডাউনলোড
এখন ডাউনলোডের সময়। তার আগে বলে নিই সাইজ ২০ মেগাবাইট! ভয় পাবেন না। এর মধ্যে ১৮ টা ভার্সন আছে টেমপ্লেটটির। আপনার পছন্দের ভার্সন(লেটেস্ট হলো ২.৪.২) ডকুমেন্টেশনে নির্দেশিত নিয়মে আপলোড করুন।

ডেমো দেখুন     ক্রয় করুন     ডাউনলোড করুন

সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর আগে এটা অনেক বার ইন্সটল করেছিলাম কিন্তু অনেক গ্যাজেট দেখা যায়না। লেবেল অনুযায়ী পোস্ট ও করা যায় না। বেকার ইন্সটল করে অনেক সমস্যায় পড়তে হবে।
ভিজিট করুন আমার ব্লগ:
http://www.alorsondhani.ga
projukti-alo.blogspot.com

    একটু ভুল করছেন। সবই যায়। ডকুমেন্টেশন দেখুন। ডকুমেন্টেশনে সব লেখা।

    আর আপনার ইন্সটলকৃত কপিতে ডকুমেন্টেশন না থাকলে আ্মার দেওয়াটা ডাউনলোড দিন, আর সমস্যা হলে আমি আছি ফেসবুকে। fb.com/tahmid.grplusbd 🙂 হ্যাপি ব্লগিং 🙂

আমি ডকুমেন্টেশন পরেছি আগেই। কাজ হয়না। সম্ভবত সেই টেমপ্লেটে প্রবলেম আছে। যেহেতু এটা প্রিমিয়াম ক্রাক করা।আপনি কোথা হতে সংগ্রহ করেছেন?

    আমি এটা গুগল করে সংগ্রহ করেছি এটুকু বলতে পারি। কোন সাইট থেকে মনে নাই।

    আর টেমপ্লেট ক্র্যাক করা মানে? এগুলো একজন কিনে অনেকসময় পুরোপুরি শেয়ার করে। অনেক সময় কোড একটু পাল্টে দেয়। এতে সমস্যা হতে পারে।

আরও টেম্পলেট পেতে

http://ebookstallbd.blogspot.in/

বেশি বুঝেন!!! আরে টেমপ্লেট কিনে কেউই সরাসরি শেয়ার করেনা। যারা কিনে তারা তাদের ওয়েব সাইট থেকে শেয়ার করার জন্য। টেম্পলেট এডিট করে নিজের নাম ওয়েব সাইটের নাম বসিয়ে শেয়ার করে। টেমপ্লেট এইচটিএম এল এডিক কখনো করেছে?

আর এই সব প্রিমিয়াম টেমপ্লেটের লাইসেন্স থাকে।তাই এডিট করে শেয়ার করে তারা। বুঝছেন??? ক্রাক মানে বুঝেন না? Mod বোঝেন??? ক্রাক মুড করার মত তবে একটু আলাদা। পরে এব্যাপারে জানাব।

    ভাইয়া, ক্র্যাক আমি বুঝি। ওটার সাথে টেমপ্লেটের সম্পর্ক নেই। ব্লগস্পট আর ব্লগিং নিয়ে আছি তিন বছর ধরে। অনেক পেইড টেমপ্লেট নাড়াচাড়া করেছি। অনেকেই আছে উদার মনের। কেউ হয়ত ২০ ডলার দিয়ে একটা টেমপ্লেট কিনলো। তারপর নিজের ব্লগে দিল। তারপর টেমপ্লেটটা তার ব্লগে ছেড়ে দিল। আবার অনেকে ভাববে আমি দিচ্ছি ফ্রি আর আমার নাম থাকবে না! এআডিট করে তার নাম আর লিংক যোগ করে দিল। অনেকের উদ্দেশ্য খারাপ হয়। কেউ কোন ক্ষতিকর কোড সহও শেয়ার করে দেয়। এটে সাইট হ্যাক হতে পারে। টেমপ্লেট শুধু একটা কোড মাত্র। এটার সাথে থাকা ফাইলগুলো টেমপ্লেটের অংশ না। তাই এটা শেয়ার করতে কোন ক্র্যাক লাগে না, সিরিয়াল কি লাগে না। আর মডিফিকেশন আর ক্র্যাক এক না। কেউ টেমপ্লেট মড করতে পারে, বাট ক্র্যাক করতে পারে না। কারণ এতে ক্র্যাকের প্রয়োজনই নাই। মড বলতে বোঝায় এডিট। ক্র্যাক বলতে বোঝায় একটা সফট, যেটার একটা ওয়ান টাইম সিরিয়াল কি বা এমন কিছু থাকে, ফলে একবার কিনে একবারই ব্যবহার করা যায় সেগুলোর জন্য এমন কোন সিরিয়াল কি বা প্যাচ তৈরি যা বারবার ব্যবহার যোগ্য।