ব্লগস্পট টেম্পলেট/থিম ডিজাইন পার্ট-১ (blogspot theme)

আসসালামুয়ালাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের (নতুনদের) ওয়াপ ডেপলামেন্ট শিখানোর চেস্টা করি। যদি কেউ মনে কষ্ট পেয়ে বা ভূল বুঝে থাকে তাহলে ক্ষমার ছোখে দেখবেন।

সাইট সুন্দর ও পাথকের মন জয় করার প্রথম ধাপই আমি মনে করি সাইটের ডিজাইন/থিম এর উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়। তাই সাইটের সুন্দর ডিজাইন ও নিয়মিত সাইটের আপগ্রেড থাকলে আপনার সাইট এলেক্সা রেকিং্যে এগিয়ে নিতে সাহায্য করে।

তাই আজ আপনাদের জন্য কিছু সুন্দর SEO রিলেটেড থিম নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। থিম গুলা ডাওনলোড লিংক অফিশিয়াল তাই কিছু মনে করবেন না বা কেউ স্পাম্প মনে করবেন না।

১) আলোচনা করব Palki 2 - Responsive Blogger Templateএই থিমটা নিয়ে J

এটা অনেক সুন্দর একটা থিম আমার কাছে খুব ভালো লাগেছে তাই এটা নিয়েই আজকে আলোচনা করব J

এটার মোবাইল ভার্সন সহ আছে তাইলে দেখতে পারেন। মোবাইল ভার্সন খুব সুন্দর ও অনেক সহজ। তাই এটা আপনার সাইটকে মোবাইল ভার্সনে পাঠকে খুব সুন্দর ও ঝামেলা ছাড়া টিউন পরতে সেয়ার করতে টিউমেন্ট করতে সহজ ভাবে সাহায্য করবে।

এই থিমের কিছু ফিচার নিয়ে আলোচনা করি J

১) সার্চ বক্স

২) No Encrypted Scripts

3) Custom 404 Error Page

4) Google Comment

5) Related Post

6) Numbered Page Navigation

7) Ads Ready

8) Unlimited Colors

9) Social Icon

10) Drop Down Menu

11) Easy Admin Panel

থিম অনেক ইজি করে সেটাপ করা শিখিয়ে দেব পরবর্তি টিউনে।

এখুনি ডাওনলোড করে নিন।

যদি কেউ ব্লগস্পট সাইট বানাতে চান আমি করে দেব

মোবাইলঃ ০১৮৬৬০৫২০২৩

Level 0

আমি মোঃ হাসান আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এন্ড্রুয়েট এ্যাপস দিয়ে আয় করতে চাইলে এই টিউনটি দেখুনঃ
https://www.techtunes.io/android-apps/tune-id/429232