
যদি এখনো ব্লগস্পটে টিউন করার নিয়ম না জানলে আগে এখান থেকে শিখে নিন। আর একেবারেই এ নিয়ে কিছু না জানলে এখানে যান এবং শিখে নিন।
তো আজকের টিউনের বিষয় হলো ব্লগে কোন কিছু ইম্বেড করা। আমরা ইমেজ, এনিমেশন, ভিডিও, গান ও ফ্লাশ ফাইল ইম্বেড করা শিখবো এখন।
এনিমেশন বলতে আমি .gif এনিমেশনের কথা বলছি। ইমেজ আর .gif এনিমেশন একই নিয়মে ইম্বেড করতে পারবেন। ইম্বেডের নিয়মের আগে বলে নিই, গুগলে কি-ওয়ার্ডের পর gif লিখে সার্চ দিয়ে ইমেজে গেলে অনেক এনিমেশন পাবেন। ইমেজ বা এনিমেশনের লিংক আপনাকে সংগ্রহ করতে হবে। এজন্য ইমেজে ক্লিক করে সম্পুর্ণ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মাউসের ইম ক্লিক করে কপি ইমেজ লোকেশন সিলেক্ট করুন। এবার আপনার টিউনের উপরের মেনু থেকে HTML সিলেক্ট করে এই কোডটি বসান-<img src=ছবির লিংক/> ছবির লিংক কপিকৃত লিংক দিয়ে রিপ্লেস করে দিন।হাইট ও ওয়াইডথ পাল্টাতে চাইলে<img height="ভ্যালু" src=ছবির লিংক width="ভ্যালু"/>ভ্যালুর জায়গায় সাইজ দিয়ে পরিবর্তন করে দিন।।
উদহরণ: <img src="https://www.crossed-flag-pins.com/animated-flag-gif/gifs/Bangladesh_240-animated-flag-gifs.gif" />
ফলাফল:

<source src="গানের লিংক" type="audio/mp3">
</audio>
১। http://grplusbd.blogspot.com/p/blog-page_36.html
২। http://www.playpod.com
৫। http://www.mousebreaker.com
৬। http://www.games2win.com (Girls)
৭। http://www.gangofgamers.com/en/ (boys)
৮। http://www.chimpoo.com/ (Kids)
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
sahojpath.blogspot.com