এই টেমপ্লেটটি দেখিবেন না। দেখিলে অত্যন্ত মিস করিবেন।

আসসালামু আলাইকুম। টিউনের থাম্বনেইল আর উপরের ছবিটি দেখে নিশ্চয়ই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন: আমি আমার সাইটে এই টেমপ্লেটই দিবো।

নিজের কোন কিছুকে নিজে ভালো বলতে নেই। তবে তাও বলি, আমার এই টেমপ্লেটটা মারাত্মক লাগছে। রেড, ব্রাউন, ব্লাক সব ডার্ক কালারের মাঝে মিশিয়ে দিয়েছি হোয়াইটও। আমার মনে হয় খারাপ হয়নি কম্বিনেশনটা।

লাইসেন্স মেনেই এটা ইয়েলোউইশ নামের একটা টেমপ্লেটকে বেজ করে তৈরি করা হয়েছে। তবে এডিট কিন্তু কম করিনি। এখানে গিয়ে ইয়েলোউইশের ডেমো দেখে ছবির সাথে মিলিয়ে দেখতে পারেন।

এটার ফিচারগুলো হলো-

১। রেসপোন্সিভ: হাহাহা! আপনি হয়তো অনেক রেসপোন্সিভ টেমপ্লেট দেখেছেন, কিন্তু এটা বোধহয় রেসপোন্সিভের তালিকায় শীর্ষে। ইয়েলোউইশও রেসপোন্সিভ টেমপ্লেট কিন্তু ৮০% এর বেশি জুমে একটু রেসপোন্স কমে যায়। রেসপোন্সিভ করার জন্য সর্বোচ্চ নজর দেওয়া হয়েছে এই টেমপ্লেটে।

২। অদর ফটো: টিউনের পাশে অদরের বা লেখকের গুগল প্রোফাইল পিকচার দেখাবে।

৩। কালার: ডার্ক আর ব্রাইট কালারের চমৎকার কম্বিনেশন।

৪। কার্সর: নতুন কার্সর। সহজ ভাষায় নতুন ফিলিং।

৫। নো থাম্বনেইল ইমেজ: টিউনে কোন ইমেজ না থাকলে দেখাবে।

৬। ৪০৪ এর পেজ: সুন্দর ৪০৪ এরর পেজ।

৭। ব্যাক টু টপ বাটন: সুন্দর ব্যক টু টপ বাটন।

৮। সার্চ বক্স: সার্চ বক্সটা একদমই নতুন ডিজাইন। হয়তো কখনোই দেখেননি।

৯। এসইও ফ্রেন্ডলি: বেশ দ্রুতই লোড হবে।

১০। আরো ১ বস্তা ফিচার। আমার পক্ষে সব বর্ণনা সম্ভব না।

এই টেমপ্লেটের দুইটা ভার্সন আছে। ফ্রি ভার্সনে ৯৯% ফিচারই পাবেন। শুধু দুই নং ফিচারটা পাবেন না। আর এটা বেজের উপর ভিত্তি করে তৈরি তাই পেইড ভার্সনেও ফুটার ক্রেডিট থাকবে।

তো আশা করি ভালোই লাগবে টেমপ্লেটটা। এখন ইন্সটলের পালা। ইন্সটলের ক্ষেত্রে টেমপ্লেটের সাথে পাওয়া ডকুমেন্টেশন ফলো করবেন। তাও কোন সমস্যা হলে ফেসবুক তো আছেই।

সবশেষে কিছু কথা: যদি এই টেমপ্লেটটি ভালো না লাগে টিউমেন্টে কারণগুলো জানাবেন। পরবর্তীতে আমাদের উপকার করবে। টেমপ্লেটটি ভালো লাগলে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন। তবে আমি অনুরোধ করবো আমাকে সাপোর্ট করতে পেইড ভার্সন ক্রয় করবেন। এর মূল্য ১২০ টাকা ধরা হয়েছে যা খুবই কমই মনে করি। আপনি যদি আমার এডিট করা আরো কিছু টেমপ্লেট দেখতে চান তবে এখানে যান।

আমন্ত্রণ রইলো ঘুরে আসার: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ। আপনার এই মতামত আমাকে ভবিষ্যতে উন্নতি করতে সাপোর্ট করবে।