Bootstrap 4 আসছে নতুন সব কম্পোনেন্ট ও ফিচার নিয়ে

ওয়েব ডিজাইন জগতে এক গুরুত্বপূর্ণ নাম বুটস্ট্রাপ। এ টিউনটি শুধু যারা বুটস্ট্রাপ জানে তাদের জন্য, বাকীরা ঘুরে আসেন। ভার্সন নাম Bootstrap 4 alpha। প্রতিবারের মতই এবারও নতুন ভার্সন এর সাথে নতুন সেলিব্রেশন ভিডিও রিলিজ হয়েছে। তো সেটাও মিস না করে দেখে নিন...

What’s new : নতুন কি আছে

বুটস্ট্রাপের এই নতুন ভার্সনে আছে অনেক মৌলিক পরিবর্তন যার সব কিছু বর্ণনা করা রীতিমত অসম্ভব। তবে এখানে আমার কিছু প্রিয় ও প্রধান বিষয়গুলো  বর্ণনা করব ইনশাল্লাহ। অবশ্যই তাদের অফিসিয়াল ব্লগ সাইট থেকেও পড়ে আসতে পারেন।

  1. Less থেকে ‍Sass স্থানান্তর করা হয়েছে
  2. গ্রিড সিস্টেম উন্নয়ন করা হয়েছে
  3. লেটেস্ট সি.এস.এস (3) ব্যবহার করা হয়েছে যার ফলে আ.ই ৮ সাপোর্ট বাদ পড়েছে
  4. জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে নতুন করে সাজানো হয়েছে যাতে যোগ হয়েছে নতুন অনেক কিছু
  5. documentation এর উন্নয়ন করা হয়েছে
  6. Box-sizing ইত্যাদি

নতুন সব ফিচার এক ফলকে দেখার জন্য দেখে নিতে পারেন এই ভিডিও টি ....

বুটস্ট্রাপ 4 আরো ভালো করে জানতে লার্ন কম্পিউটার এট হোম নামক ইউটিউব প্লে লিস্টের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং চ্যানেলটি তে সাবস্ক্রাইব করে আরো টিউটরিয়াল উপভোগ করতে পারেন। টুইটার বুটস্ট্রাপ এর বিস্তারিত ভিডিও টিউটরিয়াল দেখার জন্য এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ফেইসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন নতুন সব আপডেট পেতে।

আশা করি সভাই কেমন হল জানাবেন, মতামত দিবেন আর টুইটার বুটস্ট্রাপ 4 এর আরো কিছু কারো জানা থাকেলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। সভাই ভাল থাকবেন সেই প্রত্যাশাই আজকের মত এখানেই বিদায়।

Level 0

আমি সাইফুল বিন আ কালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস