সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ২] ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং সাবধানতা

ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং কি এটা এর আগে আলোচনা করেছি তাই নতুন করে আর কিছু লিখলাম না । ফ্রী ডোমেইন এন্ড হোস্টিং

ডোমেইন নেম

আপনি আগে আপনার ডোমেইন নেম টা নির্বাচন করুন এরপর আপনার ডোমেইন নেম সার্চ চেক করে দেখুন ফাকা আছে কি না। যদি ফাকা থেকে আপনি এটা ইন্টারনেট থেকে ডোমেইন টা কিনতে পারবেন । অনলাইন এ ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার কয়  একটা পপুলার সাইট হল http://www.godaddy.com , http://www.smallbusiness.yahoo.com , http://www.bluehost.com । এগুলো থেকে ডোমেইন নেম করতে আপনার আপনার খরজ হবে ৭-১০ ডলারের মত যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০০-৭০০ টাকা । এবং প্রতি বছর এর রেনু ফি ৭-১০ ডলার অর্থাৎ  আপনার প্রতি বছর ব্যয় হচ্ছে প্রায় ৭০০ টাকা । খূব একটা বেশি না । আর আপনি অনলাইনে এই ডোমেইন নেম কিনতে আপনাকে পেপাল বা ভিসা কার্ড ,মার্স্টার কার্ড ব্যবহার করতে হবে। এছাড়া এ ব্যবস্থা না থাকলে আপনি বাংলাদেশী কোম্পানি গুলো হতে আপনি বাংলাদেশী টাকায় ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে পারবেন । http://www.technobd.com , http://www.host4bd.com , http://www.ancbd.com , http://www.hostbangla.com , http://www.w3hostbd.com ইত্যাদি ।

আর আপনি যদি প্রথমে এই ফ্রী ডোমেইন নেম এ আপনা ব্লগ বা সাইট চালু করতে চান তাহলে তাহলে আপনি  http://www.co.cc তে দেখতে পারেন । এটা এদের সেবা অনেক ভাল। তাছারা আপনি http://www.dot.tk , http://www.nic.cz.cc দেখতে পারেন এদের ও সেবা অনেক ভাল । তবে আমার কাছে http://www.co.cc টাই ভাল লেগেছে । এতখন ত বললাম ডোমেইন নেম রেজিস্ট্রেশন এর কথা , এবার আমি ডোমেইন নেম নেয়ার সময় যে দিক গুলোর কথা আপনার খেয়াল রাখতে হবে তাহল [ফ্রী ডোমেইন এন্ড হোস্টিং]

  • সবচেয়ে সহজ নামে ডোমেইন নেম নির্বাচন করুন যাতে আপনার ভিজিটরা সহজে আপনার ডোমেইন নেম টা মনে রাখতে পারে ।যেমন http://www.bdtutorial24.com
  • আপনার ডোমেইন নেম যাতে কোন বড় মানের ওয়েবসাইটের [www.google.com ,www.yahoo.com] সাথে মিলে না যায় । যেমন http://www.bdyahoo24.com , http://www.bdgoogle24.com ইত্যাদি। এতে আপনার ডোমেইন নেম সমস্যা হতে পারে এবং আপনার নামে বাতিল হতে পারে ।তাই এ বিষয় টা মনে রাখবেন ।
  • ডোমেইন নেম বড় হলে যেমন http://www.fahimrezabadhon.com এটা মনে রাখা কঠিন হতে পারে , তাই এই নামের মাঝে আপনি ডেশ [-] ব্যবহার করতে পারেন যেমন http://www.fahim-reza-badhon.com
  • ডোমেইন নেম বড় করা হতে বিরত থাকুন । যেমন http://www.thelongestlistofthelongeststuffatthelongestdomainnameatlonglast.com

ওয়েব হোস্টিং

ওয়েব হোস্টিং বলতে আমরা বুঝি কোন হোস্টিং কোম্পানি টাকার বিনিময়ে তাদের সার্ভারে ওয়েব সাইট এর যাবতিয় তথ্য রাখার জন্য নির্দিস্ট পরিমান জায়গা বরাদ্দ দেয়া । আপনি ওয়েব হোস্টিং কিনতে পারবেন http://www.godaddy.com , http://www.bluehost.com হতে । এছাড়া আপনি বাংলাদেশী কোম্পানি গুলো হতে আপনি বাংলাদেশী টাকায় ওয়েব হোস্টিং কিনতে  পারবেন । http://www.technobd.com , http://www.host4bd.com , http://www.ancbd.com , http://www.hostbangla.com , http://www.w3hostbd.com ইত্যাদি ।

আর আপনি যদি ফ্রী ওয়েব হোস্টিং ব্যবহার করতে চাইলে  http://www.byethost.com , http://www.000webhost.com দেখতে পারেন । এর মধ্যে http://www.byethost.com টা অনেক ভাল হবে । এদের সার্ভিস মোটামোটি ভালই । তবে হোস্টিং নেয়ার সময় কিছু জিনিস আপনার মাথায় অবশ্যই রাখতে হবে তাহল

  • আপনার ব্লগ বা সাইট এ যখন কোন ভিজিট প্রবেশ করে তখন আপনার সাইট বিভিন্ন পেজ আপনার ভিজিট এর কম্পিউটার এ ডাউনলোড হতে থাকে ,আর এই সম্পুন ডাউনলোড লিস্ট আপনার  হোস্টিং কোম্পানি  কাছে থাকে ,আর এর উপর হোস্টিং কোম্পানি আপনাকে ব্যান্ডউইড প্রদান করে থাকে । ১গিবি ব্যান্ডউইড আপনার ব্লগ সেফ থাকবে । প্রয়োজনে পরে বারিয়ে নিতে পারবেন ।
  • ওয়েব স্পেস টা আপনার নিজের উপর নির্ভর করে । আপনি ব্লগ বানাতে গেলে ১০০মেগাবাইট দিয়ে শুরু করতে পারেন । প্রয়োজনে পরে বারিয়ে নিতে পারবেন ।
  • আপটাইম হল হোস্টিং কোম্পানি সার্ভার চালু থাকার সময় । আপনার আপনার সাইট/ব্লগ এর জন্য খুবেই জরুরি বিষয় । কারন কোম্পানি সার্ভার যতখন চালু থাকবে আপনার সাইট ও ততখন চালু থাকবে । প্রতিটি হোস্টিং কোম্পানি সার্ভার ৯৯.৯৯% চালু থাকার কথা বলে তবে এটা সম্ভব হয় না । তাই হোস্টিং নেয়ার সময় এই দিকটা খেয়াল রাখা উচিত।

আমার পরের  ওয়ার্ডপ্রেস সার্ভার  এ ইনস্টোল  করবেন কি ভাবে তা  নিয়ে আলোচনা করব । আজ এই প্রযন্তই । খোদা হাফেজ………………

ফ্রী ডোমেইন এন্ড হোস্টিং

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.co.cc তে –//www.sssiam.co.cc -set upকিভাবে করবো বুঝটেসি না।

    হুম আমার পরে লেখা এই বিষয় , একটু অপেক্ষা করুন প্লিজ…

    Level 0

    নিচের সাইটাতে টিপস পেতে পারেন
    ——————————
    আপনার বাজে লিঙ্ক টা মুছে ফেলা হয়েছে ।

ফাহিম রেজা বাঁধন, আপনার “থ্রিডি ষ্টুডিও ম্যাক্স” টিউনের খবর কি ? ভুইল্যা গেলেন নাকি ? আমরা কিন্তু ভুলি নাই !!!

    আরে নারে ভাই ভুলি নাই খুবেই তারা ”থ্রিডি ষ্টুডিও ম্যাক্স” বাকী পর্ব গুলো পেয়ে যাবেন ।

ফাহিম ভাই আমি এই ডোমেইন টা কিনবো http://www.fahimvaijotiltunekorsenkivabekorenetosundortune.com অসুবিধা আছে? 😉 😉 😉

ফাহিম ভাইকে ধন্যবাদ , এত সুন্দর একটা সিরিজ শুরু করার জন্য। আমার কাছে কিন্তু অনেক টেকনিকাল প্রশ্ন আছে। বিশেষ করে ওয়ার্ডপ্রেসের বিষয়ে। তবে এখুনি করছিনা। আপনার সামনের টিউন গুলোতেই অনেক প্রশ্নের উত্তর পাবো বলে আশা করছি।

টেটিতে এ ধরনের গঠনমূলক টিউনই আমি বেশি প্রত্যাশা করি।
সালাম

অনেক ভাল ও কাজের টিউন,
অনেক কিছু জানতে পারতেছি,
ধন্যবাদ চালিয়ে যাও শুভ কামনা রইল তোমার জন্য।

ধন্যবাদ আতাউর ভাই আপনার মন্তব্যে জন্য

    ভাই আমার সমস্যা আমি রেজিস্ট্রেশান কমপ্লিট করতে পারছিনা http://www.byethost.com এখানে সব কাজ সারার পর একটা সিরিয়াল নাম্বার সহ ইরর দেখায় । একটু হেল্প করেন ।

Level 0

Register a .com/.net/.org/.info Domain at Tk-999 BD &get a 25 MB
Hosting+15 mailboxes completely free. please visit:-http://www.address24.biz/
contact no:- 01919-87 39 87
মানিবুকারস লেনদেন করা যায়.

ফাহিম ভাই, আপনার দেয়া হোষ্টিং সাইটে আমি কাজ করতে পারছিনা । http://www.byethost.com এখানে সব কাজ সারার পর একটা সিরিয়াল নাম্বার সহ ইরর দেখায় । একটু হেল্প করেন ।

Level 0

valo laglo pore…..thanks

Thank u

অনেক ধন্যবাদ।

Level 0

thanks fahim vai 4 a nice tune

nice