
আগের পর্ব গুলো পড়ুনঃ
ওয়েব ডিজাইন শিখুন খুব সহজে। পর্ব – ১ঃ প্রাথমিক ধারণা।
ওয়েব ডিজাইন শিখুন খুব সহজে। পর্ব – ২ঃ এইচটিএমএল এর গঠন ও এইচটিএমএল ট্যাগ।
ওয়েব ডিজাইন শিখুন খুব সহজে। পর্ব – ৩ঃ এইচটিএমএল ট্যাগ ও এইচটিএমএল আট্রিবুটস।
ওয়েব ডিজাইন শিখুন খুব সহজে। পর্ব – ৪ঃ এইচটিএমএল COMMENT ও এইচটিএমএল FORMETTING
ওয়েব ডিজাইন শিখুন খুব সহজে। পর্ব – ৫ঃ এইচটিএমএল পিকচার ট্যাগ
ওয়েব ডিজাইন শিখুন খুব সহজে। পর্ব – ৬ঃ এইচটিএমএল লিস্ট
ওয়েব ডিজাইন শিখুন খুব সহজে। পর্ব – ৭ঃ এইচটিএমএল ফর্ম
আজ আমরা শিখবো এইচটিএমএল IFRAME ও এইচটিএমএল ENTITIES।
আপনি যদি কোন ওয়েবসাইট কে আপনার সাইট এ দেখাতে চান তাহলে IFRAME ট্যাগ ব্যবহার করতে পারেন। অন্যোন্য ট্যাগের মত এই ট্যাগ ও সকল গ্লোবাল আট্রিবুটস সাপোর্ট করে। এই ট্যাগের কিছু বিশেষ আট্রিবুটস রয়েছে। নিচে দেখুনঃ
align frameborder height longdesc marginheight marginwidth name sandbox html-5 scrolling auto seamless html-5 src srcdochtml-5 width
আমি কিছু আট্রিবুটস এর ব্যাখ্যা দিলামঃ
<!DOCTYPE html> <html> <head> <title>HTML iframe Tag</title> </head> <body> <iframe src ="http://www.riponshah.com" height="550" width="100%"></iframe> </body> </html>
উপরের কোডটি লিখে ব্রাউজার এ রান করান। দেখবেন 'src' আট্রিবুট এ দেয়া সাইট টি ফ্রেম এ এসেছে। নিচে স্ক্রীন শট দেখুনঃ

এইচটিএমএল কোড লেখার সময় আমরা বিভিন্ন রকম সিম্বল ব্যবহার করি। যেমনঃ <, >, © ইত্যাদি। কিন্তু এগুলো আপনি সাইট এ দেখাতে চাইলে আপনাকে ENTITIES ব্যবহার করতে হবে। নিচের স্ক্রীন শট এ কিছু ENTITIES এর বর্ণনা দেয়া হলঃ

আপনার সাইট এ এই সিম্বল গুলো দেখাতে চাইলে এই "Entitle name" বা "Entitle number" ব্যবহার করুন।
স্রীন শট সোর্সঃ w3schools।
আশা করি বুঝতে পেরেছেন।আজকে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কিছু নিয়ে আলোচনা করব। অবশ্যই আগের পর্ব গুলো পড়বেন। যারা ওয়েব ডিজাইন শিখতে চান তারা গুগল সার্চ করে এই বিষয় গুলো সম্পর্কে আরও জানুন ও বেশি বেশি প্র্যাকটিস করুন। কোনও প্রশ্ন থাকলে টিউমেন্ট করুণ।
পূর্বে প্রকাশিতঃ এখানে।
আমি রিপন শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন …আমার ওয়েব ডিজাইন শিখার খুব ইচ্ছা , কিন্তু কি ভাবে শিকব বুজতে পারছি না …………।।