Google blogger দিয়ে নিজের একটি সার্চইঞ্জিন ফ্রেন্ডলি blog তৈরি করুন পর্ব-1 (ভিডিও টিউটোরিয়াল)

আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভাল আছি। blog তৈরির ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আপনদের সবাইকে স্বাগতম। আমরা এই টিউটোরিয়ালে শিখব কিভাবে blogger.com এ একটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ব্লগ তৈরি করতে হয়। এবং ব্লগ এর জন্য এসইও করতে হয়।চলুন শুরু করি,

আমরা প্রথমে ব্লগ তৈরির টিউটোরিয়াল শেষ করব, তারপর আমাদের তৈরি কৃত ব্লগ এর জন্য এসইও করব। সার্চ ইঞ্জিন  ফ্রেন্ডলি ব্লগ তৈরি করার জন্য আপনাকে প্রথমে ব্লগ এর বিষয় ঠিক করতে হবে। আপনার যেই বিষয়ে অবিজ্ঞতা আছে সেই বিষয় নিয়ে ব্লগ তৈরি করুন। সেই বিষয় এর উপর কী-ওয়ার্ড রিসার্চ করুন, এবং মূল কী-ওয়ার্ড গুলি আপনার ব্লগ এর টাইটেলের মধ্যে দিন। তারপর টাইটেল এর কী-ওয়ার্ড এর সাথে সম্পর্ক রেখে ব্লগ এর এড্রেস দিন।

Blogger.com এ ব্লগ তৈরি করার জন্য আপনার একটি জিমেল একাউন্ট থাকতে হবে। যদি না থাকে http://www.gmail.com এ গিয়ে একটি জিমেইল একাউন্ট তৈরি করুন। তারপর http://www.blogger.com এই এড্রেসে যান। এবং new blog এ ক্লিক করে একটি ব্লগ তৈরি করুন।

ব্লগ তৈরির প্রথম ভিডিও টিউটোরালে আপনাদের জন্য থাকছে।

  • Ø  কিভাবে blogger.com এ একটি সার্চইঞ্জিন ফ্রেন্ডলি ব্লগ তৈরি করবেন।
  • Ø  ব্লগ এর ড্যাশবোর্ড পরিচিতি।
  • Ø  কিভাবে ব্লগে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি টিউন করবেন।

তো প্রিয় ভিজিটর ভিডিও টি দেখুন এবং নিজের একটি সুন্দর ব্লগ তৈরি করুন।

create a blog on google blogger
create a blog
  1. ব্লগ তৈরির ধারাবাহিক টিউটোরিয়ালের সব পর্ব দেখতে ইউটিব চ্যানেলে subscribe করুন
  2. আমাদের সব টিউটোরিয়াল পেতে ফেসবুক পেইজে লাইক দিন।

তো প্রিয় ভিজিটর আগামি পর্বের আমন্ত্রন জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস