ওয়েব ডিজাইন শিখুন খুব সহজে। পর্ব – ২ঃ এইচটিএমএল এর গঠন ও এইচটিএমএল ট্যাগ

আগের পর্ব টি পড়ুনঃ

ওয়েব ডিজাইন শিখুন খুব সহজে। পর্ব – ১ঃ প্রাথমিক ধারণা

আজকে শিখবো এইচটিএমএল এর গঠন ও এইচটিএমএল ট্যাগ

এইচটিএমএল গঠনঃ

প্রথমে নিচের কোড টি কপি করে আপনার এডিটরে আগের মত করে সেভ করুন। তারপর ফাইল টি ব্রাউজার এ রান করান।

<!DOCTYPE html>
<html>
<head>
<title>Title of your page which show on your title bar</title>
</head>
<body>
the actual content for the web page window (the viewport) goes here
</body>
</html>

ব্রাউজার এ দেখাবে, "the actual content for the web page window (the viewport) goes here"। আপনি যে কোনও কোড লিখলে তা অবশ্যই <body> ট্যাগ এর মধ্যে থাকবে। আপনাকে আরও বুঝিয়ে দিচ্ছিঃ

  1.  <!DOCTYPE html> এই ট্যাগ টি মাধ্যমে বুঝানো হয় যে এটি কোন টাইপের এইচটিএমএল।
  2.  <html> এই ট্যাগ টি মাধ্যমে বুঝানো হয় যে এটি একটি এইচটিএমএল ডকুমেন্ট।
  3. <head> এই ট্যাগ টির মধ্যে এইচটিএমএল এর গুরুত্বপূর্ণ  তথ্য যোগ করা হয়।
  4. <title> এই ট্যাগের মাধ্যমে আপনি আপনার ওয়েব পেজ এর শিরোনাম দিতে পারবেন।
  5. <body> এই ট্যাগের মধ্যেই আপনাকে সকল কোড রাখতে হবে। এখানেই আপনার ওয়েব পেজের সকল কোড থাকবে।

দুই একটি ব্যতিক্রম ছাড়া সকল ট্যাগ এর ফরম্যাটঃ

<ট্যাগ> আপনার প্রয়োজনীয় বিষয় </ট্যাগ>।

আমি উপরে যে কোড টি দিয়েছি তা এইচটিএমএল এর ব্যসিক কোড। এটি ছাড়া আপনি এইচটিএমএল এর কাজ করতে পারবেন না। উপরে দেখুন,

  • আমি প্রথমে ডিক্লার করে নিয়েছি যে এটি এইচটিএমএল টাইপ।
    <!DOCTYPE html>
    
  • তারপর আমি পুরো কোড টুকু কে এইচটিএমএল ট্যাগ এর মধ্যে রেখেছি।
    <html>
    <head>
    <title>Title of your page which show on your title bar</title>
    </head>
    <body>
    the actual content for the web page window (the viewport) goes here
    </body>
    </html>
    
  • তারপর আমি এইচটিএমএল এর প্রধান দুটি পার্ট হেড ট্যাগ ও বডি ট্যাগ দিয়েছি (এইচটিএমএল ট্যাগ এর মাঝে)।
    <head>
    <title>Title of your page which show on your title bar</title>
    </head>
    <body>
    the actual content for the web page window (the viewport) goes here
    </body>
    
  • হেড ট্যাগ এর মধ্যে শিরোনামের জন্য টাইটেল ট্যাগ দিয়েছি। এটি আপনার ওয়ের পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হেড ট্যাগ এ আর অনেক কিছু দেয়া যায় যা আমি পরবর্তী টিউটোরিয়াল এ আলোচনা করব।
    <head>
    <title>Title of your page which show on your title bar</title>
    </head>
    
  • বডি ট্যাগ এর মধ্যে শুধু একটি বাক্য লিখেছি যা ব্রাউজার এ দেখাচ্ছে। বডি ট্যাগ সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব।
    <body>
    the actual content for the web page window (the viewport) goes here
    </body>
    

এইচটিএমএল ট্যাগঃ

এইচটিএমএল ট্যাগ হল কিছু নাম যা থার্ড ব্র্যাকেট এর মধ্যে রাখতে হয়। ট্যাগ এর দুটি পার্ট থাকে।

  1. ওপেনিং ট্যাগ।
  2. ক্লোজিং ট্যাগ।

যেমনঃ <P> something </p>। এখানে  p একটি ট্যাগ যার <P> হল ওপেনিং ট্যাগ ও </p> হল ক্লোজিং ট্যাগ। এইচটিএমএল এ প্রচুর ট্যাগ রয়েছে। আমি কিছু ব্যসিক ট্যাগ নিচে দিলামঃ

  <!DOCTYPE>
<a>
<abbr>
<acronym> 2
<address>
<applet> 3
<area>
<article>
<aside>
<audio>
<b>
<base>
<basefont> 4
<bdi>
<bdo>
<big> 4
<blockquote>
<body>
<br>
<button>
<canvas>
<caption>
<center> 4
<cite>
<code>
<col>
<colgroup>
<command>
<datalist>
<dd>
<del>
<details>
<dfn>
<dir>
<div>
<dl>
<dt>
<em>
<embed>
<fieldset>
<figcaption>
<figure>
<font>
<footer>
<form>
<frame>
<frameset>
<h1> - <h6>
<head>
<header>
<hgroup>
<hr>
<html>
<i>
<iframe>
<img>
<input>
<ins>    <kbd>
<keygen>
<label>
<legend>
<li>
<link>
<map>
<mark>
<menu>
<meta>
<meter>
<nav>
<noframes>
<noscript>
<object>
<ol>
<optgroup>
<option>
<output>
<p>
<param>
<pre>
<progress>
<q>
<rp>
<rt>
<ruby>
<s>
<samp>
<script>
<section>
<select>
<small>
<source>
<span>
<strike> 4
<strong>
<style>
<sub>
<summary>
<sup>
<table>
<tbody>
<td>
<textarea>
<tfoot>
<th>
<thead>
<time>
<title>
<tr>
<track>
<tt>
<u>
<ul>
<var>
<video> 5
<wbr>

এইচটিএমএল এর বিভিন্ন ভার্সন অনুযায়ী ট্যাগ কিছুটা আলাদা। পরে এইচটিএমএল ভার্সন সম্পর্কে আলোচনা করব। উপরের ট্যাগ গুলোর ক্লোজিং পার্ট আছে।

ক্লোজিং পার্ট নাই এমন ট্যাগ ও কিছু আছে যেমনঃ


<area >
<base>
<br>
<col>
<command>
<embed>
<hr>
<img>
<input>
<link>
<meta>
<param>
<source>

আজকে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কিছু নিয়ে আলোচনা করব। যারা ওয়েব ডিজাইন শিখতে চান তারা গুগল সার্চ করে এই বিষয় গুলো সম্পর্কে আরও জানুন ও বেশি বেশি প্র্যাকটিস করুন। কোনও প্রশ্ন থাকলে টিউনমেন্ট করুন।

পূর্বে এখানে প্রকাশিত।

 

Level 0

আমি রিপন শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good job…………..