ওয়েব ডিজাইন শিখুন খুব সহজে। পর্ব – ১ঃ প্রাথমিক ধারণা

অনেকে ফ্রিলাঞ্চিং ক্যারিয়ারের জন্য আবার অনেকে ইচ্ছা বসত ওয়েব ডিজাইন শিখতে চান। কিন্তু ভাল নির্দেশনার অভাবে তা আর শিখা হয়ে ওঠে না বা অনেক কষ্ট করেও কোনও লাভ হয় না। তাই আপনাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস।

 

ওয়েব ডিজাইন করার জন্য যে কয়েকটি বিষয় আপনাকে জানতে হবেঃ

  • HTML
  • CSS
  • JAVASCRIPT

ওয়েব ডিজাইনের জন্য আপনার যা যা প্রয়োজনঃ

  • কোডিং টেক্সট এডিটর (Notepad, Notepad++, Adobe dreamweaver, Ultra Edit, Sublime text, CoffeeCup, BBEdit, Bluefish, Brackets, Coda, ICEcoder, CodeRunner2 etc. )
  • ব্রাউজার (Firefox, Crome, Seamonkey, Opera, Safari, Internet Explorar etc. )

অনেক গুলো ব্রাউজার ও কোড এডিটর আছে কিন্তু আমি ফায়ারফক্স ও নোটপ্যাড ++ ব্যবহার করি।

এইচটিএমএল হল মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আর সিএসএস দিয়ে ওয়েব পেজ কে বিভিন্ন স্টাইল করা যায়। খুব বেশি গভীরে যাব না, কারন আশা হারায় ফেলতে পারেন। তবে যাদের অনেক বেশি জানতে ইচ্ছে করে তারা ওয়েব ডিজাইনিং ওয়েবসাইট গুলো নিয়মিত ব্রাউস করেন।

ওয়েব ডিজাইনিং টিউটোরিয়াল সাইট সমূহ :

এবার কাজের কথায় আসি। প্রত্যেক ল্যাঙ্গুয়েজ এর আলাদা আলাদা এক্সটেন্সান থাকে। এইচটিএমএল এর এক্সটেন্সান হল .html .

  1.  প্রথমে আপনি আপনার নোটপ্যাড ++  ওপেন করুন। তারপর File> new তে ক্লিক করুন। নতুন একটি পেজ আসবে। নতুন পেজে লিখুন  "This is my first experiment. "।
  2.  এরপর File>Save তে ক্লিক করুন। নিচের ছবির মত ডায়ালগ বক্স আসবে। তখন index.html লিখে Save বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, "index এর বদলে যে কোনও কিছু দিতে পারেন কিন্তু .html দিতে ভুলবেন না। "
  3.  এবার ফাইল টি তে ক্লিক করুন। দেখুন আপনার লেখাটি ব্রাউজার এ দেখাচ্ছে।

এই কাজগুলো বারবার করতে থাকুন। আজকে এ পর্যন্তই। আগামি পর্বে নতুন কিছু থাকবে। 🙂  🙂

পূর্বে এখানে প্রকাশিত।

Level 0

আমি রিপন শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks bhaia..

চালিয়ে যান।

Copy Kora Code Kivabe Edit Kore Ektu Bolben Please.

    @সেলিম মোল্লা: আপনি এইচটিএমএল ও সিএসএস না জানলে এডিট করতে পারবেন না। আর যদি জানেন তাহলে কোড এডিটর দিয়ে এডিট করেন।

ভাই শিখতে আমি অবশ্যই চাই। আশাকরি সবসময় পাশে থাকবেন।

nice @ thanx

নোটপ্যাড ++ কি?

    নোটপ্যাড ++ হল একটি মাল্টিপারপাস সফটওয়্যার। এটি দিয়ে আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন।