আপনার সাইটের ভিসিটরদের নতুন বছরের শুভেচ্ছা জানান আতসবাজি ফুটিয়ে, একটু অন্যরকম ভাবে।

কেমন আছেন সবাই? কাল দিন পর নতুন বছর শুরু হবে। অনেক কিছু ফেলে এসেছি পেছনে আর অনেক কিছু রয়ে গেছে সামনে। একটা গান মনে পরে গেলো 😛

সমুকে রয়েছে পথ চলে যাও চলে যাও

পেছনে যা কিছু টানে, ফেলে যাও যাও।

পেছনে ঘুরে তাকানোর স্বভাবটা আমার নেই। মাঝে মাঝে অতিত মনে পড়লেও জোর করে ভুলিয়ে দেই। কারন সব স্মৃতি সুখের হয় না তাই আশা করি আপনারাও অতিতের ভালো কাজগুলো স্মরণ করবেন আর খারাপ সৃতি গুলোকে মুছে ফেলে সামনে এগিয়ে যাবেন। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।

happy+new+year+2015

নতুন বছরকে মানুষ বরণ করে নেয় অনেক ভাবে। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর কেউ ঘুমায়, কেউ আতসবাজি ফুটায়, কেউ কাজ করে আবার কেউ আমার মতো বসে বসে ইন্টারনেট ব্রাউজ করে 😛

যাই হউক, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে নতুন বছর উপলক্ষে আপনার ভিসিটরদের কি দেবেন? তাদের বাসায় গিফট পাঠানোতো সম্ভব না 😛 তাই নতুন বছরের শুভেচ্ছাটা সবাইকে জানিয়ে দিতে পারলেই হল। আর এই নতুন বছরের শুভেচ্ছা যদি আতসবাজি ফুটিয়ে দেওয়া যায় তাহলেতো কথাই নেই। ভিসিটর খুশীতে বার বার ভিসিট করবে 😛 বকবক না করে আসল কথায় আসি। যে জিনিসটা দেখাবো সেটা আপনাকে দেখতে হবে 😛 আমার সাইটে লাগানো আছে ওখান থেকে ডেমো দেখে আসতে পারেন। (সাইট ফুল লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন)

স্যাম্পলে দেখতে এখানে ক্লিক করুন।

নতুন বছরের শুভেচ্ছা জানাতে আমি ২ টা কাজ করেছি। একটা হল আতসবাজি আরেকটা হল সাইটে ঢুকা মাত্রই একটা পপআপ মেসেজ যেখানে কিছু লেখা থাকবে।

১) আতসবাজিঃ

এখানে ক্লিক করুন তাহলে একটা জাভা স্ক্রিপ্ট কোড আসবে। কোডটা একটু লম্বা, ভয় পাবেন না এটা আপনার সাইট স্লো করবে না।

কোডটা কপি করে <script> ট্যাগ এর মধ্যে পেস্ট করুন। নিচের মতো

<script type='text/javascript>
 //এখানে কোডটা পেস্ট করবেন
</script>

এবার আপনার ইনডেক্স ফাইল ওপেন করে </head> এর আগে কোডটা বসিয়ে সেভ করুন।

আপনার সাইটটা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করা থাকে তাহলে কোডটা কপি করে "script.php" তে পেস্ট করেন দিন কাজ শেষ!!

২) শুভেচ্ছা বার্তাঃ

আমার সাইটে আরেকটা কাজ করেছি সেটা হল শুরুতেই একটা শুভেচ্ছা মেসেজ আসে। আমার সাইট ওয়ার্ডপ্রেস এর তাই আমি ITRO Popup নামের একটা প্লাগইন ব্যাবহার করেছি। আপনর সাইট ওয়ার্ডপ্রেস না হলে যেকোনো স্ক্রিপ্ট ইউস করে এই মেসেজটা দিতে পারেন।

কাজ শেষ, এবার আপনার সাইটে আতসবাজি ফুটবে আর ইচ্ছা করলে সেই শুভেচ্ছা বার্তাটাও দিতে পারেন। আশা করি ভালো লেগেছে, কোন সমস্যা থাকলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। পোস্টটি ভালো লাগলে আমার সাইটটা বুকমার্ক করে রাখবেন আর ভালো না লাগলে আমার জন্য ফ্রী দৌড়ানির বেবস্থা করবেন 😛 (পাইলে তো 😛 )

ফেসবুকে আমি।

আগে আমার ব্লগে প্রকাশিত।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 30 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আতসবাজি করতে গেলে “The value of attribute “type” associated with an element type “null” must not contain the ‘<' character" – এই এরর দেখাচ্ছে ।
শুভেচ্ছা বার্তা – এটা ব্লগস্পট সাইটে কিভাবে করব বুঝলাম না ।

    Level 0

    @নীলোৎপল বেদী: ব্লগস্পটে জাভা স্ক্রিপ্ট অ্যাড করার ওয়াইজেট আছে। যেকোনো কোড লাগানো যায়, এরকম ওয়াইজেটটা ইউস করেন।

স্যাম্পলে দেখতে পেলাম না তো !

weebly te korte parlam na………….