*******ব্লগস্পট যেভাবে লাইভ ভিউ সহ এডিট করবেন(পাঠককে সব পোস্ট দেখা থেকে মুক্তি দিবেন যেভাবে) ******

ইহা একটি ওয়ান্টেড পোস্ট।যারা পড়েছেন তারা মিস করেন নাই তবে যারা পড়ে নাই এক্কেবারে মিস করেছে।যাই হোক আসা যাক মূল কথায়।ব্লগ স্পট এ লাইভ ভিউ যদি লাগান তাহলে পাঠককে ঘুরে ঘুরে সব পোস্ট পড়তে হবে না।সাইটে প্রবেশ করেই সব পোস্ট দেখতে পারবেন অনেকটা ভিডিও এর মতো।আগে ডিমো দেখে নিন এখান হতে।আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে:-
প্রথমে আপনার ব্লগস্পটে লগিন করুন।এবার Design এ ক্লিক করুন।তারপর Add a Gadget এ ক্লিক করুন।দেন Slideshow তে ক্লিক করুন।এবার Title এর জায়গায় আপনার মন মতো কিছু একটা লেখে দিন আমি যেমন লিখেছি লাইভ গেম ভিউ।যেহেতু এটা লাইভ ভিউ তাই লাইভ নিয়ে কিছু একটা লেখলেই ভালো হয়।এবার Source এর জায়গায় Other সিলেক্ট করুন।তাহলে একটি খালি বক্স আসবে যেখানে লেখা থাকবে Feed URL।এই জায়গায় আপনার ফিড ইউ.আর.এল দিন।Speed পছন্দ করে দিন।Options এর জায়গায় ওপেন লিন্ক ইন এ নিউ উইনডো দিন(আমি তাই দিয়েছি)।প্রিভিউ দেখুন।সেইভ করুন।এবার সেটিকে আপনার পছন্দ মতো জায়গায় সেট করুন।আমি যেরকম করেছি পোস্ট এর উপরে।
(আমি জানি এই টিউন টি পড়ে কেউ না হলেও একজন ধন্যবাদ দিবে,কয়েকদিন আগে সে এটা কিভাবে করা যায় সে সম্পর্কে সাহাজ্য চেয়েছি)
সবাই প্লিজ কমেন্ট কইরেন।কয়েকদিন ধরে কেনো জানি কোনো টিউন এ খুব একটা কমেন্ট পাচ্ছি না।

=======================================================================================================================================

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

একনজরে আমার সকল ওয়েবসাইট:
আয়ের বিভিন্ন উপায়(ইন্টারনেটে)
পিসি গেম ডাওনলোড ফ্রি

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 495 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কি ভাই ডিমোতে কিছুই দেখা যায় না

    ভাই লোডিং হতে ইকটু সময় নেয়।

ভাই, আমি আপনার দেয়া ভিডিও মুভি ২০১০-টি ডাউনলোড করেছি কিন্তু চালাতে পারছি না। দয়া করে বলবেন ওটার এক্সটেনশনটা এবং কোন প্লেয়ারে চলবে। প্লিজ ভাইয়া! নইলে মডেম দিয়ে এত কষ্ট করে ডাউনলোড করা বৃথাই যাবে।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ,সুন্দর একটি টিউন শেয়ার করার জন্য ।

ভালো তথ্য।

Level 0

ভাই আপনার সাইটে বাম পাশে মাঝামাঝিতে যে জিনিসটি আছে সেটি কিভাবে সেট করতে হয় একটু বলবেন?