এইচ টি এম এল কোড – পর্ব ১

ভিডিও লিংক কোড:এমন অসংখ্য প্রি ওয়েব সাইট আছে যেগুলোতে অডিও অথবা ভিডিও আপলোড করা যায় না । আপনার সাইটে যদি html ব্যবহারের সুবিধা থাকে  তাহলে  আপনি অন্যান্য সাইট থেকে ভিডিও বা অডিও  লিংক এড করে দিতে পারেন । যে সমস্ত সাইটে আডিও বা ভিডিওর সাথে embed code আছে সেখান থেকে embed code কপি করে ওয়েব সাইটে পেস্ট করলেই ভিডিও বা আডিওটি সরাসরি প্লে করা যাবে।গুগলের embed code কপি করে পেস্ট করলেই ভিডিও লিং এড হয়ে যায় । কিন্তু যে সমস্ত সাইটে embed code নেই সে সমস্ত সাইট থেকে আডিও ও ভিডিও লিংক করতে চাইলে নীচের নিয়মটি অনুসরণ করুন । নীচের এক নাম্বার কোডে উদৃতির ভিতরের লেখাটুকুই হচ্ছে লিংক । (http://www.4shared.com/file/74045452/f95ec438/001_khutba_Dr_Asadullah_Al-ghalib___Darul_imarat_Rajshahi_Bangladesh__12_sep_2008.html) নীচের এক নাম্বার কোডটি  থেকে লিংকটি কেটে দিয়ে অন্য যেকোন অডিও বা ভিডিও লিংক যোগ করে আপনার সাইটে পেস্ট করলেই ভিডিও এবং এডিও প্লে করা যাবে। এটি হচ্ছে মিডিয়া প্লেয়ার ।আপনার ওয়েব পেজে ভিডিওটিকে ছোট করতে চাইলে  কোডের ভিতরের  hight এবং width পরিবর্তন করে ছোট করা যাবে। এক নাম্বার কোডটি হচ্ছেএকটি খোতবা বাংলা ভাষায় খোতবা দিচ্ছেন ড:আসাদুল্লাহ আল গালিব।  1.  <embed src="http://www.4shared.com/file/74045452/f95ec438/001_khutba_Dr_Asadullah_Al-ghalib___Darul_imarat_Rajshahi_Bangladesh__12_sep_2008.html" autostart="0" showcontrols="1" type="application/x-mplayer2" pluginspage="http://www.microsoft.com/windows/windowsmedia/download/">  নীচের দুই নাম্বার কোডটিতে হজ্জ্ব উমরাহ ও জিয়ারতে বাংলা ভিডিও গাইড ।  2.<center><br><div dir ="ltr" ><div align="center"><embed id="VideoPlayback" style="width: 400px; height: 326px" src="http://video.google.com/googleplayer.swf?docId=-8584667778951500073&hl=en" type="application/x-shockwave-flash" flashvars=""></embed></div></div></center>অডিও বা ভিডিও লিংকের লোকেশান কপি করে এই লিংকটি থেকে পাঁচ  ধরণের অডিও এবং ভিডিও প্লেয়ার তৈরি করে নিতে পারেন । যে সাইটের  অডিও বা ভিডিও লিংক আপনার সাইটে এড করতে চান সেই সাইটে গিয়ে লিংকটি প্রথমে কপি করে এ ই লিংকটি ওপেন করুন। http://www.freevideocoding.com/ ওপেন করে প্রথমে প্লেয়ার সিলেক্ট করুন। Enter Media File Location (url): ডান পাশের ঘরে কপি করা লিংকটি পেস্ট করুন । Choose Publishing Style: সিলেক্ট করুন। Support this freesite with a link?:  এ no সিলেক্ট করে Make html বাটনে ক্লিক করুন। নীচের ঘরে html code টি তৈরি হবে। এই কোডটি আপনার ওয়েব সাইটে পেস্ট করুন। html code ঠিক আছে কিনা যাচাই করতে চাইলে এই লিংকটিতে http://www.w3schools.com/TAGS/tryit.asp?filename=tryhtml_iframe গিয়ে বামপাশের ঘরেআপনার কোডটি পেস্ট করুন। Edit and click me>> বাটনে ক্লিক করলে ডানপাশের ঘরে রেজাল্ট দেখা যাবে। নীচের ছবিটি লক্ষ্য করুন। উপরের  দু'ই নাম্বার কোড থেকে ভিডিওটি নেয়া হয়েছে ।

    hajj1.jpgওওয়েব  সাইটে পর্যাপ্ত স্পেচ না থাকলে প্রি ওয়েব সাইটগুলোতে আডিও অথবা ভিডি ও আপলোড করে লিংক এড করা যেতে পারে । যেমন- 

http://www.4shared.com 

     

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

computer somonda janar jonno a site ta kop valo . apnaka donno bat

আপনাকেও ধন্যবাদ ।

আরো একটি চমৎকার সিরিজ শুরু হতে যাচ্ছে ……….. সাবাস!!