এখন নিজের মত করে Blogger widget দেখান ব্লগারের যেকোন post/page/achieve-এ

আমরা কম বেশি সবাই ব্লগার ব্যবহার করে থাকি বিভিন্ন কারণে। কিন্তু ব্লগারের একটি সমস্যা হল আমরা ব্লগারে যে Widget গুলো ব্যবহার করে থাকি তা Home page থেকে শুরু করে প্রতিটা পেজ এবং পোষ্ট-এ দেখানো হয়। যা মাঝে মাঝে বিরক্তিকর। যেমন ঃ আপনি একটি গেডেজট ব্যবহার করলেন শুধু হোম পেজে দেখানোর জন্য। কিন্তু তা হোমপেজ থেকে শুরু করে সব পেজ এবং পোষ্ট-এ দেখাতে শুরু করল।যা কিনা আপনার বিরক্তির কারণ হয়ে আসে।

তাহলে দেখুন কিভাবে এই ঝামেলা থেকে মুক্ত হতে পারেন।

প্রথমে আপনি ব্লগারে লগইন করুন

এরপর Dashboard থেকে Design-এ যান। এখান থেকে যে widget টি আপনি হোমপেজ ছাড়া বাকি পেজগুলো হতে বাদ দিবেন তার উপর edit-এ ক্লিক করুন। এবং এর widget id-টা সংগ্রহ করুন। (Widget ID হল ব্লগার-এর দেয়া একটি আইডি যা ব্যবহারকারির অজান্তে Blogger দিয়ে থাকে।) Widget ID বের করতে সমস্যা হলে এইখানে দেখুন How to find Blogger Widget ID and Section ID

Widget Id বের করা হলে এবার Design থেকে edit HTML-এ যান।

(আপনি আপনার ফাইল Backup নিয়ে নিন, যা কিনা কোন সমস্যা হলে আগের অবস্থানে ফিরে যেতে পারেন)

edit HTML অপশন থেকে "Expand Widget Templtes"-এ ক্লিক করুন।

এখন আপনি আপনার widget ID-টা খুজে বের করুন এখান থেকে। প্রয়োজনে Ctrl+F এর সাহায্য নিন।

আপনার widget ID -টা নিচের মত দেখাবে

এখন আপনি <b:if cond='Condition'> এই কোডটি <b:includable id='main'> এর পরে এবং </b:if> কোডটি </b:includable> আগে বসিয়ে দিন। তাহলে আপনার পুরো কোডটি হবে নিম্নরূপ

এখন আপনার widget-টি শুধমাত্র হোমপেজ-এ দেখানোর জন্য <b:if cond='Condition'> এর বিনিময়ে
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'> এই কোডটি ব্যবহার করুন

সেভ করে দেখুন কাজ হচ্ছে

আরও বিস্তারিত দেখুন এইখানে

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, আরো ভাল টিউন চাই।

Level New

টিউনটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ…………….

চালিয়ে যান ভাই, ভাল হয়েছে ।

Level 0

ভাল লাগল….

জটিল তো ভাই। আরো চাই জটিল নিউজ…… 🙂