রেসপনসিভ ওয়েব ডিজাইন সম্পর্কে জানুন, এটি কি এবং এর চাহিদা কেমন?

একটা ওয়েবসাইটের জনপ্রিয় করার জন্য সবচেয়ে বড় ও কার্যকরী উপায় হল অনেক বেশী পরিমাণ মানুষের কাছে এটি পোঁছে দেওয়া। সকলের কাছে ওয়েবসাইট পোঁছানোর জন্য দরকার সকল ডিভাইস এর উপযোগী করে ওয়েবসাইট বানানো। প্রযুক্তিতে উন্নয়নের সাথে দিন দিন আমাদের হাতে আসছে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের ডিভাইস। ডেস্কটপের চেয়ে দিন দিন মোবাইল, ট্যাব, ট্যাবলেট, স্মার্টফোনের চাহিদা খুব দ্রুতহারে বাড়ছে। ডিভাইসগুলোর এই দ্রুত পরিবর্তনের কারণে ওয়েব ডিজাইনার-ডেভেলপারদের ঘুম হারাম হয়ে গিয়েছিল বেশকিছুদিন আগে। প্রতিটা ওয়েবসাইটে জন্য আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা ফরম্যাট করতে করতে তারা যখন ত্যাক্ত-বিরক্ত, তখনেই কম্পিউটার বিজ্ঞানীরা আবিষ্কার করলেন নতুন একটা প্রযুক্তি “রেসপনসিভ ওয়েব টেকনোলোজী”। কি সেই প্রযুক্তি বা তার সুবিধাই বা কি চলুন জেনে নেইঃ

রেসপনসিভ ওয়েব ডিজাইন কি?

রেসপনসিভ ওয়েব ডিজাইন এমনেই এক প্রযুক্তি যার সাহায্যে ওয়েবসাইট তৈরি করলে সেটি যত বড় সাইজের কিংবা রেজুলুশানের পর্দার ডিভাইস কিংবা হোক না কেন, সেটি সুন্দরভাবে পর্দায় সেট হয়ে প্রদর্শিত হবে ভিজিটরের পর্দায়। আগে ওয়েবসাইটের মোবাইল ভার্সন বানানোর জন্য ওয়েব ডিজাইনার-ডেভেলপারদের অনেক কন্টেন্ট (লেখা, ইমেজ) বাদ দিয়ে করতে হত কিন্তু রেসপনসিভ ওয়েব টেকনোলজী ব্যবহারের ফলে কোন কন্টেন্ট বাদ দিতে হয় না বরং কন্টেন্টগুলো সহজেই যেকোন পর্দায় ফিট হয়ে যায়।

কিভাবে আপনার ওয়েবসাইটকে রেসপনসিভ বানাবেন?

আপনার ওয়েবসাইটকে রেসপনসিভ বানাতে চাইলে আপনি দুটো পদ্ধতিতে করতে পারেন। প্রথমটি হল নিজেই সিএসএস এবং অন্যান্য মিডিয়া কুয়েরী ব্যবহার করে রেসপনসিভ করা। দ্বিতীয়টি হল কোন রেসপনসিভ এর জন্য সিএসএস ফ্রেমওয়ার্ক এর সাহায্য নেয়া। অনেকগুলো ফ্রি রেসপনসিভ ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে আপনি সহজেই একটি ওয়েবসাইটকে রেসপনসিভ বানাতে পারেন। ফ্রেমওয়ার্কগুলো হলঃ

কিভাবে রেসপনসিভ ওয়েব ডিজাইন শিখবেন?

রেসপনসিভ ওয়েবডিজাইন শেখার জন্য আপনি চাইলে ইন্টারনেটের সাহায্য নিতে পারেন কিংবা ভালো কোন প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন। নেট থেকে শেখার জন্য গুগলে “How to make Responsive Web Design” লিখে সার্চ করলে অনেক টিউটরিয়াল পাবেন।

রেসপনসিভ ওয়েব ডিজাইনের চাহিদা কেমন?

জনপ্রিয় প্রযুক্তি ব্লগ ম্যাসেবল “২০১৩” সালকে ঘোষনা দিয়েছে রেসপনসিভ ওয়েব ডিজাইন বিপ্লবের বছর হিসেবে। বর্তমানে সবাই চাচ্ছে নিজেদের ওয়েবসাইট রেসপনসিভ করে বানাতে। নীচে জনপ্রিয় আউটসোর্সিং প্ল্যাটফরম ইল্যান্সের কিছু জব পোষ্টিং আপনাদের জন্য দিলাম।

লেখাটি লিখেছেন এসআইআইটি এর ট্রেইনার টিউনার নিশাচর নাইম

Level New

আমি এসআইআইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চট্টগ্রামে স্বল্পমূল্যে আন্তর্জাতিকমানের আইটি প্রশিক্ষণের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান এসআইআইটি। ব্যবসা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য প্রযুক্তিকে দক্ষ সমাজ গড়ার। আমাদের ফ্যান পেইজঃ http://fb.me/siitbd এবং আমাদের ওয়েবসাইটঃ http://sadiit.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

ধন্যবাদ ।