আপনার সাইটে যুক্ত করুন চরম একটি recent ভিজিটর কাউনটার, সাথে দেখুন flag সহ কোন কোন দেশ থেকে ভিজিট হচ্ছে।

কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আপনাদের দেখাবে কিভাবে একটি রিসেন্ট ভিজিটর কাউনটার যুক্ত

করবেন আপনার ওয়েব সাইটে। কাউনটারটি অবশ্যই আপনার মন কেড়ে নিতে সক্ষম, কারন এই কাউনটারটি আপনাকে

পৃথিবীর একটি গোলাকার মানচিত্রের মত দেখাবে, যা সত্যিই খুব আকর্ষণীয়। যেভাবে যুক্ত করবেন..................

আগেই বলে রাখি আপনার flash player সেটাপ দেয়া না থাকলে সেটাপ দিয়ে দিন।

তারপর এই লিঙ্কে ক্লিক করুন, ( কাউনটারটি কেমন দেখতে পাবেন )  নিচের মত দেখবেন.............................................

এবার আপনি get your globe এ ক্লিক করুন, নিচের মত দেখবেন........................

এবার ১ নাম্বার ঘর থেকে যে আইকনটি আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করুর। ২ নাম্বার ঘর থেকে আপনি globe টির

পিক্সেল কমাতে বাড়াতে পারেন, তবে আমি ডিফল্ট ভাবেই রাখছি কোন পরিবর্তন ছাড়া।

৩ নাম্বার ঘরের dot color যেভাবে আছে অভাবেই রেখে দিন , তবে আপনি চাইলে পরিবর্তনও করতে পারেন, এবং

background color কালো সিলেক্ট করে দিন। তারপর মাউস একটু নিচের দিকে স্ক্রল করুন, নিচের মত দেখবেন......

এখন কালো বক্সটিতে যে কোডগুলো দেখতেছেন সেগুলোতে কিছু না করে আপনি update এ ক্লিক করুন,

তারপর নীল দাগ দেওয়া বক্সটিতে আপনার ওয়েব সাইট বা ব্লগের URL দিন, এবং submit বাটনে ক্লিক করুন।

ব্যাস এবার কালো বক্সের কোডগুলো কপি করুন, এবং আপনার সাইট বা ব্লগে গিয়ে HTML/JAVA সেকশনে কোডগুলো পেস্ট করুন।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে বা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

আমার ব্লগে ঘুরে আসতে পারেন........................... 

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

থ্যাঙ্কস। তবে উচ্চাকাঙ্খী ব্লগগুলোর জন্য অতিরিক্ত গ্যাজেট ব্যবহার দা করাই ভাল। জাভাস্ক্রিপ্ট লোডিংটাইম বৃদ্ধি করে

তারপরও একটু ভাল লাগা আর কি!!!!!!!!!!!!