কেন HTML5 শেখা এত জরুরী !

প্রিয় ব্লগার ভাইয়েরা, আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা গ্রহন করবেন। আমার এই পোস্ট টি নতুন ওয়েব ডেভেলপারদের জন্য গুরুত্ববপূর্ন বলে আমি মনে করি কারন এখন থেকেই HTML5 এর কোডিং না করলে সামনে এগুনো বেশ মুশকিল হবে তাই এই পোস্ট এ HTML5 এর কিছু নতুন features তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে ।

ওয়েবসাইট কে আর ও interactive, powerful and efficient করার জন্য HTML5 এর কোন বিকল্প নাই। developers and website designers দের জন্য HTML5 এনে দিয়েছে অনেক আর্কষনীয় নতুন নতুন features. অথ্যাৎ HTML5 আগের সব ভার্সন এর চেয়ে simple কিন্তু clear.

যে সকল নতুন features এর জন্য HTML5 এত জনপ্রিয় :

১ . Multimedia : কোন প্রকার add-ons যেমন Flash and Silverlight ছাড়াই HTML5 নিজের পেজ এ videos, animations, drawings, and music play করার সুযোগ দেয়।

২. Geolocation : HTML5 কোড ব্যাবহার করে সরাররি যে কোন জায়গার ম্যাপ দেখান যায় ।

৩. Offline database : HTML5 দ্বারা খুব সহজেই client computer এ ডাটা সংরক্ষন করা যায় ।

৪. Work your applications offline : HTML5 দ্বারা কোন ইন্টারনেট ছাড়াই offline application cache ব্যাবহার করে ও আপনি আপনার অ্যাপ্লিকেশান ব্যাবহার করতে পারেন ।

৫. Great forms : আপনি যদি awesome ফর্ম ডিজাইন করতে চান তাহলে আপনার জন্য HTML5 এর কোন বিকল্প নাই ।

৬. Works best for mobile phones : iPhones and mobile phones এর জন্য ডিজাইন করার ক্ষেত্রে HTML5 developers and website designers দের কাজকে করেছে অনেক সহজ।

সবশেষে একটি কথা আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান তাহলে দেরি না করে আজকেই শুরু করা উচিত HTML5 Practice. HTML5 এর Features এবং ব্যাবহার জানতে ভিসিট করতে পারেন আমার ব্লগ সাইট ।

Level 0

আমি orbitit24.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হইছে আমার ব্লগের গুরে আসতে পারেন ঃ http://tutdeve.blogpsot.com

nice

bhalo

Level 0

bro…..html5 shikhar valo kuno ebook ar sondhan ki kew dite paren ….please…