টেকটিউনের বিজ্ঞ টিউনার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ।

আসসালামু  আলাইকুম ।  আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।  ওয়েব  ডিজাইন এ আমার কোনো দক্ষতা নেই। তবুও চেষ্টা করছি ওয়েব ডিজাইন শিখার, বিভিন্ন টিউটোরিয়াল দেখে চেষ্টা করেছি সাইট বানানোর । কোনো মতে চেষ্টা করে একটা সাইট দাড় করেছি ।  এটি করেছি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে । একটা কাজ কোনো ভাবেই করতে পারছিনা, আর সেটি হচ্ছে আমি আমার সাইট এর ডান  পাশের সাইডবার টিকে বাম পাশে নিতে চাই, এটা কিভাবে করব । দয়া কেউ পরামর্শ দিলে উপকৃত হব। আর এ সাইট এর পোস্ট গুলোকে আমি ম্যানুয়ালি ছোট করেছি, কিন্তু এটা আমি কোড এর মাধ্যমে করতে চাই, সেটা কিভাবে করব । এ বিষয়ে  বিশেষজ্ঞদের সহযোগিতা কামনা করছি ।  দয়া করে সহযোগিতা করলে উপকৃত হবো ।  ধন্যবাদ । 


আমার সাইট 


http://techinfobd.net/


ধন্যবাদ সবাইকে। 

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাইট এর থীম টি কোথাও থেকে নিয়েছেন নাকি নিজে বানিয়েছেন?

থিমটি আমি কালেক্ট করে কিছুটা এডিট করেছি, থিম এর বেপারে কোনো সাজেশন থাকলে দয়া করে দিবেন…