সম্পাদনা করুন জুমলা টিউটোরিয়াল-০৭ (এক্সটেনশন ইনষ্টল)

ওয়ার্ডপ্রেস যারা যারা ব্যবহার করেছেন তারা নিশ্চই জানেন বিভিন্ন প্লাগিন কি? একেক টা প্লাগিন এর একেক রকম কাজ। তেমনি জুমলাতেও প্লাগিন বা এক্সটেনশন এর ব্যবহার হয়। আপনি জুমলার বিভিন্ন এক্সটেনশনগুলো পাবেন জুমলার এই সাইটে

উদাহারণ হিসেবে আমি Vinaora Visitors Counter এক্সটেনশনটি ইনষ্টল ও ব্যবহার প্রণালী দিলাম।

বিবরণঃ Vinaora Visitors Counter ব্যবহার হয় সাইটে ভিজিটরের তালিকা দেখানোর জন্য এর ডেমো দেখার জন্য আমার জুমলা সাইটে দেখুন। বামপাশে সুন্দর করে ভিজিটরের তালিকা দেখানো আছে।

ডাউনলোডঃ জুমলার ১.৫ ভার্সনের জন্য এক্সটেনশনটি ডাউনলোড করুন এখান থেকে
জুমলার ১.০ ভার্সনের জন্য এক্সটেনশনটি ডাউনলোড করুন এখান থেকে।

তারপর আপনার সাইটের অ্যাডমিনিষ্ট্রেশন প্যানেলের Extension> Install/Uninstall এ যান। নিচের মত পেজ আসবে


চিত্রটি বড় করে দেখতে চাইলে এখানে ক্লিক করুন

তারপর এখানকার

Upload Package File: এখানকার Browse এ ক্লিক করে আপনার ডাউনলোড কৃত এক্সটেনশনের জিপ ফাইলটি দেখিয়ে দিন তারপর ইনষ্টল এ ক্লিক করুন।

Install from Directory: আপনি চাইলে আপনার হোস্টিং সার্ভারে এফটিপি দিয়ে জিপ ফাইলটি আপলোড করেও ইনষ্টল করতে পারেন। এক্ষেত্রে জিপ ফাইলটির লোকেশন এখানে দিতে হবে।
Install from URL: আপনি সরাসরি ডাউনলোড লিংকটি এখানে বসিয়ে সরাসরি ইনষ্টল করতে পারেন।

তবে আমি প্রথম পদ্ধতিতেই ইনষ্টল করতে রিকমেন্ড করছি।

তাহলে Vinaora Visitors Counter এক্সটেনশনটি ইনষ্টল হয়ে যাবে।

তারপর Extension>Module Manager এ যান। এখানে Vinaora Visitors Counter দেখা যাবে। এর শিরোনামের উপর ক্লিক করুন। নিচের চিত্রের মত এডিটর প্যানেল আসবে

চিত্রটি বড় করে দেখার জন্য এখানে ক্লিক করুন

এখান কার মেন্যুগুলোর বিস্তারিত বর্ণনা

Module Type: মডুলের নাম
Title: শিরোনাম (আপনার ইচ্ছামত দিন) আমি দিয়েছি- পরিদর্শক গননাকারক
Show Title: শিরোনাম প্রদর্শিত হবে কি/না তা নির্ধারণ করা
Enabled: এখানে অবশ্যই Yes করা থাকতে হবে।
Position: স্থান নির্ধারণ করে দিন। ডানে অথবা বামে। আমি ডানে দিয়েছি।
Order ডানে কোথায় হবে তা নির্ধারণ। আমি দিয়েছি সবচেয়ে উপরে তাই এখানে মান ০ আছে।
Access Level: আপনার এ পরিদর্শক গননাকারক নিবন্ধক কৃত ব্যবহারকারী দেখবে নাকি সাধারন দর্শক দেখবে তা নির্ধারণ করা।
ID: পরিদর্শক গননাকারক এর আইডেন্টি নম্বর।
Description: পরিদর্শক গননাকারক এর বর্ণনা।

তারপর ডানে মেন্যুর সবগুলো যদি এমন টাইপ করে দেন

তাহলে আপনার সাইটে এমন দেখাবে

এটা আমার সাইটে। আজই লাগালাম!!

পূর্ব প্রকাশিত এখানে

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanx

Not Bad. (:)

অসংখ্য ধন্যবাদ।

thankkkkkkkkkkkkkkkkkk