জুমলা টিউটোরিয়াল-০৪ (কনটেন্ট মেন্যু পরিচিতি)

আগের পর্বগুলো প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব

জুমলার তৃতীয় মেন্যু হল Content। আসুন একপলক দেখে নেওয়া যাক Content মেন্যুতে কি কি থাকছে

Content মেন্যুতে থানা ৫টি সাব মেন্যুগুলোর বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল।

১। Article Manager: এখানে গেলে আপনার ওয়েবসাইটে কি কি আর্টিকেল আছে তা দেখা যাবে। নিচের চিত্রের মত দেখা যাবে।


চিত্রটি বড় করে দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

এখানে ১৩ টি কলাম থাকে এগুলোর বর্ণনা দেওয়া হল
১। #: আর্টিকেল নম্বর দেখার জন্য।
২। প্রতিটি আর্টিকেলের পাশে এটা থাকে। এখানে ক্লিক করলে আপনার আর্টিকেল সিলেক্ট হবে। আর সব আর্টিকেলের উপরে আরও একটা থাকে। এখানে ক্লিক করলে সব আর্টিকেল সিলেক্ট হবে।
৩। Title: আর্টিকেলের নাম দেখার জন্য। আর্টিকেলের নাম সম্পাদনা করতে হলে এর উপর ক্লিক করলেই একটি এডিটর প্যানেল চলে আসে। এখানে আপনি আপনার প্রয়োজনীয় সম্পাদনা করতে পারেন।
৪। Published: এটা দিয়ে আপনি আপনার আর্টিকেল টি প্রকাশিত হবে কিংবা হবে না তা নির্ধারণ করতে পারেন।
৫। Font Page: আর্টিকেল টি প্রথম পাতায় প্রকাশিত হবে কিংবা হবে না তা নির্ধারণ করা যায়।
৬। Order: আর্টিকেলটি প্রথম পাতার প্রথমে প্রকাশিত হবে কিংবা কতটি পোষ্টের পরে প্রকাশিত হবে তা নির্ধারণ করতে পারেন। এর দু পাশে দুটি সবুজ চিহ্ন থাকে এটি দিয়ে আপনি আর্টিকেলকে উপরে বা নিচে আনতে পারেন।
৭। Access Level: আর্টিকেলটি নিবন্ধন করা ব্যবহারকারী দেখবে অথবা সাধারণ ব্যবহারকারী দেখবে তা নির্ধারণ করার জন্য এটির ব্যবহার।
৮। Section: আর্টিকেলটি কোন সেকশন এ প্রকাশিত হয়েছে তা দেখার জন্য। আপনি সেকশনের নামের উপর ক্লিক করে উল্লিখিত সেকশনের নাম ও সম্পাদনা করতে পারেন।
৯। Category: আর্টিকেলটি কোন ক্যাটাগরীতে প্রকাশিত হয়েছে তা দেখার জন্য। আপনি ক্যাটাগরীর নামের উপর ক্লিক করে উল্লিখিত ক্যাটাগীর নাম ও সম্পাদনা করতে পারেন।
১০। Author: কোন ব্যবহারকারী আর্টিকেলটি লিখেছেন তা দেখার জন্য ব্যবহার হয়। আপনি ব্যবহারকারীর নামের উপর ক্লিক করে উল্লিখিত ব্যবহারকারীর নাম ও সম্পাদনা করতে পারেন।
১১। Date: কোন তারিখে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে তা দেখার জন্য।
১২। Hits: আর্টিকেলটি কতবার পড়া হয়েছে তা দেখার জন্য।
১৩। ID: আর্টিকেলটির আইডেন্টি নম্বর।

এছাড়াও আর্টিকেল এর একেবারে উপরে এই দশটি বাটন থাকে

বাটনগুলোর নাম দেখেই নিশ্চই এগুলো দিয়ে কি হয় তা বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করুন। আর হ্যা এগুলো নিয়ে কাজ করতে হলে আপনার আর্টিকেলটি সিলেক্ট করা থাকতে হবে।

Article Trash: Content মেন্যুর দ্বিতীয় সাব মেন্যু হল Article Trash। এখানে গেলে নিচের চিত্রের মত দেখতে পাবেন

এখান থেকে আপনি আপনার পূর্বে ডিলিট করা আর্টিকেল ফেরৎ আনা বা Restore করতে পারেন। তবে এজন্য আপনাকে কঙ্খিত আর্টিকেলটি সিলেক্ট করে উপরের Restore এ ক্লিক করুন।

Section Manager: Content মেন্যুর তৃতীয় সাব মেন্যু হল Section Manager। এখানে গেলে নিচের চিত্রের মত দেখতে পাবেন

চিত্রটি বড় করে দেখতে হলে এখানে ক্লিক করুন।

এখানে থেকে আপনার আর্টিকেলগুলির সেকশন নির্ধারিত করে দিবেন। যেমন- খবর, প্রশ্নোত্তর, যোগাযোগ ইত্যাদি।

Category Manager: Content মেন্যুর চতুর্থ সাব মেন্যু হল Category Manager। এখানে গেলে নিচের চিত্রের মত দেখতে পাবেন

চিত্রটি বড় করে দেখতে হলে এখানে ক্লিক করুন।

এখানে থেকে আপনার আর্টিকেলগুলির সেকশন এর ক্যাটাগরী নির্ধারিত করে দিবেন। যেমন- টিউটোরিয়াল, ডাউনলোড, ওয়েবসাইট রিভিউ ইত্যাদি।

Font Page Manager: Content মেন্যুর সর্বশেষ মেন্যু হল Font Page Manager। এটা দেখতে দেখতে আর্টিকেল ম্যানেজারের মতই। এখানে গেলে আপনার ওয়েবসাইটের ফন্টপেজ অর্থাৎ প্রথম পাতায় কি কি আর্টিকেল আছে তা দেখা যাবে। নিচের চিত্রের মত দেখা যাবে। একইভাবে আর্টিকেলের নাম সম্পাদনা করতে হলে এর উপর ক্লিক করলেই একটি এডিটর প্যানেল চলে আসে। এখানে আপনি আপনার প্রয়োজনীয় সম্পাদনা করতে পারেন।

আগামীতে থাকবে Components মেন্যুর কাজ নিয়ে আলোচনা।

কপি পেষ্ট ফ্রম হেয়ার

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai apnar sob tune i collection arakhsi. kaje lagbe

খুব ভালো হয়েছে।জটিল টিউন…..