জুমলা টিউটোরিয়াল-০১ (সার্ভারে জুমলা ইনষ্টল)

এর আগে ডোমেইন এবং হোস্টিং এর পোষ্ট করেছিলাম এবং বলেছিলাম আগামী পর্বে হোস্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস কিংবা জুমলা কিভাবে সেটআপ করতে হয়।

আজ দেখাব কিভাবে সার্ভারে জুমলা সেট আপ করতে হয়। হোস্টিং সার্ভারের ১ ক্লিক ইনষ্টল পদ্ধতিতে জুমলা সেটআপ করা যায়। এজন্য প্রথমে আপনার হোস্টিং সার্ভারে লগিন করুন। তারপর নিচের মত পেজ আসবে।

এখন তিনটি ধাপে জুমলা ইনষ্টল করতে হবে।
১। ডোমেইন অ্যাড
২। মাইএসকিউএল ডাটাবেস তৈরি
৩। জুমলা ইনষ্টল

১। ডোমেইন অ্যাডঃ Addon Domains এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে

তারপর আপনার কাঙ্খিত ডোমেইন দিয়ে ক্লিক করুন। তারপর

২। MySQL Databases এ ক্লিক করুন।

এখানে যে কোন একটি নাম দিয়ে একটি ডাটাবেস তৈরি করুন।

৩। জুমলা ইনষ্টলঃ iVista – Easy Script Installation এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে।

এখান থেকে আপনার ডোমেইন নির্বাচন করে Proceed এ ক্লিক করুন। তারপর বিভিন্ন স্ক্রিপ্ট এর তালিকা আসবে। এখানে থেকে জুমলা ১.৫ এর ডানে Install Now এ ক্লিক করুন।

তারপর Complete এ ক্লিক করুন।

ব্যস হয়ে গেল সার্ভারে জুমলা ইনষ্টল। আপনি সফলভাবেই পেরেছেন।

পরবর্তী পর্বে কিভাবে জুমলা বাংলা করা যাবে তা দেখানো হবে।

বিঃদ্রঃ জুমলাতে আমার কোন সার্টিফাইড কোর্স করা নেই। নেট ঘেটে পেয়েছি বেশিরভাগ জ্ঞান। তাই আপনাদের মাঝে আমি যতটুকু শিখেছি তা শেয়ার করব। এর মাঝে ভুল থাকতে পারে। দয়া করে ভুলগুলো নিজে থেকে ক্ষমা করে দিবেন।

টিউটোরিয়ালটি এখান থেকে কপি পেষ্ট করেছি

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি টিউন করার জন্য

আমি তো পারতাছিনা
আমারে সাহায্য করেন

ডোমেইন করেছি co.cc তে
আর হোষ্টিং ফ্রি হোষ্টিয়াতে করেছি

    অবসরে করুন। তাহলে সহজ হবে। আর ফ্রি হোস্টিয়াতে আমি কখনো করিনি তাই বলতে পারব না।

    ফ্রীহোস্টীয়াতে আরো সহজ এর জন্য এলফানেট স্ক্রীপ্ট অপশনটিতে গিয়ে আপনার পছন্দের সিএমএসটি ১ ক্লিকেই ইনস্টল করতে পারবেন।

ভাই আপনার মোবাইল টা দেওয়া যাবে কি

রাসেল ভাই, আপনি মিয়া সেইরকম……… ধইন্যা দিলাম

রাসেল ভাই এটা কিন্তু আসলে জুমরা ইনস্টল নয় এভাবে শুধু ওইসব সাইটে করা যবে যাদের ১ ক্লিক সিস্টেম আছে। তবে সার্ভারে জুমলা ইনস্টল আরো কিছুটা ব্যাতিক্রম এবং দীর্ঘ। যাই হোক যারা নতুন শুরু করেছে তাদের জন্য এ পদ্ধতিটিও খুবই কার্যকর এবং এ টিউনটিও খুবই উপকারী হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর টিউনের জন্য।

    হ্যা…….. এটি আসল জুমলা ইনষ্টল নয়। কিন্তু যারা নতুন তারা এফটিপি ব্যবহার করে জুমলা আপলোড করে ইনষ্টল করতে পারবে না তো তাই এভাবে প্রথমে দিলাম।

    ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

thanx

মিস্টার ফটোশপ ভাই। ডোমেইন এবং হোস্টিং এর পোস্ট গুলা তো পুরা দেখতে পাইনা।

thanks

iVista – Easy Script Installation কোথায়? পাই না তো