কেন নিজেকে ওয়েব ডেভেলপার/ ডিজাইনার হিসেবে গড়ে তুলবেন???

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আমি আল্লাহ্‌র অশেষ রহমতে ভালোই আছি ।

কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

ওয়েব ডেভেলপার এবং ওয়েব ডিজাইনার এর মধ্যে আপনি কোনটা বেছে নিবেন তা আমার প্রথম টিউন এ আলোচনা করেছি ।

প্রথমতঃ আপনি যদি একটা ওয়েব সাইট বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই ওয়েব ডিজাইনার হতে হবে ।আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার মনের মতো সাইট । আপনি না হয় চিন্তা করলেন আমি টাকা দিয়ে ওয়েব ডিজাইন করে নিব(আপনি যদি ওয়েব ডিজাইনার না হন তাহলে আপনাকে এটাই করতে হবে) । আপনি একটা ওয়েব সাইট ২৫,০০/- দিয়ে ডিজাইন ডিজাইন করলেন । অথবা, আপনি আপনার পরিচিত কাউকে দিয়ে ফ্রী ডিজাইন করিয়ে নিলেন । এতে, আপনার কি মনে হয় আপনার সকল সমস্যা শেষ । না, সমস্যা শুরু । কারণ, আপনি যখন আপনার ওয়েব সাইট ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার ওয়েব সাইট এর কিছু দিক পরিবর্তন করতে হতে পারে । এছাড়া, কোন ওয়েব সাইট এর কোন অংশ আপনার পছন্দ হল, তখন কি করতে হবে? আবার আপনি যাকে দিয়ে ডিজাইন করিয়ে ছিলেন তার কাছে যেতে হবে । এতে, তাকে বার বার বিরক্ত করতে হবে । আপনার ওয়েব সাইট এ আপনার কোন স্বাধীনতা থাকবেনা ।

এছাড়া, যদি ওয়েব ডিজাইনার হন তাহলে আপনি অনলাইন এ কাজ করতে পারবেন । দেখবেন, হাজার হাজার কাজ ফ্রিল্যান্স এ অপেক্ষা করছে । শুধু, অনলাইন এ আয় কেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেও আপনার কর্মসংস্থান তৈরি করতে পারবেন । সাথে সম্মান-তো আছেই ।

[এটা আসলে একটি সম্পূর্ণ টিউন নয়, এটা আমার দ্বিতীয় পোষ্ট এর একটা অংশ । আমার দ্বিতীয় পোষ্ট টি অনেক বড় । এত পোষ্ট যদি করতাম তাহলে আপনারা পড়ার মনোযোগ হারিয়ে ফেলতেন । এজন্য আমার দ্বিতীয় পোষ্ট এর একটা অংশ টিউন আকারে প্রকাশ করলাম]

ভালো লাগলে কমেন্ট করবেন । আমি আপনাদের কমেন্ট এর ভিত্তিতে আমি আমার পোষ্ট ভালো-খারাপ বুঝবো ।

আমার সাথে ফেইসবুক এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে এখানে ক্লিক করুন ।

পোস্টটি পূর্বে আমার ইংরেজি ব্লগ এ প্রকাশিত ।

Level 0

আমি জিহান হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

goooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooood

    @1996.tanvir: আপনি সবসময় আমার টিউনের প্রথম কমেন্ট আপনি করেন । আপনাকে ধন্যবাদ ।

Level 0

ধন্যবাদ বস

আপনার দ্বিতীয় পোষ্ট এর অপেক্ষায় রইলাম……………………

ভাইয়া আপনাকে FB তে এড় করলাম দয়া করে , একটু সাড়া দিয়েন । আমার অনেক দিনের ইচ্ছা ওয়েব ডিজাইনার হওয়ার । FB তে আমার নাম ফয়সাল আবেদীন । কনপিউসন হতে পারনে কারন এখানে জয়নাল ওখানে ফয়সাল দেখে । আসলে আমার সম্পূন নাম মোঃ জয়নাল আবেদীন {ফয়সাল}

    @MD.JOYNAL ABDIN: মানুষ পাড়ে না বলতে কিছু নেই । আশাকরি, আপনি একদিন অনেক বড় ওয়েব ডেভেলপার হতে পারবেন ।

আসলে আপনার লেখা গুলো অসাধারণ ।

আপনার টিউনগুলো আসলেই সুন্দর ।

ভাই কেউ কি আমাকে GOOGLE ADSENCE এ সাহায্য করতে পারবেন?
আমি গুগল ADSENCE পেতে চাই । আমাকে কেউ কি এর পরিপূর্ণ টিউটোরিয়াল দিটে পারবেন । দিতে পারলে খুবই উপকৃত হব । আমার নিম্নলিখিত সাহায্যের প্রয়োজনঃ
• কিভাবে গুগল ADSENCE পাওয়া যায় ।
• ব্লগ এর বয়স কত দিন হতে হয়?
• ব্লগ এ কমপক্ষে কয়টি পোষ্ট থাকতে হবে ।

আর একটি কথা আমি ব্লগার এ নতুন বিভাগ খুলতে পারছিনা কিভাবে খুলবো?

অনুেপ্ররনার জন্য ধন্যবাদ।

Level 0

খুব ভাল ।সাথেই আছি…।

সুন্দর tutorial । আচ্ছা amazon affiliation এর ব্যাপারে কি কোনো পরামর্শ দিতে পারবেন ।ধন্যবাদ ।

Level 0

ভালো লিখেছেন। ধন্যবাদ । deshiteducation.com