ফটোশপে পূর্ণাঙ্গ ওয়েবপেজ ডিজাইন করুন……।।

সবাই কেমন আছেন ? অনেক দিন হলো কিছু পোস্ট করা হয় না তাই ভাবলাম ভাইসাব দের জন্য এবং অবশ্যই আপাদের জন্য ও একটা নতুন পোস্ট পাবলিশ দেই। আমারে চিনছেন তো ?? না চিনলে কিন্তু খবর আছে কইলাম 😛 হ্যাঁ আমি ইরা আহমেদ আবারো নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি টিউন বিডিগিকস ওয়েবসাইট এর পক্ষ থেকে 🙂

আমরা অনেকেই আজকাল অডেস্ক এ এবং নানান জায়গায় ফ্রী lancing এর কাজ করি তার মধ্যে বেশির ভাগ সময় দেখা যায় যে client চায় একটা ওয়েবসাইট বানায়া দিতে অথবা client psd ফাইল দিয়া দিবো আপনারে ঐটা থাইকা একটা ওয়েবসাইট বানায়া দিতে হইবো। এখন আমি তো ভাই ( এবং আপা 😛 ) ওয়েবসাইট কেমনে বানায় জানি না তার জন্য আছেন ফয়সাল আহমেদ  যিনি আপনারা নিশ্চয় জানেন যে html, c++, java, java script, jQuery এবং php এর উপরে উনার অনেক ভিডিও টিউটরিয়াল আছে। কিন্তু আমার কাজ হইতেছে যে ওয়েবসাইট ফটোশপে তৈরি করা যা আজকাল অনেক চলে শুধু ওয়েবসাইট না আমার অনেক ধরনের ফটোশপ টিউটরিয়াল ও আছে যা আপনার গেলেই দেখতে পাবেন। যাই হোক তো আমি আমি ৭ টা টিউটরিয়ালে একটা ওয়েবসাইট ভাগ করে পুরা ওয়েবসাইট কিভাবে বানাবেন তার উপর টিউটরিয়াল দিয়ে দিছি বিডিগিকস ব্লগ এর ফটোশপ ওয়েব টেমপ্লেট   category  তে। এই ওয়েবসাইট এ আপনারা কিভাবে header, slider, logo, text, footer এবং button তৈরি করবেন এবং কোন কোন জায়গায় ব্যাবহার করবেন তা দেখানো আছে আপনারা গেলেই দেখতে পারেন প্রতিটা অংশ ভাগ করে দেয়া আছে।

এখন আমি তো জানি যে বাঙালি অনেক অলস 😛 আমি নিজে ও 😛 যাই হোক, সেই কারনে আমি আমার ওয়েব টেমপ্লেট এর প্রথম টিউটরিয়ালটি নিচে ( copy paste ) করে দিলাম যাতে আপনারা techtunes এ বসেই আমার টিউটরিয়াল যাচাই করতে পারেন।

আর হ্যাঁ আমাদের গ্রুপ  +  পেজ এ লাইক এবং জইন করতে পারেন। আপনাদের যেকোনো সমস্যা এবং সাহায্য পেতে আমাদের গ্রুপ এ পোস্ট করলেই হবে। আমরা সবাই মিলে হেল্প করার চেষ্টা করবো 🙂 😀 😀 😀 😀

যাই হোক নিচে দেখে নিন আমার প্রথম টিউটরিয়ালের পুরা অংশ 🙂

নোট্‌স ঃ আমি কিন্তু আমার টিউটরিয়াল নিজে লিখি না আমি ইংলিশ টিউটরিয়ালের বাংলা করে দেই। আগেও বলেছিলাম একবার আবারো বললাম 🙂

আপনারা নিশ্চয় অনেক excited। আমি ও 😛 কারন আমি এই প্রথম web template নিয়া টিউটরিয়াল দিতাছি এর আগে কখনো দেই নাই। ওয়েব template নিয়া টিউটরিয়াল দেয়া খুব সহজ কাজ না তাই একটু ভয়ে ভয়ে ও আছি 🙁 যাই হোক ঐটা কোন বেপার না। ওহ ! আপনাদের তো বলাও হয় না। শুরুতেই সবাইরে আমার সালাম এবং বিডিগিকস ওয়েবসাইট এর পক্ষ থেকে আমি ইরা আহমেদ আপনাদের টিউটরিয়ালে ওয়েলকাম জানাইতেছি 😀

আমি ও নতুন এইসবে আপনারা ও হয়তো নতুন তাই আমি হয়তো আপনাদের best advise দিতে পারমু না ওয়েব ডিজাইন এ কিন্তু কিছু কিছু জিনিস আছে যা ওয়েব ডিজাইন করার জন্য অনেক উপকারী এবং করলে অনেক সময় বাইচা যায়। যেমন ধরুন,

১ - প্রথমে ভাবেন যে আপনি যে ওয়েব সাইট টা বানাবেন তার আসলে কি উদ্দেশে বানাইবেন। কেউ হয়তো বানাইতে চান ব্লগ, আবার কেউ প্রোফাইল, আবার কেউ গানের ওয়েবসাইট, নাচের ওয়েবসাইট, শিক্ষামূলক ওয়েবসাইট।ওয়েব সাইট এর মুল লক্ষ্য টা কি ??

২ - এখন গানের ওয়েবসাইট বানাইলে আপনারে মাথায় রাখতে হবে যে লোগো, ব্যাকগ্রাউন্ড, মেনু, পিকচার এগুলায় যাতে এক ধরনের হিন্ট থাকে যে এইটা একটা গানের ওয়েবসাইট। পাবলিক ঢুকার পড়ার যাতে না সাথে সাথেই বুঝতে পারে যে সাইট টা মিউজিক এর। আবার ধরেন শিক্ষামূলক কোন ওয়েবসাইট বানাইলেন আপনি যদি আইকন গুলাতে বই, কম্পিউটার, কলম, খাতা এইশব ব্যাবহার করেন তাইলে সাইট এর একটা শিক্ষামূলক ভাব থাকে। যাই হোক এইটা হইতেছে আমার মতামত। আপনারা যেরকম ইচ্ছা আপনাদের টা বানাইতে পারেন কোন সমস্যা নাই।

৩ - সাইট এর ডিজাইন কিরকম করবেন ?? কিছুই বুজতেছেন না, কেমনে শুরু করবেন কই থাইকা শুরু করবেন কিচ্ছু জানেন না। এক কাজ করলে কেমন হয় একটা খাতা কলম নিয়া আপনারা একটা ওয়েবসাইট এর স্কেচ আঁকতে পারেন। কারন কম্পিউটার এর থাইকা আমার মতে খাতা কলমে আমরা comfortable ফীল করি অনেক। তারপর যা যা ভাবছেন তা তা কম্পিউটার এর ফটোশপ এ করা শুরু করলেন।

৪ - আমার ৪ নং advise হইলো যে সব সময় কালার গুলারে related রাখার ট্রায় করবেন। ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার কালো, আপনার ব্যাকগ্রাউন্ড কালার কালো হইলে আপনি টেক্সট এর লাইগা গ্রেয় ব্যাবহার করতে পারেন কারন গ্রেয় আর কালো এর কালার কোড খুব কাছা কাছি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন লাল আর টেক্সট দেন নীল আমার মনে হয় না আপনার ওয়েবসাইট খুব একটা সুন্দর হবে। ওয়েবসাইট তখন খালি ঝক ঝক করবে যা আজকালকের ওয়েবসাইট এ খুব কম থাকে। আজকালকের professional ওয়েবসাইট গুলায় কালার খুবই কম থাকে।

৫ - কোন একটা জিনিস পুরা পুরি ডিজাইন করা শুরু করার আগে আপনাদের একটা simple look দরকার প্রথমে যাতে ওয়েবসাইট এর ইমেজ টা আপনার চোখে ভাসে। যেমন ধরুন নিচের ছবির !!!

উপরের এই template হইতেছে শুধু গ্রেয় কালার ব্যাবহার করে বানানো। এটা করার সুবিধা এই যে, আমরা ওয়েবসাইট এর দিকে তাকাইলেই বুঝতে পারতেছি যে, আমাদের কোন জায়গায় কি কি নিয়ে কাজ করতে হবে।

তারপর আমরা ডিজাইন করে আস্তে আস্তে নিচের ওয়েবসাইট template এর মতো একটা template ডিজাইন করতে পারি যা নিয়ে আমার আজকের এই টিউটরিয়াল 🙂

উপরের এই ওয়েব template কিভাবে তৈরি করবেন তার পুরাটা আমি আপনাদের দেখাবো কিন্তু তার আগে আমি আবারো বলে নেই যে আমি নিজে কিন্তু এই টিউটরিয়াল লেখতেছি না আমি ইংলিশ এর বাংলা কইরা দিতাছি। আমি নিজে এই টিউটরিয়াল বানানোর ট্রায় করছি। কয়েকটা স্টেপ আছে যা আমার কাছে মনে হইছে যে দরকার নাই হুদাই, আবার কয়েকটা আছে আমি নিজেও পারি নাই আবার কয়েকটা আছে যে বলা নাই কোন কালার ব্যাবহার করছে অথবা কোন টেক্সট ব্যাবহার করছে। তাই আমি যে যে ইনফর্মেশন গুলা নাই তা নিজে অ্যাড করবো এবং ঠিক ওরা যেরকম করতে বলছে সেরকম দেখিয়ে দিবো 🙂 আশা করি আপনারা নিজে নিজে ট্রায় করে অবশ্যই বানাতে পারবেন এবং না পারলে আমি তো আছিই 🙂

উপরের ছবিটা বানাইছি আমি আমারটা হয়তো ওদের মতো same হয় নাই কিন্তু আপারা same বানাইতে পারবেন আশা করি 🙂 তো আসুন শুরু করা যাক

আসেন তাইলে আমরা শুরু করি কি বলেন ?? আজকে আমি আপনাদের মাত্র ২ টি স্টেপ দেখাবো।

স্টেপ ১ -
প্রথমে নতুন একটা ফাইল অপেন করি আমরা । আমাদের layout টা হবে 960 pixel wide । আমি ঠিক জানি না আপনারা 960 grid system নামে কিছু জানেন নাকি আসলে আমি নিজেই ঠিক কইতে পারতেছি না এইটা আসলে কি কিন্তু আমার মনে হয় আপনার ওয়েব ডিজাইন এর layout width যদি ৯৬০ পিক্সেল হয় তাইলে PSD to HTML করতে সুবিধা অনেক আর ৯৬০ কেই এখন পর্যন্ত ওয়েব পেজের জন্য স্ট্যান্ডার্ড ধরা হয় (যদি না আপনি পেজটাকে রেসপনসিভ বানাতে চান)। হয়তো - আমি সত্যি জানি না এটা সম্বন্ধে ফয়সাল বাসায় আসার সাথে সাথে জিজ্ঞেসা করবো যদি মনে থাকে 🙂 আর নাইলে আপনারা গুগল মামার কাছ থাইকা জাইনা নিন 960 pixel wide layout এর লগে 960 grid system রিলেটেড কিনা !!! যাই হোক,

আমাদের ডকুমেন্ট এর সাইজ হবে height 1500 and width 1200 pixel.........।। নিচের ছবি দেখে দেখে নতুন একটি ডকুমেন্ট অপেন করুন।

স্টেপ -২

এখন আপনারা আমি যে গ্রেয় layout টা দিছি ঐটা দেখে দেখে একটা layout বানান ( layout টা হয়তো পরে কাজে লাগবে হয়তো না কিন্তু আমার মতে practice করাটা জরুরি) । আমি আপনাদের বলবো না কোনটার কি সাইজ অথবা কতো পিক্সেল উপরে নিচে। আপনারা নিজের ইচ্ছা মতো এবং নিজে যা জানেন এবং শিখছেন ফটোশপে তা প্রয়োগ করে দেখে দেখেgrey layout টার মতো একটা লেআউট তৈরি করুন। খেয়াল করেন যে কোন শেপ টা দেখতে কিরকম, কোনটা বার বার তৈরি করতে হবে না শুধু কপি করে অন্য জায়গায় বসাতে হবে, কোনটার height ঠিকি থাকবে কিন্তু width একটু বেশি হবে এগুলা বিবেচনা করে একটা layout তৈরি করুন।

তারপর আপনার এই PSD ফাইলটা সেভ করে রাখুন 🙂

সৌজন্যে: বিডিগিকস

Level 0

আমি Princess Iraa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যান খাওয়ার সম্ভাবনা ৫০ – ৫০।

    @আরিফ আহমাদ: ব্যান খাবে কেন? টিটিতে যখন আজাইরা পোস্ট হয় তখন তো ব্যান হয় না। আর ভাল পোস্ট হলে ব্যান কেন হবে? @Princess Iraa : আপু আপনার টিউন চালায় যান। কিছু শিখতে পারব 🙂

ভাই ব্যান খাইলে খামু তাতে আপনার তো সমস্যা নাই। পোস্ট ভালো লাগছে নাকি তা বলেন ??

    @Princess Iraa: পোস্ট ভাল অসাম: তবে আপনি টিটিতে চেইন করলে ভালো হ
    য়। আপনি তো আপনাদের (উনারে অনেক ভালবাসি।) ওয়েবের এ্যাড দিলেন মাত্র। টিউন থেকে এটাই বোঝা যায়।

    আশা করি টিউন টিটি তেই করবেন। আর লিংক গুলো রিমোভ করেন। আর আমরা কি এই ভাষা নিয়ে গর্ব করতে পারি>>???
    কোন ছেলে পোস্ট দিলে ৫সেকেন্ডের মাথায় ব্যান খাইত আপনি মাইয়্য়া বিধায় মনে হয় খাচ্ছেন না 😳

      @আরিফ আহমাদ: হ্যাঁ দিলাম 🙂 সমস্যা কই সেইটা বুঝতেছি না :/ আমার জামাই আর আমি ২ জনে মিলাই ওয়েবসাইট চালাই। টাকা দিয়া ওয়েবসাইট কিনা টিটি তে পোস্ট দিমু কোন দুঃখে ?? টিটী তে এই পোস্ট দিছি যাতে যারা জানেন না তারা জানতে পারেন। আর আপনার টিউটরিয়াল গুলা দেখলাম ভালো হইছে 🙂 চালায়া যান 🙂 আর লিঙ্ক গুলা রিমুভ করার কোন ইচ্ছা নাই আমার আর আপনি আমারে request করতে পারেন লিঙ্ক রিমুভ করার লাইগা বাট dont order me saying (লিংক গুলো রিমোভ করেন) ।!!! ব্যান খাইলে আমি খামু আপনার এতো চিন্তা কেন :O

    @Princess Iraa: আপু আপনার টিউন চালায় যান। 🙂

Level 0

সুন্দর টিউন কাজে লাগবে আমার, প্রিয়তে রাখলাম।

Level 0

ধন্যবাদ ,ইরা আন্টি

ধন্যবাদ ,ইরা নানি।

এই দুনিয়ায় কিছু মানুষের মূল কাজই হচ্ছে সবকিছুতে সমালোচনা কর। আরেভাই আগে একবার ঐ সাইটে ঘুরে আসেন। তারপর আমাকে বলেন বাংলাদেশে বিডিগিকস এর মতো টিওটরিয়াল সমৃদ্ধ সাইট ২য় একটা আছে কিনা??

পারলে এই রকম সাইট আরো দুই-তিনটা বানান তারপর আন্যের সমালোচনা কইরেন।

    @আশিক: আমি আপনার সাথে সম্মত। ধন্যবাদ @Princess Iraa

    @আশিক: আপনার প্রোফাইল দেখলাম। অতবড় কথা বলার যোগ্যাতা আপনার নেই তারপরও বলেছেন।
    টিকটিউন্স এর চেয়ে বড় বাংলাদেশে কিছু হতে পারে না।

      @শোভন ক্রিয়েটিভ: @আরিফ আহমাদ: ভাই আপনি বিডি গিকস কে টিটি’র সাথে তুলনা করছেন কেন? বুঝলাম না। টিটি হলো সোসিয়াল প্লাটফর্ম আর বিডি গিকস পারসোনাল সাইট। আমার দৃষ্টিতে এদের তুলনা চলে না।

        @দেশী বালক: আমি আপনার সাথে সম্মত।ভাই আমি কখন তুলনা করলাম? আমি শুধু উনার সাথে একটা কথাই সম্মত যে “বাংলাদেশে বিডিগিকস এর মতো টিওটরিয়াল সমৃদ্ধ সাইট ২য় একটা আছে কিনা??” আর টিটি তো সোসিয়াল প্লাটফর্ম এইটা টিওটরিয়াল সাইট হল কিভাবে?

      @আরিফ আহমাদ: আপনার যোগ্যতা কতটুকু তা এতক্ষণে সবাই ভুঝে গেছে। আপনি যেই লোক সোসিয়াল ব্লগিং সাইটকে পারসোনাল টিউটোরিয়াল সাইট এর সাথে তুলনা করেন তার যোগ্যতা কতটুকু হতে পারে তা আমার ভালোভাবে জানা আছে। ভাই আপনাকে একটা পরামর্শ দিই, মানুষকে সম্মান করতে শিখুন অন্যথায় পদে পদে লাঞ্ছিত আর অপমানিত হবেন। কথা গুলো খারাফ ভাবে নিয়েন না। কিছুটা রাগ থেকেই কথা গুলো বলা। ভালো থাকবেন।

Level New

এখানে দেখি কেঞ্চালের আবাস পাওয়া যাইতেছে ।। Princess Iraa মনে হচ্ছে আপনি নতুন , যাই হোক আপনি এতগুলো লিঙ্ক দিতে পারেন না । আপনি এইভাবে দিতে পারতেন যে , এই রকম কিছু শিখতে বা জানতে চাইলে এখানে ক্লিক করুন । ক্ষেত্রে আপনি আপনার ব্লগের লিঙ্ক দিতে পারতেন ।

    @শুভ: হায়রে শুভ ভাই কথাটা বলে তো আমার চাকা লিক হওয়ার দশা! ব্যান খাওয়া পাবলিকরা আবার ঝাড়িও মারে

    @শুভ: ভাই নতুন বলেই যে কেউ লিঙ্ক দিতে পারবেন না এটা কেমন জানি হলো না? উনি তো আর কোন অসামাঞ্জস্যপুর্ন লিঙ্ক দেন নি বা রেফারেল লিঙ্ক দেন নি। তার টিউন সম্পর্কিত লিঙ্ক ই শেয়ার করেছেন আর তাতে যথেষ্ট তথ্য আছে। ক্যাচাল করলেই ক্যচাল।

Mohila der beshi odhiker deyer fole amader desher ai obostha……..:)

Front gula ato choto ken ???

অনেক দিন আগে বিডি গিকস এ গিয়েছিলাম। বেশ কিছু দিন ধরে এই রকম একটি সাইট খুজছিলাম। জানতাম যে এই ধরনের সাইট আছে। তবে মনে করতে পারছিলাম না। আপনাকে ধন্যবাদ সাইটটির কথা মনে করিয়ে দেবার জন্য।

Level 0

@Princess vabi finishing painai 🙁
psd to others format I mean web formats guli te ki vabe convert korbo….?

@আরিফ আহমাদ vai ragchen kano? ragar moto to kichu dekhchina… ar jevabe e likhok na kano kothai to kono kharap kichu dekhlamna… shalinota ache. tahole problem kothai?
oni meya bole je ai kotha bolchi ta kintu na… ar TT te dekhar moto onek lok ache apnar vab apni bakto korchen apnar kaj sesh. baki admin ra dekhben. kotha bariye kaj nai 🙂

    @m.s.s.ali: psd thaika direct html e save kora jay na vai. apnare coding er maddhome html banaite hobe. r web format mane jodi image er web format bujan tayle jpg or png te save korlei hobe karon ai 2 ta format er image e web e shob chaite beshi used hoy.

    @m.s.s.ali: আপনার সাথে সহমত । আপনি বিচক্ষণতার পরিচয় ‍দিলেন । আপনাকে ধন্যবাদ।

পোস্টটা ইরার তাই আমি এইখানে কিছু বললে হয়তো সাফাই গাইতেছি মনে হইতে পারে! তবে ছোট্টো কিছু কথা না বইলা পারতেছি না –

ব্যানের প্রশ্ন একজন সাধারন ইউজার কখন তুলে বলবেন প্লিজ? একটা পাবলিক ব্লগে ব্যানের প্রশ্ন তখনই আশে যখন পোস্টে আপত্তিকর কনটেন্ট থাকে, এইটাই সাধারন লজিক! আরিফ সাহেব খুব সহজেই ব্যানের কথা বইলা দিলেন আর পোস্টে যেহেতু কোনো আপত্তিকর কনটেন্ট নাই তাই ধইরা নেই আপনি নীতিমালা অনুযায়ী ব্যান খাওয়া কথা বলছেন। নীতিমালার ১.১০-১.১৬ পর্যন্ত পড়বেন প্লিজ এবং বলবেন কোন নীতিমালা লঙ্ঘন করা হইছে? ১.১২ তে বলা আছে “অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।” – এইখানে তো সম্পূর্ণ একটা টিউটোরিয়াল পোস্ট করা হইছে, হয় নাই? ৭ টা টিউটোরিয়ালের একটা সিরিজ নিশ্চই একটা পোস্টে দেওয়ার মতো না তাই না???
বললেন এতোগুলা লিংক দেওয়া ঠিক হয় নাই – যেই লিংকগুলা রিলেটেড শুধু ঐ লিংকগুলাই দেওয়া হইছে যেনো লিংক দেইখাই কেউ লাফায়া না উঠে যে সাইটের বিজ্ঞাপন, তারপরেও উলটা মন্তব্য আসলোই! মানুষরে কোনোভাবেই খুশি রাখা যায় না! আপনারেতো জোর কইরা কোনো লিংকে ক্লিক করতে বলা হয় নাই বা ব্লগে যায়া সব টিউটোরিয়াল পইড়া দেখতে বলা হয় নাই বরং সিরিজের একটা পোস্ট পুরাটা দিয়া তারপরে বলা হইছে যে যদি এইটা ভালো লাগে তায়লে “এই সিরিজের” বাকি টিউটোগুলা পড়তে পারেন এবং শুধু মাত্র বাকি টিউটোগুলারই লিংক দেওয়া হইছে। এরপরেও আপনি কোন সেন্সে ব্যানের প্রশ্ন তুললেন, প্লিজ আপনার কাছে অনুরোধ একটা আমার ভুলগুলা দেখায়া আপনার লজিকটা এক্সপ্লেইন করবেন যদি সময় থাকে!
পরবর্তী এক কমেন্টে দেখলাম আবার বলতেছেন “”ব্যান খাওয়া পাবলিক””! পাবলিক ব্লগের সাধারন এথিকস আর ভদ্রতাবোধ থাকলে বুঝতেন এই ধরনের কমেন্ট কতটা আক্রমনাত্নক!

আর কয়েকজন দেখলাম মাইয়া মাইয়া কইরা চিল্লাইতেছেন বিশেষত -saifulislamrony ভাই – ভাইরে নূন্যতম ভদ্রতাটুকুও কি একটা মেয়ে আপনাদের কাছে প্রত্যাশা করতে পারে না? নাকি এইটাই আপনাদের নূন্যতম ভদ্রতা! এইখানে নারী পুরুষের কথা কিভাবে আসে বলতে পারেন?

যারা পোস্টের পক্ষে মত প্রকাশ করেছেন সবাইকেই ধন্যবাদ ভাইজানেরা। এই সাইটটা চালাইতে গিয়া আমি আর ইরা অনেক বিরোধীতা আর হ্যারাসমেন্টের মুখোমুখি হইছি আর আপনাদের এমন সাপোর্টের জন্যই এতো কিছুর পরেও এখনো কন্টিনিউ করতেছি! আপনাদের কাছে কৃতজ্ঞ!
আরিফ ভাই বা অন্য কেউ যদি আমার যুক্তিতে ভুল দেখাইতে পারেন বা প্রুফ করতে পারেন যে পোস্ট টা ব্যানযোগ্য আমি কথা দিতেছি ইরারে আমি নিজে বলবো পোস্ট রিমুভ করতে সেই সাথে যারা পোস্টের পক্ষে মত দিছেন সবাইরে নিজে অনুরোধ করবো যেনো উনারা ভুলের পক্ষ না নেন!

    @ফয়সাল: ধন্যবাদ,ফয়সাল ভাই…একেকটা টিউন করা যে কি কষ্টের এবং সময়সাপেক্ষ ব্যাপার তা জত ছোট টিউন ই হোক না কেন তা আরেকজন টিউনার ব্যাতীত তৃতীয় কেউ বুঝবেনা………আর আপনার কমেন্টের পর কোন কথা হয় না…আর ভাই,টেনশান নিয়েন না…সব জায়গায়ই এরকম কিছু পাবলিক থাকে…এরা না থাকলে ক্যামনে বুঝবেন যে তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়…একটা refference point(inter physics) থাকা লাগবে না……বাদ দেন…সাথে আছি থাকব আর আরও সুন্দর সুন্দর টিউন আশা করছি আপনাদের কাছ থেকে…ভালো থাকবেন……শুভকামনা রইল…:)

      @সৌমিক: আমার জামাই আর আমি ২ জনে মিলাই ওয়েবসাইট চালাই। টাকা দিয়া ওয়েবসাইট কিনা টিটি তে পোস্ট দিমু কোন দুঃখে ?? টিটী তে এই পোস্ট দিছি যাতে যারা জানেন না তারা জানতে পারেন।— ভাই এটি টিউনারের একটি টিউমেন্টস থেকে নিলাম। যা খুশি বলেন আমার আর কিছু বলার নাই।

    @ফয়সাল: সালাম ভাই, আপনি আমার কমেন্টগুলো ভালো করে দেখেন। টিউন অসাম সেটা আমিই বললাম প্রথম টিউমেন্টে আমার রিকোয়েস্ট হলো একটি লিং দিয়ে বাকী গুলোর জন্য অন্যখানে যাব কেন? টিউন রিমোভ না করে বাকি টিউন টিটিতে করার পরামর্শ দিন। বোঝা যাচ্ছে আপনি ওনার পরিচিত তাই এত সময় ব্যায় করে লম্বা লিস্ট সাজিয়েছেন। আশাকরি স্বজনপ্রীতির প্রাক্কালেও সৎ থাকবেন।
    নামাজ পড়া হারাম শুনে উঠে না গিয়ে কোন কোন সময় হারাম তাও জেনে নেবেন। ধন্যবাদ

    @ফয়সাল: ফয়সাল ভাই টিউন তা পড়ার পর এই রকম ক্যাচাল দেইখা মেজাজ খারাপ হইয়া গেছে । ইরা ভাবি 😛 ফয়সাল ভাই এর comment এই আপনারে ধন্যবাদ দিলাম যদিও এই তুনে টার জন্য ঐ সাইট তা চালানোয় সাপোর্ট এর জন্য । আমি ও হাল্কা পাতলা গ্রাফিচস এর নিয়ম কানুন জানি বাট অলস তো তাই টিউন করি না আপনাকে ধন্যবাদ টিউন করছেন তাই ।আমরা অনেকে পারি বাট শিখাইতে পারি না কিন্তু আপনে যখন শিখাইতে আসবেন আপনার গুষ্ঠি উদ্ধারে এক মিনিট ও নষ্ট করব না । ভাই আমার মত কিছু পাবলিক আছে যারা আপনাদের কাছ দিয়ে শেখে । সুতারাং টিউন চালিয়া যান ।র ফয়সাল ভাইয়ের সাথে একটা টাইম বেশ কথা হত ফেবুতে তখন bdgeeks মাত্র শুরু হইছে আর আমি tutorial গুল ডাউনলোড করতাম হটাত কি হল ফাবু দিয়া রিমুভ মারল। সব শেষ এ আসল কথা বলি টিউন নিয়া কথা বলব না তাই কমেন্ট এ কমেন্ট করছি টার পরও বাচাল এর মত ব্যাপক বইলা ফালাইছি :ছা।ফয়সাল ভাই ইরা আপু + ভাবি bdgeeks অফ করলে কিন্তু খবর আছে যে যা বলুক খালি আমার জন্য হইলেও bdgeeks কনটিনিউ করতে হবে আমার অনেক কিছু শেখার বাকী

আপনাদের ক্যাচাল দেখে কমেন্ট না করে পারলাম না। ব্যান হবে না হবে সেটা মডারেটর দেখবে, আরিফ ভাই আপনার এত উতলা হবার কিছু দেখি না। ইরা যে সাইটের লিঙ্ক দিয়েছেন সেটা যথেষ্ট ভাল সাইট, সেটা সম্পরকে সবাইকে জানানোর উদ্দেশেও যদি তিনি টিউন টা করেথাকেন তা হলে খারাপ কি করেছেন, এমন কি তিনি একটা টিউটরিয়াল ও দিয়েছেন, শুধু বিজ্ঞাপন দেন নি।

খালি দোষ না ধরা শিখে অন্য কিছু শেখার ও অভভাস করুন

    @মেহেদী হাসান বাপ্পী: শোনেন ভাই , ধরতে জানি বলেই ধরি। আপনি কমেন্টসগুলো প্রথম থেকে পড়েন। আর আপনি আমাকে আরিফ ভাই বলেছেন । অপর দিকে টিউনারকে ইরা বলে সম্বোধন করেছেন। তবে কি আপনারা পরিচিত বলা খুব একটা ভুল হয়ে যাবে?? আশা করি সব কমেন্ট গুলড়ে কাহিনীটা বুঝে তারপর কমেন্টস করতে বসবেন। ধন্যবাদ

      @আরিফ আহমাদ: ভাই ভাবছিলাম চুপ কইরা থাকমু আর কিছু কমু না বাট আপনি তা করতে দিলেন না।

      আমার প্রথম যে জিনিস খারাপ লাগছে তা হলো আপনি প্রথম কমেন্ট করছেন ব্যান খাইবেন এইটা কয়া কমেন্ট না কইরা প্রথমে কইতে পারতেন যে ” ভালো উদ্ধগ নিচেন দেইখা ভালো লাগলো তবে টেকটিউনস এ হয়তো এতো গুলা লিঙ্ক দেখলে ব্যান করা হবে তাই আপনি লিঙ্ক কমায়া দিতে পারেন অথবা নেক্সট টাইম টিউন দিলে লিঙ্ক কম দিয়ে দিতে পারেন ” এইটা কইলে দোষ হইত না ভাই আমি তো আর এইখানে বাজে কোন মতলবে দেই নাই ভালো একটা পোস্টই দিছি

      ২ নং কথা আপনি নিজে টিউটরিয়াল দেন যার কারনে আমরা সবাই বুঝতে পারছি যে আপনি একটু jealous। hats off to you যে মানুষের একটু হইলেও হেল্প করার ট্রায় করতেছেন। আমারো একি এইম ভাই। আমি ও দেশের বাইরে থাইকা বাংলাদেশের মানুস দের একটু হইলে ও হেল্প করার ট্রায় করতেছি। বাট আমি আপনার মতো অন্যদের যাইয়া কে কখন কিরকম ব্যান খাইবো অথবা কে কোন পোস্ট কোন জায়গা থাইকা কপি কইরা টিউটরিয়াল দিছে আমি এসব কখনই দেখি না। আমি দেখি তার উদ্দেশ্য। আমি আপনার সাথে খারাপ ব্যাবহার করছি হয়তো কষ্ট পেলে মাফ করে দিবেন। হয়তো একটুর জায়গায় বেশি বলে ফেলছি তার জন্য দুঃখিত।

      আর টেকটিউন্স তো শুধু টিউটোরিয়ালের সাইট না ভাই তাই আমি আমার ওয়েবসাইট এই টিউটরিয়াল দিমু এইখানে আরও অনেকেই আছেন যারা চেইন টিউনে বিভিন্ন টিউটরিয়াল দেন তাই আমারেও দিতে হইবো এমন কোনো বাধ্যবাধকতা আছে ?? :/

      এদের কেউ রে আমি চিনি না যারা আমারে support করছেন তাদের অনেক ধন্যবাদ। আমি কোন খারাপ মতলব নিয়া আসি নাই ভাই আমি আপনাদের ভালোর লাইগাই নিজের টাইম, টাকা আর energy স্পেন্ড কইরা আপনাদের হেল্প করার ট্রায় করতেছি একটু। সবাই রে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনারা আছেন বইলাই আমি আসলে এখনো continue করতেছি নাইলে মানসের জ্বালায় আসলেই পারতাম না continue করতে।

      সবাই আমাদের লাইগা দোয়া করবেন। আর এখন আমারে গালি দেন আর ভালো মন্দ যাই বলেন আমি আর রিপ্লাই দিমু না। তাই আপনার এইখানেই অফ হয়া যাইতে পারেন অথবা চাইলে continue ও করতে পারেন। আপনাদের ইচ্ছা !!!!

        @ফয়সাল: @Princess Iraa: যত যাই গালাগাল শুনলাম জয় কিন্তু আমারই হলো / হোক মডারেটর বা হোক আপনি / টিউন থেকে অযাচিত লিঙক গুলো ঠিকই সরিয়ে নিয়েছেন। যাই হোক এটাই এই টিউনে আমার শেষ কমেন্টস প্রাণ খুলে গালি ‍দিতে পারেন ।ভালো থাকবেন

          @আরিফ আহমাদ: করুক ভাই moderator আমার লিঙ্ক কেন আমার পোস্টই ব্যান কইরা দিক আমি খারাপ কিছু করলে অথবা নিয়ম অনুযায়ী না চললে তো দিবই। কিন্তু আপনি আমারে এটা বলেন যে আপনার এতে এতো মাথা বেথা কেন ?? ভালো কইরা একটা কমেন্ট দিলাম ভালো লাগে নাই আইসা ঠিকি খুছাইতেছেন। হুদাই এতো বড় একটা কমেন্ট করছি আপনি আমার কমেন্ট যোগ্যই না !!

      @আরিফ আহমাদ: আরে,আজব তোহ আপনি আপনার OPINION দিসেন,এডভাইস দিসেন দিসেন,ভাল কথা……ব্যান করবে কি মাথায় তুইলা রাখবে সেইটা মডারেটর এর ব্যাপার…আপনার কোন সমস্যা থাকলে মডারেটরকে বলুন…কার সাথে কার কি সম্পর্ক , কে ক্যামনে কোন সাইট চালায়,কে কারে কি করে না করে তা দিয়া আপনার এত কিরে ভাই???আপনি কি ট্যাক্স কমিশনের তদন্ত কর্মকর্তা নাকি কোন গোয়েন্দারে ভাই???আপনি এত বেশি বেশি অফটপিক ক্যচাইতাসেন ক্যান ভাই???আর কে লম্বা লিস্ট সাজায় কি করসে তা দিয়া আপনি কি করবেন???উনি তো বলসেনই আপনার ওনার কোন যুক্তি খণ্ডন করার থাকলে করেন…এখন আবার আমার কমেন্টের রিপ্লাই না দিয়া ওনার(ফয়সাল) সাথে কথা বলেন। অফটপিকের কথা-বার্তা বলেন ক্যান রে ভাই??? ট্র্যাকে থাইকা আপাতত দরকারি বা ওনাদের সাইটের জন্য বা টিটি এর এর জন্য কিছু বলার থাকলে বলেন…শুধু শুধু টাইনা লম্বা করে গ্যাঁজানোর তো কোন মানে হয়না,হয়কি???নাকি এখন আমারে ওনাদের কোন আত্মীয়-স্বজনের মধ্যে ফেলে স্বজন প্রীতি করছি বলবেন???আর আপনি তো কোন দোষ তো ধরতেসেন না।ক্যাচাচ্ছেন…এখানে টপিক হলঃফটোশপে পূর্ণাঙ্গ ওয়েবপেজ ডিজাইন করুন……।। এইটা নিয়া কিছু বলার থাকলে বলুন…না হইলে ,PLEASE…

      @আরিফ আহমাদ: ভাই সোজা কথায় আসেন, আপনি কি মোডারেটর? আপনার এত সমস্যা ক্যান? আপনার কি ক্ষতি হইছে এই টিউনে? আমি কোন পারসনের জন্য কমেন্ট করি নাই, ইরা কে আমি তা জানি না, জানার দরকার ও নাই। আমি টিউন দেখে কমেন্ট করছি । আবারো বলি খালি মানুসের সুতা না টাইনা কাজের কাজ কিছু করেন >.<

পোস্টটা দ্বিতীয় বার দেখে চমৎকার লাগছে। আশা করি বাকীগুলোও এখানে দেয়ার চেস্টা করবেন। আপনার পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম।

আহ ক্যাচাল ছাড়া দেখি কারো ভাল লাগে না।
টিউন কিছুটা ঠিকই আছে তবে অপ্রয়োজনীয় কথা একটু বেশি। 😛
আর নিজের সাইট থাকলে প্রচার করতে মন চাইবে এটাই স্বাভাবিক। তবে অবশ্যই এই টিউন ব্যান করার মতো না। 🙂

টিউনারকে বলছি আপনার টিউন স্যাম্পল যদি ভাল হয় তাহলে ভিজিটর পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। তাই এখানে আপনি যদি একটা ভাল টিউন করেন তাহলে বাকি ভাল টিউনগুলো পড়তে ভিজিটররা এমনিতেই আপনার সাইটে যাবে। তাই nO cHinta Do furti 😀

Level 0

আমার মনেহয় চুপ থাকা ই ভালো। একে ই বলে বাঙালি। কেহ যদি ভুল করে তা সে নিজে ই বুঝতে পারে, তার জন্য তাকে সময় দিতেহয়, এইখানে দেখছি…. থাক আর বলার ইচ্ছে নাই।

পোস্ট পড়ার পর লগিন না করে পারলাম না। আামরা এতো বেশি ব্যস্ত আর ভীষণ রকমের স্বার্থপর হয়ে গেছি যে, কারো ভালো কাজের ফিডব্যাকও দিতে চাই না। দিদি, আপনার টিউন দারুন লেগেছে। আপনি চালিয়ে যেতে থাকুন। আপনি বিডি গিকস দেখে এলাম। ভাববেন না, আপনার সাইটে এমনিতেই ভিজিটর পাবেন। ভালো টিউটোরিয়াল যদি নিয়মিত এভাবে দিতে থাকেন, তাহলে পাঠক অবশ্যই আপনার সাইটে যাবে। যে বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে নিজের স্টাইলে বলা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা কোট করতে ইচ্ছে করছে। সহজ কথা যায় না বলা সহজে। আপনার বলার ভঙ্গিতে নিজের স্টাইলটা খুব ভালো লেগেছে। হয়তো কারো কাছে অস্বস্তিকর লাগতে পারে। কিন্তু, আমার ভালো লেগেছে। লিখতে থাকুন নিজের মতো করে। অনেক অনেক নতুন টিউটোরিয়াল আশা করছি। শুভ কামনা রইলো আপনার স্বামী-স্ত্রী দু’জনের জন্যই। ভালো থাকবেন খুব।

শুধু মাত্র চরম কিছু কমেন্ট দেখিলাম বহুদিন পর…ভালাই 😀 ক্যাচাল না করিলে মজা কই ? ক্যাচাল কন্টিনিউ… পুস্ট ভালাই হইসে…তয় পুস্ট এ পুস্টি একটু কম আসিল… আর লেইস চিপ্স এর মত বাতাস বেশি আসিল 😀

Level 0

post ta porte parlam nah but comment gula pore bepok moja paici 😀

আরিফ এর কাজ সবখানে ক্যাতা করা। নিজে ভাল কিছু তো করতে পারেনা, উল্টা কাউকে কিছু করতে দেখলে আইসা গ্যাঞ্জাম করে।

পিএসডি টু এইচটিএমএল সার্চ দিয়া পোস্টখানা পাইলাম। বিডিগিকসের সকল টিউটেরিয়ালই বেশ কাজের, তার ওপর দেশী, লিন্ডার পিছে না দৌড়ায়া দেশী ভিডিও থেকে দ্রুত শেখা সম্ভব। কিন্তু কিছু ছাগলছানা তথাকথিত ‘নারী’ দেখলে স্থির থাকতে পারেন না। তাদের ধারণা মেয়েরা টেকি কাজকাম করতে পারেনা। আমরা কতটা অসভ্য তার একটা প্রমাণ দেখলাম।

জনাব ফয়সাল এবং ইরা, আপনারা টিউটে চালাইয়া যান। শুভ কামনা থাকলো!

Level 0

:p