
কেমন আছ বন্ধুরা ? এই ওয়েব সাইটে এটি আমার প্রথম পোস্ট । আমি বেশি কিছু লিখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবোনা । আশা করি পোস্ট টি ভালোই লাগবে । এখানে আমি আপনাদের জানাব কি ভাবে ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি করতে হয় ।
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি করার জন্য আপনাদের HTML, CSS এবং কিছু PHP codes জানতে হবে । আমি ইতিমধ্যে HTML এবং CSS সম্পর্কে লিখেছি যারা জানেন না তারা উক্ত লিঙ্কে যেয়ে জানতে পারেন ।
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরির এই প্রথম পর্বে আমরা জানবো একটা ওয়ার্ডপ্রেস টেম্পেলেটে কি কি ফাইল থাকে এবং ধাপে ধাপে সে ফাইল গুলো তৈরি করব । আশা করি আমার ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরির সকল পোস্ট গুলো অনুস্মরণ করলে আপনিও তৈরি করতে পারবেন আপনার নিজস্ব ওয়ার্ডপ্রেস টেম্পেলেট । তোঁ আর দেরি না... নিচের ফাইল গুলো তৈরি করে ফেলুন ।
নোটঃ প্রত্তেক ফাইল এর নাম অবশ্যই ছোট হাতের হতে হবে নতবা এটি সার্ভারে কাজ করবে না।
প্রয়োজনীয় উপাদানঃ
মনে করি আপনারা উপরের প্রয়োজনীয় উপাদান গুল সংগ্রহ করেছেন। এখন ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি করার জন্য নিচের পদক্ষেপ গুল গ্রহন করুন।

নোটঃ প্রত্তেক ফাইল এর নাম অবশ্যই ছোট হাতের হতে হবে নতবা এটি remote serverএকাজ করবে না।
ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ১ম পর্ব/১৫ পর্ব এখানে সমাপ্ত ওয়ার্ডপ্রেস টেম্পেলেট তৈরি ২য় পর্ব দেখুন।
পোস্টটি ভালো লাগলে অন্যদের জানাতে ভুলবেন না জেন। আর যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন।
আমি Tutorial-house। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
HTML এবং CSS সম্পর্কে লিখেছি যারা জানেন না তারা উক্ত লিঙ্কে যেয়ে জানতে পারেন
Link ta aktu diben plaz….