খুব সহজে আপনার ওয়েব সাইট এর জন্য একটি ‘maintenance’ পেজ তৈরি করুন

আসসালামুআলাইকুম!!

অনেক দিন ধরে চেষ্ট করছি একটি টিউন করব কিন্তু সময়ের অভাবে পারা যায় না। আজকে সময় পেয়ে বসে গেলাম টিউন করার জন্য। মুল কথায় আসা যাক-  বর্তমানে আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তাদের অনেকের ই একটি অথবা একাধিক ওয়েব পেজ বা ব্লগিং সাইট আছে।মাঝে মাঝে আমাদের এইসব সাইট গুলো মাঝে মাঝে  বিভিন্ন আপডেট, থিম সাজানো অথবা অন্যান্য রক্ষনাবেক্ষন কাজ করতে হয়।এখন রক্ষনাবেক্ষন কাজ করার সময় বিভিন্ন ভুল হতে পারে যা কিনা ওয়েব পেজ এডমিন চায় না তার ভিজিটররা দেখুক।এ কাজটি আপনি খুব সহজে ই করতে পারেন একটি সহজ maintenance পেজ তৈরির মাধ্যমে। এর ফলে সাময়িক ভাবে আপনার সাইট এর ভিজিটররা আপনার সাইটটি  দেখতে পারবে না এবং হোম পেজ এ একটি রক্ষনাবেক্ষন বার্তা দেখাবে।  কাজটি করা খুব বেশি কঠিন না।

 Maintenance পেজ তৈরি :

প্রথমে আপনার নোটপ্যাড খুলুন এবং এতে নিচের কোডটি কপি করুন এবং  maintenance.php নামে সেভ করুন।

<?php
header(“HTTP/1.1 503 Service Temporarily Unavailable”);
header(“Status: 503 Service Temporarily Unavailable”);
header(“Retry-After: 3600″);
?>
<html>
<head>
<title>Site upgrade in progress</title>
<meta name=”robots” content=”none” />
</head>
<body>
<h1>Maintenance Mode</h1>
<p><a title=”Your site” href=”your-site-url”>Your Site name</a> is currently undergoing scheduled maintenance.<br />
Please try back <strong>in 60 minutes</strong>.</p>
<p>Sorry for the inconvenience.</p>
</body>
</html>

এখন আপনি যদি একে আরও সুন্দর করতে চান তাহলে আপনার মনের মত করে স্ক্রিপ্ট ব্যাবহার করে সাজিয়ে নিতে পারেন।

এরপর এই ফাইল টি আপনার parent directory তে আপলোড করে দিন।

মনে রাখবেন আপলোড করার পর ফাইল টি যাতে এখানে থাকে http://yoursite.com/maintenance.php

আপনার ভিজিটর দের রক্ষনাবেক্ষন পেজ এ রিডাইরেক্ট করুন :

আপনার .htaccess file টি ডাউনলোড করুন। টেক্সট এডিটর এ ওপেন করুন এবং এবং নিচের কোড গুলো প্রথম দিকে স্থাপন করুন।

Options +FollowSymlinks
RewriteEngine on
RewriteCond %{REQUEST_URI} !/maintenance.php$
RewriteCond %{REMOTE_HOST} !^127\.0\.0\.1
RewriteRule $ /maintenance.php [R=302,L]

এরপর  এখানে  জান এবং আপনার আইপিটি জেনে নিন।

কোড এর 127\.0\.0\.1 এই অংশটির বদলে আপনার আইপিটি বসিয়ে দিন। এর ফলে আপনি আপনার সাইট ভালভাবে এ দেখতে পারবেন।

শুধু মাত্র অন্যান্য ভিজিটররা রক্ষনাবেক্ষন পেজ টি দেখবে।

.htaccess file রি-আপলোড করুন।

এরপর আপনার ভিজিটর রা রক্ষনাবেখন পেজ টি দেখতে পাবে।শুধু মাত্র আপনি আপনার সাইট টি দেখতে পাবেন আর বাকিরা রক্ষনাবেক্ষন পেজ দেখবে।

এরপর আপনার রক্ষনাবেক্ষন কাজ শেস হলে আগের মত ভিজিটর এর কাছে আপনার সাইট দেখাতে হলে কি করতে হবে তা দেখে নিন :

.htaccess file টি আবার ওপেন করে আমাদের দেয়া কোড এর আগে '#' চিহ্নটি বশাতে হবে।

যেমন:

#Options +FollowSymlinks
#RewriteEngine on
#RewriteCond %{REQUEST_URI} !/maintenance.php$
#RewriteCond %{REMOTE_HOST} !^127\.0\.0\.1
#RewriteRule $ /maintenance.php [R=302,L]

এরপর আবার ফাইল টি রি-আপলোড করুন।

এভাবে আপনি আপনার ওয়েবসাইট এ রক্ষানাবেক্ষন পেজ যুক্ত করবেন।

-------------------------------------------------------------------------------------------------------------

এবার আমার একটা উপকার করুন পারলে।

আমি নতুন একটা ওয়েব সাইট খুলতে চাচ্ছি। কিন্তু কোন ভাল থিম নির্বাচন করতে পারছি না।

আমার সাইট এর লিঙ্ক http://www.banglaebook.net

যদি পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কিছু ওয়ার্ডপ্রেস ত্থিম আমাকে suggest করুন। যে কোন থিম। প্রিমিয়াম অথবা ফ্রী।

ধন্যবাদ লেখাটি  পড়ার  জন্য।

আর একটি কথা। এটি আমার প্রথম পোস্ট। যদি কোন ভুল হয়ে থাকে অনুগ্রহ পূর্বক আমার ভুল গুলো শুধরে দিবেন।আর এই বিষয়ে যদি আগে কোন পোস্ট থেকে থাকে আমাকে জানাবেন।তাহলে আপনারা চাইলে আমি আমারটি রিমুভ করে দিব ।

ধন্যবাদ।

Level 2

আমি সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নতুন টিউন হলেও খুব দরকারি একটা টিউন করলেন। আমার কাজে আসবে। এই ধরনের আরো টিউন চাই। আশা করি পাব। ধন্যবাদ।
http://www.knowpar.com

    ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য 🙂

Level 0

Mantra,picth

ei rastai jehetu hatchi tai kono na kono din apnar tune t kaje lagbe. Tai priyo te rakhlam. Dhonnobad.

ধন্যবাদ।

খুবই দরকারী পোস্ট দিয়েছেন। বিষয়টি একঘেঁয়েমী মনে হয়নি, তাই আমার মতো কৃপনেরও ধন্যবাদ না জানিয়ে উপায় ছিলনা। আশাকরি আরো ব্যতিক্রম পোস্ট পাব।

কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই 🙂
চেষ্টা করব দিতে 🙂