এবার আপনার blog দিয়ে সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানান।(পর্ব ১)

বন্ধুরা সবাইকে জানায় ঈদ এর শুভেচ্ছা।ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আশা করি সবার ঈদ ভালো কাটবে।আমি লিখতে তেমন একটা পারি না।মনে হয় তেমন একটা গুছিয়ে লিখতে পারব না।আশা করি সবায় ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবে।যায়হোক লিখতে যখন বসেছি লিখেয় ফেলায়। আসল কথায় আসি।
ঈদ এর সুভেচ্ছা জানানোর জন্য বিভিন্নজন বিভিন্নরকম পর্দ্ধতি ব্যাবহার করে। আপনার blog দিয়েও আপনি বিভিন্ন পর্দ্ধতি wish করতে পারেন।আমি আপনাদের মর্ধে একটা পর্দ্ধতি আলোচনা করবো। যা আমি আমার blog এ ব্যাবহার করেছি।

আপনারা যদি Demo দেখতে চান তো এখানে ক্লিক করুন।

১। প্রথমে আপনারা এখানে যান। নিচের ছবির মত your text ঘরে Eid Mubarak লিখুন বা আপনার ইচ্ছামত লিখুন।

২।নিচের ছবিরমত make my text ক্লিক করুন।

৩। নিচের ছবিরমত get the code এ ক্লিক করুন।

৪। নিচের ছবিরমত ২ box এর code টা copy করুন।

৫। এবার আপনার blog এর admin panel এ যেয়ে নিচের ছবিরমত appearance থেকে widget ক্লিক করুন।

৬। এবার widget গুলর মর্ধথেকে নিচের ছবিরমত text widget এর add এ ক্লিক করুন।

৭। নিচের ছবিরমত আপনার copy করা code টা এখানে paste করুন।

৮। আপনার widget এর position দিন।

৯। save widget এ ক্লিক করুন।

এবার আপনার blog এ যেয়ে দেখুন কাজ হয়ে গেছে।
এই বিসয়য়ের উপর post আগে হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। যেহেতু এটা আমার fast post সুতরাং এতে অনেক ভুল থাকেতে পারে। সবায় ভুলগুলো ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। দয়াকরে ভালো লাগলে comment করুন। ভুল হলেও comment করে আমাকে জানান।

ধন্যবাদ।

Level 0

আমি smart_shovon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধ্ন্যবাদ…।ইদ মোবারক………।

আপনাকেও ধন্যবাদ। ঈদ মোবারক।

আপনার টিউনের শিরোনামটা ঠিক করে দিন। এই টিউনটি ওয়ার্ডপ্রেস এর জন্য, তাই যারা ব্লগার বা অন্যান্য ব্লগ ব্যবহার করে তারা যেন বিভ্রান্তিতে না পরে। অনেক আশা নিয়ে এসে যদি দেখে এটা তার প্লাটফর্ম এর জন্য না, তাহলে তার একটু খারাপ লাগতে পারে। তাই আপনার টিউনটির শিরোনামটা এভাবে দিতে পারেন – এবার আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ দিয়ে সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানান। অথবা এবার আপনার ব্লগ দিয়ে সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানান – শুধু মাত্র ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য

    @নিউ রফিক: boro এটা blog এ ব্যাবহার করতে পারবেন। একই tune a সকল ব্যাবহার দেখানো সম্ভব না তাই wordpress টা দেখানো হয়েছে। আপনি যদি blogspot ব্যাবহার করেন। তাহলে আপনি আপনার blogger এর admin panel এ যান। সেখানে থেকে layout তারপর আপনার position মত add gadget এ ক্লিক করুন। সেখান থেকে HTML/JavaScript add করুন। তার মর্ধ্যে আপনার copy করা code বসিয়ে দিন। এরপর save করুন। এবার আপনার site এ যেয়ে দেখুন কাজ শেষ। demo দেখতে এখানে http://dewdropzone.blogspot.com যান। ধন্যবাদ।

    @নিউ রফিক: blogger দিয়ে কি ভাবে ঈদ এর শুভেচ্ছা জানাবেন তা এখান থেকে দেখুন https://www.techtunes.io/web-design/tune-id/145550
    ধন্যবাদ।