
সবাইকে পবিত্র রমযান মাসের শুভেসা জানিয়ে শুরু করতেসি আজকের টিউন । এই টিউনটা করব বলে প্রায় এক মাস আগে থেকে ভাবতেসিলাম কিন্তু সময় আর হয়ে উঠে না যাই হোক আল্লাহ পাকের অশেষ রহমতে সেহরি খেয়েই বসে পরলাম লিখার জন্য জানিনা কতটুকু সুন্দর সাবলীল ভাবে লিখতে পারব তারপরও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।আমরা যারা শখের বসেই বিভিন্ন ব্লগে টুক টাক লিখা লিখি করি আসাকরা যায় প্রত্যেক এর দুই একটা নিজস্ব ব্লগ সাইট আসে সেটা হতে পারে ব্লগস্পট এর ব্লগ অথবা ত্তয়ার্ডপ্রেসের এর ব্লগ।অনেকদিন ধরেই নিজের ব্লগটা সাজিয়ে যাসসেন মনের মত করে।ব্লগ সাঁজাতে আতি গুরুত্বপূর্ণ যে বেপার তা হল ব্লগের টেমপ্লেট এই টেমপ্লেট দিয়েই ব্লগের সৌন্দয্য বহু গুনে বাড়ানো যাই। আজকে আমি আপনাদেরকে কিছু অসাধারন কিছু টেমপ্লেট উপহার দিব যা অনেকেরই কাজে লাগবে।দেখুন তো নিচের কিছু টেমপ্লেট ভালো লাগে কিনা
আরও অসংখ্য অসাধারন কিছু টেমপ্লেট ডা উ ন লো ড করতে পারবেন ব্লগার টেমপ্লেট সাইট হতে
কেমন লাগলো মতামত দিয়ে জানাবেন।ভালো থাকবেন সবসময়।পাঁচ ওয়াক্ত নামায আদাই করার চেষ্টা করবেন সবসময়।
ঘুরে আসতে পারেন আমার ব্লগ হতেঃটে ক ন ল জী রি ভি উ 24
আমি মঞ্জুর প্রযুক্তিপ্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
yet nothing special something to tell.
দারুন হইছে , টেমপ্লেট গুলো ফ্রি হলেও দেখে মনে হচ্ছে প্রিমিয়াম !!! অনেক সুন্দর কালেকশন শেয়ার করলেন । এই সফটি’র আলটিমেট ভার্সন দিতে পারবেন , খুবই প্রয়োজন ছিল, ওটা পেলে আমি নিজেই বেশকিছু টেমপ্লেট এর কাজ করবো ।
ধন্যবাদ , অপেক্ষায় রইলাম…..