ব্লগার প্রেমীরা এই দিকে দৃষ্টি দিন ……ফ্রিতে নিয়ে নিন মনের মত সব টেমপ্লেট

সবাইকে পবিত্র রমযান মাসের শুভেসা জানিয়ে শুরু করতেসি আজকের টিউন । এই টিউনটা করব বলে প্রায় এক মাস আগে থেকে ভাবতেসিলাম কিন্তু সময় আর হয়ে উঠে না যাই হোক আল্লাহ পাকের অশেষ রহমতে সেহরি খেয়েই বসে পরলাম লিখার জন্য জানিনা কতটুকু সুন্দর সাবলীল ভাবে লিখতে পারব তারপরও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।আমরা যারা শখের বসেই বিভিন্ন ব্লগে টুক টাক লিখা লিখি করি আসাকরা যায় প্রত্যেক এর দুই একটা নিজস্ব ব্লগ সাইট আসে সেটা হতে পারে ব্লগস্পট এর ব্লগ অথবা ত্তয়ার্ডপ্রেসের এর ব্লগ।অনেকদিন ধরেই নিজের ব্লগটা সাজিয়ে যাসসেন মনের মত করে।ব্লগ সাঁজাতে আতি গুরুত্বপূর্ণ যে বেপার তা হল ব্লগের টেমপ্লেট এই টেমপ্লেট দিয়েই ব্লগের সৌন্দয্য বহু গুনে বাড়ানো যাই। আজকে আমি আপনাদেরকে কিছু অসাধারন কিছু টেমপ্লেট উপহার দিব যা অনেকেরই কাজে লাগবে।দেখুন তো নিচের কিছু টেমপ্লেট ভালো লাগে কিনা

ব্লগস্পট এর টেমপ্লেটঃ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ত্তয়ার্ডপ্রেসের টেমপ্লেটঃ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আরও অসংখ্য অসাধারন কিছু টেমপ্লেট ডা উ ন লো ড করতে পারবেন ব্লগার টেমপ্লেট সাইট হতে
কেমন লাগলো মতামত দিয়ে জানাবেন।ভালো থাকবেন সবসময়।পাঁচ ওয়াক্ত নামায আদাই করার চেষ্টা করবেন সবসময়।

ঘুরে আসতে পারেন আমার ব্লগ হতেঃটে ক ন ল জী রি ভি উ 24

Level 0

আমি মঞ্জুর প্রযুক্তিপ্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

yet nothing special something to tell.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন হইছে , টেমপ্লেট গুলো ফ্রি হলেও দেখে মনে হচ্ছে প্রিমিয়াম !!! অনেক সুন্দর কালেকশন শেয়ার করলেন । এই সফটি’র আলটিমেট ভার্সন দিতে পারবেন , খুবই প্রয়োজন ছিল, ওটা পেলে আমি নিজেই বেশকিছু টেমপ্লেট এর কাজ করবো ।

ধন্যবাদ , অপেক্ষায় রইলাম…..

Level 0

templates গুলো কিভাবে ব্লগ এ অ্যাপ্লাই করব জানাবেন, না হলে কিছুই করতে পারছি না।

Level 0

vaia fila to download korlam.. zip file …… atake kivabe xml banabo???? akto bolen amar to notun

    @Rabbi: winrar বা 7 zip দিয়ে জিপ ফাইল ওপেন করেন দেখবেন xml ফাইল এসেসে তারপর আগের প্রসেস এ xml ফাইল টি upload করেন ব্যাস কাস শেষ

ভাই, টেমপ্লেট টা ব্লগে কিভাবে যোগ করতে হবে । একটু ভালবভাবে আলোচনা করবেন।

    @Rakib Uddin: আপনার ব্লগ এর ড্যাশ বোর্ড এ গিয়ে টেমপ্লেট এ যান তারপর ব্যাক আপ রেস্টরে এ ক্লিক করে chose file এ গিয়ে upload a ক্লিক করে টেমপ্লেট এর xml ফাইল টি upload করেন ব্যাস কাস শেষ উপভোগ করুন আপনার ব্লগের নিউ লুক।

Level 0

@মঞ্জুর প্রযুক্তিপ্রেমী : vai zip khule je file ti pelam se ta to direct upload dile hoy na…..

Level 0

ha vai thanks……….

টেমপ্লেট নিয়েছি। তবে একটি জিনিস পারছি না, আর তা হল- ওপরের সাইড বারে শুধু “হোম” অপসন আছে। এখানে , আরো বাটন যেমনঃ “আমার সম্পরকে”, “যোগাযোগ” ইত্যাদি কিভাবে যোগ করা যাবে তা নিইয়ে আপনার পরবর্তী কোন টিউনে আলোচনা করলে আমরা নতুনরা খুব উপকৃত হতাম। কিংবা কমেন্টেও নিয়মটা জানাতে পারেন। প্রতীক্ষায় রইলাম।