অনলাইন এ ক্যারিয়ার গড়তে করতে চান ? যেভাবে ট্রায় করলে সফলতা আপনার পিছু নেবে “নতুনদের জন্যে একটি দিক নির্দেশনা মূলক টিউন”

আমার যারা ওয়েব ডিজাইনিং শিখতে চাই কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থাকে  কিভাবে শিখবো ? কোথায় শিখবো ? কোথায় থেকে শুরু করবো ? ইত্যাদী প্রশ্ন যদি আপনার ও  থাকে তাহলে আপনি আমার টিউনের প্রতিটি স্তরগুলো ভালো ভাবে খেয়াল করুন আসা করছি আপনার  সমস্যা সমাধান হয়ে যাবে ? এবং নিয়মিত অনুশলন করলে আপনি হয়ে যাবেন সফল একজন "ওয়েব ডিজাইনার"

শুরুতেই বলে নিচ্ছি আজকের টিউনটা মূলত ওয়েব ডিজাইনিং বা ওয়বে ডেভেলপমেন্ট এর উপর এছাড়াও যারা PTC তে ধোঁকা খেয়ে freelancer হতে চান , তাদের অনুরোধ করবো  এই পথে আগাবেন এবার সফলতাই আপনার পিছু নেবে ইনশাল্লাহ 😛 🙄 ] 

১. যে ভাবে শুরু করবেন ওয়েব ডিজাইনিং

  • এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language.এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়,মার্কআপ ল্যাংগুয়েজ।
  • ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।তবে এটা শেখা খুব সহজ।
  • এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন।এরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন
  • তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল।সবশেষে পিএইচপি+ ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven
  • ওয়েবসাইট  তৈরী করতে পারবেন।

২. কোড এডিটর নিয়ে কিছু কথাঃ

বেশিরভাব মানুষই কোডিং করার জন্যে নোট প্যাড ব্যবহার করে থাকে  , তবে আমি আপনাদের সাজেশন দিবো আপনার  নোটপ্যাড++ ইউজ করবেন এটাতে অনেক সুবিধে পাবেন

(i) নোটপ্যাড (ডিফল্ট )

এটা আমাদের সবার পরিচিত নোটপ্যাড winsp2 , winsp3 তে ডিফল্ট হিসাবে থাকে এটার প্রাধান সমস্যা হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আউটপুট না দেখা পর্যন্ত কোডিং এ কিছু ভুল হলে আপনি খুব সহজে খুঁজে বের করতে পারবেন না ।

(ii)নোটপ্যাড ++

কোডিং কোর জন্যে দারুন একটি প্যাড ! আপনার কোডগুলো সঠিক হচ্ছে কিনা অনেকটা আগেই বুঝে যাবেন এছাড়াও কোডিং করতে অনেক সুবিধে পাবেন । নোটপ্যাড++ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

(iii) মজিলাঃ (অনলাইন এডিটর)

এখানে ক্লিক করে সরাসরি কোডিং করুন

এটা তে আপনি বেশকিছু সবিধে পাবেন , আপনি একপাশে কোডিং করবেন অন্যপাশে আউটপুট দেখবেন । এর সবচেয়ে বড় সুবিধে হলো কোডিং ভুল হলে ম্যাসেজ পাবেন এবং পাবলিশ করে দেখতে পারেন ওয়েব সাইটে দেখতে কেমন হচ্ছে 🙂

৪.রিসোর্স গুলো যেভাবে পাবেনঃ

  এখানে আমি দুভাগে ভাগ করতে চাই

(ক) শুধু মাত্র প্রোগ্রামিং বেইজ সাইট

 ( খ) টেক রিলেটেড বাংলা ব্লগ সাইট

 (ক.) শুধু মাত্র প্রোগ্রামিং ভিত্তিক সাইটঃ

এমন টিউটোরিয়াল ভিত্তিক সাইট হয়তো আপনি অনেক পাবেন , তবে আমার কাছে যে দুটো সাইট সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি আপনাদের সে দুটো সবচেয়ে কার্যকারী মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ।

এগুলো খুবই সহজে যে কেউ চাইলেই শিখতে পারবেন , উপরের স্কিন এ শুধু মাত্র HTML এর কিছু অংশ  দেখা যাচ্ছে ,তবে আপনি পুরো আয়ত্তো করতে না পারলেও মুটামুটি font, text , table , color , link+networking, image , frame building, form+field making , ইত্যাদী ভালো ভাবে আয়ত্ত হবে


৫.  এবার  দেখুন  w3schools :

w3schools এমন একটি প্রোগামিং এর জগতে হতে পারে এই স্কুলটি আপনার সবচেয়ে বড় বন্ধু!! নিচের স্কিনশর্টগুলো দেখুন ও ইচ্ছে মতো ইডিট করুন ।

এখানে maximum Tag গুলা পাবেন এই সাইটি টি  ভালো লাগার মূল কারনটা হলো এখানে আপনি ওদের কোড ইডিট করে কোডিং করতে ও প্রিভিউ দেখতে পারবেন , নিচের ছবিটি দেখুন

এছাড়াও আমি আপনাদের কে w3schools এর পুরো অফলাইন ভার্সনটি দিলাম আপনাদের সুবিধের জন্যে !!!!!!!!

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন পাস চাইলে prince লিখে দিন

৬.টেক রিলেটেড বাংলা ব্লগ সাইট

বচেয়ে বড় বন্ধু হবে গুগলমামা  ও ইউটিউব যেটা বুঝবেন না সার্চ করলেই কাম খালাস !!

(i) টেকটিউন স এর ওয়েব ডিজাইনওয়েব ডেভেলপমেন্ট  বিভাগ !

(ii)বিষেশ করে টিউটোরিয়াল বিডি র টিউন গুলো দেখতে পারেন অনেক কাজ দিবে ।

(iii)এছাড়াও টেকটুইস ও টিউনারপেজ  সহ যে কোন বাংলা ব্লগের ওয়েব ডিজাইন ও ওয়েব  ডেভেলমেন্ট  বিভাগ গুলো নিয়মিত দেখবেন।

এই বিষয়ে নতুন করে কিছুই বলার নেই , আপনার সবই জানেন । আসলে আমি ব্যাক্তিগভাবে চাই নতুনরা যেন আমার এই পোষ্ট টি দেখে উপকৃত হউক , তাই একটু বেশি বকবক করে ফেলললাম  👿 😳

৭.প্রয়োজনীয় সকল ভিডিও টিউটোরিয়ালঃ

ফয়সাল আহমেদ ভাইয়ের সাইটা তে আপনি পাবেন প্রয়োজনীয় সকল ভিডিয় টিউটোরিয়াল !!!  আমি এমন অনেকের মুখেই শুনেছি টেকটিউনস এর টিউন , w3schooles এর কোড এবং bdgeeks এর ভিডিও দিয়ে আস্ত সাইট বানিয়েছে এবং ওডেক্সএ সফলতার সাথে কাজ করে চলেছে !!

এছাড়া আমিও youtube.com/prince2tv এ একটি চ্যানেল করেছি  আসা করছি সেখানেও প্রয়োজনীও ভিডিও টিউটোরিয়াল গুলো পাবেন প্রযায়ক্রমে 🙄

৮.ফেসবুক কমিউনিকেশন :

এটিও একটি গুরত্বপূর্ন পর্যায় ! এর ফলে আপনি এই সকল সাইটদের এডমিনদের সাথে সারাসরি কমিউনিকেট করতে পারবেন । অনেকই আছে ফেবুতে আজাইরা গ্রুপে যোগদেয় ও টাইম ওয়েস্ট করে , আপনাদের অনুরোধ করবো সঠিক সিদ্ধান্ত নিন  আপনার ই প্রয়োজনে এবং সাইটগুলোতে জায়েন করুন ও প্রিয়তে রাখুন... 😛

আপনাদের প্রয়োজনে আমি ৫টি গ্রুপ এর এ্যাড্রেস দিচ্ছি যেগুলোতে আপনি জয়েন করবেন আপনারই প্রয়েজনে !! আর যে গ্রুপেই জয়েন করুন না কেন সবসময় এ্যাডমিন কে মেনে চলবেন ও গ্রুপ রিলেটেড প্রশ্ন জানতে চাইবে

 (i) টেকটিউনস অফিসিয়াল ফেসবুক  গ্রুপ

 (ii)BDGeeKs ( বাংলা ভিডিও টিউটোরিয়াল )

(iii)HTML , CSS & JavaScript

(iv)oDesk Help  এছাড়াও oDesk Bangladesh

(v) phpXperts


আপনাদেরকে আরো একটি কথা স্বরন করিয়ে দিয় তাহলো আপনি যেগ্রুপেই জয়েন করুন অবশ্যয়ই ঐ গ্রুপের ফাইল গুলো দেখেনেবেন ওখানে অনেক মূল্যবান তথ্য অবশ্যয় পাবেন।

আজ এই পর্যন্তই আল্লাহ আপনাদে সবাইকে সুস্থ রাখুক , সন্দর কাটুক আপনাদের দিনগুলো এ প্রত্যাশা নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি এবং আশা করছি শিগ্রই ফিরে আসবো নতুন কোন টিউন নিয়ে  সে পর্যন্ত ভালো থাকুন , ধন্যবাদ সবাইকে । আল্লাহ হাফেজ ।

এছাড়াও আমার এই টিউনগুলো দেখতে পারেন।

(i)বাংলা ফন্ট সমস্যার পরিপূর্ন টিউটোরিয়াল এখন থেকে বাংলা লেখা দেখবেন ও লিখবেন মনের আনন্দে !!

(ii)দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে ইমেইল ট্রাকিং !! (আনাড়ি হলেও পারবেন)

Level 0

আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Every success story is a story of great failure


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vi Passward Protectrd keno? Give me the Passward to Download the book.

পুরাই জটিল হইছে।

Level 2

ভাই কী আর বলবো একথায়………..অসাধারণ………..

    আপনার এক একটি কবিতা আমার টিউনের কাছে তেছপাতা !!
    আমি আপনার বড় ফ্যান !!

    অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্যে ।।

Level 0

ভাল লাগছে, নতুনদের জন্যে অনেক উপকারি টিউন, ধন্যবাদ

    জি ভাই আমি মূলত নতুনদের টার্গেট করেই টিউনটি করেছি !!
    আপনাকেও ধন্যবাদ।।

এক কথাই দারুন টিউন !! খুব ভাল লেগেছে। তবে টিউন টা করতে আপনাকে অনেক কষ্ট হয়েছে। এ জন্য ও ধন্যবাদ। পরবর্তী টিউন এর অপেক্ষাই রইলাম………।
জোস!! টিউন।

    কিছুটা কষ্ট হলেও আপনাদের ভালোবাসা পেলাম তারচেয়ে অনেক বেশি !!

fatafati..obosta.. thank you very much

Level New

ধন্যবাদ প্রিন্স ভাই

খুব সুন্দর।

    আপনার টিউনের কাছে আপটিউন কিছুই না ! ফেবুতে ম্যাসেজ দিয়েছি উত্তর দিবেন আসা করছি

    আপনাকেও জটিল ধন্যবাদ 😛

সত্যি ভাই মিনিট নিয়ে লগ ইন করে আপনাকে ধন্যবাদ দিলাম 🙂

সরাসরি প্রিয়তে

সুন্দর টিউন ।
আর যারা oDesk এ কাজ করেন সেসব ভাইয়াদের অনুরোধ করছি oDesk এ hourly job গুলো কিভাবে সম্পন্ন করতে হয় তা নিয়ে একটি টিউন করুন ।

Level 0

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ।ভাল লাগল

অনেক ভালো হয়েছে প্রিন্স ভাই । আপনাকে অনেক ধন্যবাদ।

জোস তো!!!

খুব সুন্দর।

Level 0

very good

প্রিন্স মাহমুদ ভাই আপনার জরুরি দৃষ্টি আকর্সন করছি .আপনি আমার নিচের পোস্টে একটি মন্তব্য করেছেন ,একবার যদি আপনার মন্তব্যের উত্তর ২ টা দেখতেন আমার খুব উপকার হত
https://www.techtunes.io/internet/tune-id/131094

    জী টিউনগুলো দেখলাম তবে আমি আপনাকে একটা কথায় বলবো আপনি হতাশ না হয়ে লেগে থাকুন এবার হইনি তো কি হইছে পরের বার হবেই ইনশাল্লাহ !

    ধন্যবাদ আপনাকে।।

বাহ গ্রেট টিউন দেখি 😀
প্রিন্স ভাই এমন টিউন আরো চাই। গ্রাফিক্সে যদি আপনার আগ্রহ থাকে তাহলে গ্রাফিক্স নিয়েও এমন একটা টিউন চাই। 🙂

ধন্যবাদ ভাইয়া কমেন্ট দেওয়ার জন্যে !!!!!!

আমার গ্রাফিক্স নিয়ে আগ্রহ আছে তবে ভয়টা আরো বেশি ! আপাতত আমি গ্রাফিক্স এর ও জানি না

😛

Thanks Prince Mahmood Bhai!!
Allah hafez

খুবই ভাল হয়েছে। আরো লিখবেন আশা করি।ধন্যবাদ।

    জ্বী ভাই , টিটির সাথেই আছি থাকবো এবং লেখা চালিয়ে যাবো।

    আপনাকেও ধন্যবাদ।।

thanks a lot bro! আপনে তো মিয়া আমারে হিট বানায়া দিলেন! কালকে একদিনে ৩৩ জন এড করলাম বিডিগিকস গ্রুপে! আমি তেমন একটা টাইম পাই না ব্লগে পোস্ট করার! তয় সাইট খোলার পরে ২ ১ বার পোস্ট দিছিলাম সবখানেই তেমন লাভ হয় নাই! তয় আপনে ওডেস্কের কথা লেখায় ভালোই ম্যাজিকের মতো কাম হইছে! বাংগালীরে শিখাইতে চাইলে শিখে না টেকার কথা কইলে দৌড় দেয়! 😛 😛 😛
যাই হোক আপনারে অনেক ধন্যবাদ ভাইজান আর পোস্ট ভালো হইছে মাঝে মধ্যে এক্সপার্ট রা এমন ২ ১ টা instructional পোস্ট দিলে সবারই উপকার হয়

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া !!
    তবে আমি সঠিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি যেন নতুনদের উপকৃত হয় ! এই জন্যে আপনার থেকে বিনা অনুমতিতে আপনার সাইট ব্রডকাস্ট করেছি 🙁

    শুনে ভালো লাগলো আপনি উপকৃত হয়েছেন ! আপনাকে আবারও অভিন্দন ।।

      @প্রিন্স মাহমুদ: কোনো সমস্যা নাই ভাই সাইটের নাম শেয়ার করতে অনুমতি লাগে না! তার উপরে আপনি আবার আমার নামটাম দিয়া শরমে ফালায়া দিলেন! 😛 😛

অসাধারন টিউন । আর কারোও কাজে না লাগলেও আমার ১০০% কাজে লাগবে। আমি বর্তমানে HTML ও CSS শেখার কাজে হাত দিয়েছি ।
সরাসরি প্রিয়তে। 🙂

ধন্যবাদ।

ভাই দারুন হইছে 🙂

Level 2

আপনার টিউনসটি পড়ে ভালই লাগলোতো………..(চালিয়ে যান)

দারুন হইছে

অনেক সুন্দর টিউন। চালিয়ে যান আমরা আছি আপনার পাশে।

    আপনিও অনেক ভালো টিউন করতেছেন, আপনাকে অনুরোধ করবো টিউনটি প্রডাক্ট key আপলোড/a> দিয়ে টিউনটি আপডেট করুন ,

    ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ।

প্রিন্স ভাই সবি তো বুজলাম আমার নিজেরও আগ্রহ আছে শিখার বাট কিছু শিকতে গেলে একজন প্রশিক্ষক দরকার হই বা একটা প্রতিষ্ঠান এর দরকার হই। এরকম কোন বেক্তি বা প্রতিষ্ঠান আছে জারা এটা ভালভাবে শিখাতে পারবে। আপানর ফেইস বুক আইডি বা ইমেইল আইডি টা দিলে অনেক ভাল হই আমার জন্য। ধন্যবাদ এরকম টিউন করার জন্য। আপনি প্রশংসার দাবিদার। Again thx

    অবশ্যয় প্রশিক্ষক দরকার আর এই জন্যে আমি ৬টি টিউন রিলেটেড গুপ এর ঠিকানা দিয়েছি ! আপনি ঐ সকল গুপে জয়েন করুন ও কোন সমস্যা হলে তাদের কাছে জিজ্ঞাসা করুন , সমাধান হয়ে যাবে , এছাড়াও আপনি আপনার পরিচিত কোন প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারেন।

    ধন্যবাদ আপনাকে।।

ধন্যবাদ ভাই অনেক কাজে লাগবে

অনেক দিন পর টিটিতে এসে প্রথম আপনার টিউনে প্রবেশ করলাম,সত্যি অসাধারন টিউন এবং খুবই মান সম্মত।এই ধরনের টিউনেই টিটিতে আসার সার্থকতা প্রমান করে এবং বার বার আসার অনুপ্রেরনা যোগায়।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি টিউন আমাদের উপহার দেয়ার জন্য।

ভাই আমি ওয়েব ডিজাইন শিখতে চাই। যেখানে ভাল কাজ শেখায় তার ঠিকানা দয়া করে একটু দেবেন প্লিজ।
http://www.facebook.com/90

Level 0

অসাধারণ হয়েছে মাহমুদ ভাই

Level 0

bumper tune.a cmplt guideline for newbie

অনেক সুন্দর টিউন করেছেন । পড়ে অনেক ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ ……….

ইচ্ছা আছে কিন্তু এখন সময় নাই পরে ……………………..?????????????????????