ফটোশপ জোনঃ পর্ব-৩৬ (ফটোশপে তৈরি করুন অ্যাকুয়াটিক বাটন(১))

ফটোশপ জোন

বন্ধুরা, আমরা সকলেই জানি ফটোশপে গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনিং এ এক গুরুত্বপূর্ণ হাতিয়ার যেকোনো ওয়েব ডিজাইনারের জন্য। বাটন থেকে শুরু করে লোগো সবই তৈরি করা যায় এতে। আজ আমি তাই আপনাদের দেখাবো, কিভাবে একটি চমৎকার একুয়াটিক বাটন তৈরি করা যায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

প্রথমে নিচের মত একটি ডকুমেন্ট ওপেন করুন।

এবার নতুন একটি লেয়ার তৈরি করুন।

এখন ফরগ্রাউন্ড কালার হিসেবে নিচের কালার সেট করুন।

ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নিচের কালার সেট করুন।

গ্রাডিয়ান্ট টুল সিলেক্ট করুন এবং উপরের অপশন বার থেকে রেডিয়াল গ্রাডিয়্যান্ট নির্বাচন করুন।

এরপর ডকুমেন্টে মাঝ থেকে নিচের দিকে মাউস ড্র্যাগ করে ছেড়ে দিন। ফলে নিচের মত পাবেন।

এবার rounded rectangle tool সিলেক্ট করুন।

এর জন্য নিচের মত সেটিং ঠিক করুন।

এবার এই টুল দিয়ে নিচের মত শেপ তৈরি করুন।

লেয়ার প্যালেটে যে নতুন লেয়ার তৈরি হল তার blending option উইন্ডো ওপেন করুন।

নিচের মত outer glow এর মান দিন।

ফলে নিচের মত পাবেন।

এবার inner glow  এর মান দিন নিচের মত।

এখন color overlay এর মান দিন।

ফলে নিচের মত পাবেন।

কি বন্ধুরা, অবাক হচ্ছেন কি তৈরি হচ্ছে ভেবে ? না, অবাক হওয়ার কিছু নেই। চর্চা করতে থাকুন, সবকিছুই স্বাভাবিক মনে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পরবর্তী পর্বে আমরা এর পূর্ণাংগ রূপ দেব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একাধিক টিউন একবারে প্রকাশ করায় টিউন ফ্লাডিং সৃষ্টি হয়েছে আপনার টিউন গুলো খসড়া করে সংরক্ষণ করা হল। আপনার টিউনগুলো চেইনে যুক্ত করে পর্যায়ক্রমে পুনঃপ্রকাশ করা হবে। ধন্যবাদ আপনাকে।

mithu ভাই। আপনার সব লেখাগুলোকে সংকলিত করে পিডিএফ আকারে নিয়ে একটা ডাউনলোড লিংক দিলে উপকৃত হতাম। গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমার আগ্রহ বহু দিনের। সাইফুল ভাইয়ের টিউন এর মাধ্যমে আপনার টিউনগুলিকে পিডিএফ করতে গিয়ে দেখলাম ওটা আপনার সব লেখার লিস্টি এবং লম্বা কমেন্ট ও পিডিএফ করে ফেলেছে যা কিছুটা বিরক্তিকরও বটে। জানাবেন>> [email protected]

শিখার আগ্রহ ছিল কিন্তু সময়ের অভাবে কিছু করতে পারছিনা,তাই আফচোচটা থেকেই গেল,তবে আপনার টিউন গুলু থেকে আশা করছি অনেকেই উপকৃত হবেন,ধন্যবাদ।

Level 0

আমি রেগুলার নই। তবু পরলাম।পুরাটা পড়ে অনেক ভাল লাগল।