আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আপনি কি ভিডিও এডিট করার অভিজ্ঞতা এবং ছোট্ট করার অথবা যেকোনো ভিডিও থেকে ওয়াটার মার্ক রিমুভ করার পরিপূর্ণ কৌশল পেয়েছেন? যদি হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই জানেন যে ভিডিও এডিট করার সময় মূলত দুইটি সমস্যার মুখোমুখি হতে হয়,
ভিডিও এডিট করার সময় এই ২ টি জিনিস অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের বিষয়টি যেহেতু ওয়াটার মার্ক নিয়ে, সেহেতু আজকে আমরা ওয়াটার মার্ক নিয়েই আলোচনা করবো। আর দেখবো কীভাবে যেকোনো ভিডিও থেকে ওয়াটার মার্ক রিমুভ করা যায়। তো চলুন শুরুতেই জেনে নেওয়া যাক ওয়াটার মার্ক কি?
ওয়াটার মার্ক হলো ভিডিওর উপর একটি নিদিষ্ট প্রতিষ্ঠানের, লোগো, অথবা টেক্সট যা ভিডিও এডিট করার সময় ভিডিওতে যুক্ত করা হয়। ভিডিওতে এমন ওয়াটার মার্ক দেখলে দর্শকরা ভিডিওর মালিকানা সহজেই বুঝতে পারে। তাই অনলাইনে কপিরাইট ফ্রি ভিডিও মার্কেটিং করতে চাইলে অবশ্যই ভিডিও এডিট করার প্রয়োজন রয়েছে৷ ওয়াটার মার্ক সহ ভিডিও এডিট করে আপলোড করলে কপিরাইট আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও ভিডিওতে অন্য প্রতিষ্ঠানের লোগো, ওয়াটার মার্ক থাকলে আপনার চ্যানেল থেকে ভিউয়ার সংখ্যাও কমে যেতে পারে। তাই একটি সুন্দর ভিডিও বানানোর জন্য অবশ্যই ভিডিও থেকে ওয়াটার মার্ক রিমুভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১. তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি অনলাইনেই যেকোনো ভিডিওর ওয়াটার মার্ক রিমুভ করবেন। যেকোনো ভিডিও থেকে ওয়াটার মার্ক রিমুভ করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেই ওয়েবসাইট লিংক আমি টিউনের শেষে দিয়ে দিবো। আপনারা সেই লিংকে ক্লিক করে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন।
২. এবার আপনারা Tools নামে অপশনের নিচে অনেকগুলো টুলস পাবেন। স্ক্রোল করে একটু নিচে আসবেন। একদম নিচে আপনারা Remove Logo From Video নামের টুলসটিতে ক্লিক করবেন। এছাড়াও আপনি আপনার চাহিদামতো 123Apps ওয়েবসাইটে অনেকগুলো আলাদা আলাদা টুলস পাবেন। আপনার যেটি কাজে লাগবে সেটি ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইটের বাকি টুলস আর টুলসগুলোর কাজ নিয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই টিউমেন্ট বক্সে টিউমেন্ট করবেন। পরবর্তী এই 123Apps ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আপনি Remove Logo From Video অপশনে ক্লিক করুন।
৩. তারপর Open File অপশনে ক্লিক করে, আপনার ডিভাইস থেকে যে ভিডিওটির ওয়াটার মার্ক রিমুভ করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে দিন।
৪. ভিডিওটি আপলোড করার সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটি প্রিভিউ হিসাবে দেখতে পারবেন। এবার আনারা যেখানে থেকে ওয়াটার মার্ক রিমুভ করতে চান সেখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন।
৫. এবার ভিডিওতে ওয়াটার মার্ক জায়গাগুলো সিলেক্ট করে দিন। ভিডিওতে ওয়াটার মার্ক জায়গা সিলেক্ট করে দিলে ভিডিওটি এমন হবে।
৬. এবার আপনারা Save অপশনে ক্লিক করুন।
৭. তারপর আপনাদের ভিডিওটি একটু লোডিং হবে। আপনারা অপেক্ষা করুন।
৮. এবার আপনারা আপনারা আপনাদের ভিডিওটির সাইজ সহ সম্পূর্ণ ভিডিও ডাউনলোড করার একটি অপশন পেয়ে যাবেন। আপনারা আবারো Save Option ক্লিক করবেন।
৯. তো বন্ধুরা দেখুন আমাদের ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে।
১০. এবার চলুন আমরা আমাদের ওয়াটার মার্ক রিমুভ করা ভিডিওটিতে আসলেই ওয়াটার মার্ক রিমুভ হয়েছে কি না তা দেখে নেই। স্কিনশট আমি নিজেই ইচ্ছাকৃতভাবে ব্লার করে দিয়েছি যাতে কোন প্রকার সমস্যা না হয়। আপনারা সুন্দর আর ক্লিয়ার ভিডিও ডাউনলোড করতে পারবেন।
বন্ধুরা, এভাবেই আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই যেকোনো ভিডিও থেকে ওয়াটার মার্ক রিমুভ করতে পারবেন। আপনারা চাইলে আজ থেকেই ওয়াটার মার্ক রিমুভ করা সহ আরো দুর্দান্ত ফিচারে ভরা 123Apps ওয়েবসাইটের সকল ফিচার উপভোগ করতে পারবেন।
Official Website @ 123Apps
আমরা অনেকেই অনেকসময় নিজেদের কাজের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড করে থাকি। সে ভিডিওগুলো পরবর্তী আবার আমরা কাজে লাগিয়ে থাকি। অনেক সময় যেগুলো শর্ট ভিডিও, সুন্দর ভিডিও অথবা শিক্ষণীয় ভিডিও সেগুলো আমরা ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রিলস আকারে পাবলিশ করে থাকি। তবে অনেক সময় সেই ভিডিওগুলোতে কোম্পানি অথবা প্রতিষ্ঠানের নামে অথবা চ্যানেলের নামে ওয়াটার মার্ক থাকে। আমরা যদি সেই ওয়াটার মার্ক সহ আমাদের ইউটিউব অথবা ফেসবুকে পাবলিশ করি তাহলে ভিডিওতে কপিরাইট স্টাইক আসার সম্ভাবনা থেকেই যায়। এমন সম্ভাবনা এড়িয়ে চলার জন্য আজকের টিউনে শেয়ার করা ওয়াটার মার্ক রিমুভ পদ্ধতি ফলো করে যেকোনো ভিডিও থেকে সহজেই ওয়াটার মার্ক রিমুভ করতে পারবেন।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, যেকোনো ভিডিও থেকে ওয়াটার মার্ক রিমুভ করার পদ্ধতি! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।