আপনার 2D ভিডিওকে 3D তে কনভার্ট করুন খুব সহজেই

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমাদের মধ্যে এমন কেউ নেই যারা 3D ভিডিও সম্পর্কে জানে না। 3D  Video হলো Three Dimension ভিডিও। আমরা সাধারণত যা কিছুই চোখের দ্বারা দেখতে পাই সবকিছুই 3D এর অন্তর্ভুক্ত। মানুষের চোখে ডেথপারসেপসন থাকায় মানুষ 3D দেখতে পারে। ডেথ পারসেপসন এর ক্ষেত্রে ্মানুষ কিছু টুল ব্যবহার করে যা মানুষের ভেতরেই থাকে।

যাই হোক আমি আজকে বলবো কীভাবে আপনার 2D ভিডিওকে 3D তে রূপান্তর করে থিয়েটার এর মজা পাবেন।

2D ভিডিও থেকে 3D তে রূপান্তর করার জন্য যে ভিডিও কনভার্টার টুল ব্যবহার করবেন সেটি হলো Wondershare Uniconverter টুল।

Patch সহ লিংক নিচে দেয়া হলোঃ

https://mega.nz/#!pFhgxKDC!ptjamHDGn3ZtfgdC_UB6Cpnhu_qTGBmPQ1xHwwcJuXc

 

ইন্সটল করার পদ্ধতিঃ

প্রথমেই Wondershare Uniconverter  টি ইন্সটল করবেন। এটি ব্যবহার করার জন্য টাকা গুনতে হয় কিন্তু আমি আপনাদের Patch সহ দিয়েছি। Application টি ইন্সটল করার পর ওপেন করবেন না। যেই ড্রাইভ এ ইন্সটল করা হয়েছে ওই ডিরেক্টরি তে Patch টি কপি করবেন। তারপর প্রথমে Patch রান করে এরপর Wondershare Uniconverter রান করবেন। প্রোগ্রামটি যাতে আপডেট না হতে পারে তার জন্য আপনার Firewall থেকে Block করে দিবেন।

 

ধন্যবাদ। ভালো থাকবেন।

Level 0

আমি সেজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস