সবচেয়ে সহজ উপায়ে চেঞ্জ করুন ভিডিও ব্যাকগ্রাউন্ড

সবচেয়ে সহজ উপায়ে চেঞ্জ করুন আপনার ভিডিও ব্যাক গ্রাউন্ড।অবাক হয়ে জাবেন যে ফটো ব্যাকগ্রাউন্ড এর চেয়ে ভিডিও এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সহজ। জাস্ট এক মিনিটেই হবে কাজ শেষ।শুধু একটা ট্রিক ইউজ করতে হবে যাকে বলা হয় গ্রীন স্ক্রীণ। হ্যা গ্রীণ স্ক্রীণ ইউজ করে আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন যে কোন ভিডিও এর ব্যাকগ্রাউন্ড। অনলাইনে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন গ্রীণ স্ক্রীণ ভিডিও। ফ্রী ও প্রিমিয়াম দুটোই পাবেন অনলাইনে।আপনি নিজেও খুব সহজে তৈরী করতে পারেন গ্রীণ স্ক্রীণ ভিডিও। শুধুমাত্র আপনার ভিডিও এর ব্যাকগ্রাউন্ড সবুজ হলেই চলবে।সেটা কোন সবুজ কাপড় দিয়েও করতে পারেন আপনি,বাসায় অনেক সময় সবুজ কাপড় থাকে।

বেশী কথা বলতে হবে না,ভিডিও টি দেখুন আর অবাক হয়ে দেখতে থাকুন,কাজ শুরু করুন…

 

আজকে এ কাজটি করতে যে সফট টা ইউজ করেছি সেটার নাম হল FILLMORA. অনলাইন অনেক সাইট আছে যেখানে আপনি এ ভিডিও এডীটিং সফটওয়্যার টা সহজে পেতে পারেন। যেহেতু এটি প্রিমিয়াম সফট তাই আপনাকে চুরি  করে ইউজ করতে হবে।সেটা কোন বিষয় না আর বিত্তশালী হলে অবশ্যই আপনি কিনে ইউজ করতে পারেন।দাম মাত্র  $৪৯ ডলার। কারণ চুরি করা আসলে ঠিক না।এতে মেধার অবমূল্যায়ন করা হয়।তবে সফটওয়্যার টি একদম ফ্রীতে নিয়ে নিন আজ। এটি এডোবি, কোরেল, এর মত কঠিন না কিন্তু খুব সহজে সফটওয়্যার টা দিয়ে আপনি পেশাদার ভাবে ভিডিও এডিট করতে পারবেন। এডোবি, কোরেল এর মত আহামরি সফটওয়্যার না হলেও এর অনন্য ফিচার আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে।মাত্র ১০০ মেগাবাইটের একটা সফটোয়্যার এটি।তাই দেরী কেন ?নামিয়ে নিন অনন্য এ সফট টি।আপনার ভাল লাগবেই।ভাল লাগলে বলতে ভুলবেন না আর সমস্যা হলেও জানাতে ভুলবেন না।

এখান থেকে সফটওয়্যার টি একদম ফ্রীতে ডাউনলোড  করে নিন আজীবনের জন্য

Level 0

আমি Mahfuz Biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@রাজ তালুকদার ভাই,কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ,চেষ্টা করব EDIUS নিয়ে লেখার জন্য।তবে FILMORA আপনি ব্যবহার করেছেন কি না জানি না তবে এর অনন্য ফিচার আকৃষ্ট হবার মত

ধন্যবাদ আপনার ক্মূল্যবান কমেন্টের জন্য,সাথে থাকুন আর শিখতে থাকুন,আর কোন প্রবলেম হলে কমেন্টে বলুন,সল্ভ করার চেষ্টা করব@আই টি লাভার আপ