আসুন সিনেমার সাব টাইটেল তৈরী করি

আজ আমরা দেখবো কিভাবে সিনেমা/videoর সাবটাইটেল তৈরী করা যায়।

সিনেমার যে সমস্ত সাবটাইটেল আমরা নেট থেকে ডাউনলোড করি তা অনেক সময় মনের মত হয় না। বা অনেক সময় আমরা আমাদের মনের মত করে সাবটাইটেল তৈরী করতে চাই।

সাবটাইটেল তৈরী করা খুব একটা কঠিন কাজ নয়।

বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেগুল দিয়ে সাবটাইটেল তৈরি করা যায়। কিন্তু আমরা আজ কোন সফটওয়্যার ছাড়াই সুবতিতলে তৈরী করবো।

আমাদের কম্পিউটার এ যে নোটপ্যাড আছে সেটা দিয়েই আমরা আজ সাবটাইটেল তৈরী করবো।

 

  1. প্রথমে একটি নতুন ফোল্ডার তৈরি করি।
  2. প্রথমে যে সিনেমা বা গান এর সাবটাইটেল তৈরী করতে চাই সেই ভিডিও ফাইলটি একটি ফোল্ডার এর ভেতরে রাখি।
  3. মাউস এর ডান বোতামে ক্লিক করে একটি New Text Document তৈরী করি। অথবা Startmenu>All Programms>Accessories>notepad open করি.
  4. এবার নোট প্যাড এর file option এ গিয়ে save as এ ক্লিক করি। তারপর file name:এর যায়গায় video file এর নাম দেই এবং file extension হিসেবে .srt দেই।
  5. এবার save as type এ All Files এবং Encoding এর জায়গায় UTF-8 Select করি তারপর সেভ করে ফেলি।বুঝতে না পারলে নিচের ছবিটি দেখুন
  6. এবার ঐ সেভ করা File টি notepade এ ওপেন করি
  7. তারপর নিচের কোডগুলো type করি1
    00:00:16,100 --> 00:00:22,212
    O Nadaan Parindey ghar aaja
  8. কোড বিশ্লেষণঃ এখানে 00:00:16,100 এর অর্থ হল আমি videor যেই সময় থেকে কথাগুল media player এ display করতে চাই সেই সময়। starting Time ঘন্টাঃমিনিটঃসেকেন্ড,মিলিসেকেন্ড এই ভাবে। --> এটা দ্বারা কতখন ধরে চলবে সেটা বোঝাচ্ছে। 00:00:22,212 দ্বারা ending time বোঝাচ্ছে।
  9. এবং পরের লাইনে এ কি কথা আমরা ডিসপ্লে করতে চাই সেই কথাটা লিখতে হবে। যেমন আমি O Nadaan Parindey ghar aaja লিখেছি।
  10. এভাবে লিখতে হবে। সম্পূর্ণ কাজ হয়ে গেলে সেভ করতে হবে এবং ঐ ফোল্ডার এর ঐ video টা ওপেন করলে আমরা সাবটাইটেল দেখতে পাব।

 

এই লিখাগুল বুঝতে সমস্যা হলে নিচে ইউটিউব থেকে ভিডিও টিউটরিয়াল দেখে ণিতে পারেন

অথবা এখানে ক্লিক করুন।

ধন্যবাদ।

Level 2

আমি রুহুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে করতে হয়ত আপনার সেকেন্ড ও মিলি সেকেন্ড হিসাব করতে কষ্ট হবে agisub নামের একটা সফ্টওয়ারের সাহায্যে আরো সহজেই আপনি তা করতে করতে পারেন ।

আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিও ডিক্স তৈরি করলে কি ভিসিডি/ডিভিডিতে বা পেনড্রাইবে চলবে?

আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিও ডিক্স তৈরি করলে কি ভিসিডি,ডিভিডিতে বা পেনড্রাইবে চলবে?