Hollywood fx এর effect কিভাবে Ulead Video Studio তে ব্যবহার করা যায় + Comments নিয়ে কিছু কথা এর effect কিভাবে Ulead Video Studio তে ব্যবহার করা যায় + Comments নিয়ে কিছু কথা

অনেক দিন আগে একটা ইমেইল এসেছিল Hollywood fx এর effect কিভাবে Ulead Video Studio তে ব্যবহার করা যায় এ বিষয় এর উপর । নানা কারনে তা আর দেখানো হয়নি । আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Hollywood fx এর effect , Ulead Video Studio তে ব্যবহার করবেন । এ কাজের জন্য একটা plug in লাগবে ( মাত্র 70kb+ ) । প্লাগ ইনটি এখান থেকে Download করুন । এখন Plug in টি Extract করলে নিচের মত ফাইল দেখতে পাবেন ।

ও আর একটি কথা Hollywood fx Gold এবং Video Studio কিন্তু আপনার কম্পিউটারে Install থাকতে হবে।

এর পর সব ফাইল গুলো copy করে C:\Program Files\Ulead Systems\Ulead VideoStudio 10\Vfx_plugpaste করুন । নিচে দেখুন


কাজ শেষ। কোন সমস্যা থাকলে comment করবেন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ।

( Comments নিয়ে কিছু কথা : টেকটিউনস বিশেষ করে তাওহিদ ভাই , p.p. ভাই সহ এখানের অনেক ভাইদের কাছে আমি কৃতঙ্গ কারন যে কোন সমস্যাই তাদেরকে এত কাছে পাই যে কি আর বলব । বেশীরভাগ সময় টেকটিউনসের যে comment টা দেখা যায় তা হল ভাই এটা আর এক জায়গায় দেখেছি । এখন আমাকে কি কেউ বলতে পারবেন এখানে টিউন করে আমার কি লাভ হচ্ছে , কেউ তে আমাকে জোড় করছে না বা এর জন্য টাকা দিচ্ছে না তা হলে আমি কেন আপনাদের সাথে এটা share করছি । আমি আপনাদের কে এটা Share করায় লাভটা কার হচ্ছে । অন্য জায়গায় কেন আরো ৫০ জায়গাই আপনি এটা দেখতে পারেন (আমার ব্লগ এ ই এটা প্রকাশিত হবে ) । আরো ৫০ বার এটা নিয়ে টিউন করা যাবে যদি তাতে সামান্যতম নতুনত্ব থাকে । একটা উদাহরন: আপনি চাইলে কম্পিউটারকে open করে ও আপনার hdd এ প্রবেশ করতে পারেন আবার Explore করে ও ঢুকতে পারেন । এখন কেউ একজন এই শিরোনাম একটা টিউন করল ‌‍‍‌‌কিভাবে আপনার hdd ঢুকবেন আর এতে সে যদি ১ম পদ্ধতি অর্থা শুধু open করে Browse করার কথা উল্লেখ করেন আর ২য় উপায় টা উল্লেখ না করেন আর এটা সুধরাবার জন্য কেউ যদি নতুন টিউন করে ২টি পদ্ধতিই উল্লেখ করেন তবে সেটা কি করে copy করা হয় আমি বুঝতে পারি না ! এভাবে অনেক পুরাতন কিন্তু ভালে টিউন ই আমাদের চোখ এরিয়ে যায় কারন আমি টেকটিউনস আছি গত বছর থেকে আর এখনো আমি সব পোস্ট দেখতে পারি নাই এবং পারবও না কারন প্রতিদিন যে হারে টিউন হচ্ছে তাতে নতুন টিউন ই দেখে কুলাতে পারি না আর পুরাতন । আর এভাবে অনেক ভালে টিউন ই আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে আর সে সব টিউনসকে নতুন জীবন দিতে হলে সেটা কিছুটা customize করে আবার প্রকাশ করাই হল সবচেয়ে ভালে পদ্ধতি । আর এটা করার পর যখন ঐ মন্তব্য কপালে জোটে হায় ! তখন আর কিই বলার থাকে বলুন ? একটা বিষয় মনে রেখে comment করা উচিত আর সেটা হল এই টিউনটাতে নতুন করে কারো উপকার হচ্ছে কিনা । তো কোনো কিছু ভুল বললে বলবেন post টা remove করে দিব ।

Level 0

আমি S.M.Jobayer Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে ভাই টিউনের প্রথম অংশ অনেক সুন্দর হয়ছে। কিন্তু ২য় অংশে এভাবে না বললেও পারতেন কড়া কথা সবসময় কড়া ভাবে বলতে হয়না। আরে ভাই, যারা বলে পুরানো কাহিনী, আগে থেকেই জানতাম তাদেরকেই বা কে টাকা দিচ্ছে আপনিই বলুন। তারা এ ধরনের কথা বলে বলেই তো। আপনারা আরো চমৎকার টিউন নিয়ে হাজির হতে প্রতিজ্ঞা করেন। তাদের অবদান ও পজিটিভ। আপনাদের টাও পজিটিভ।ধন্যবাদ।

    অনেকটা ঠিক বলছেন কিন্তু তাদের এসব কথার জন্য আমরা যে অনেক ভালো টিউনারদেরকে হারিয়ে ফেলছি তা আর ব্যাখা করার কোন দরকার আছে বলে আমি মনে করি না ।

সুন্দর হয়েছে।

টিউনার হারিয়েছি, সেটা আসলেই দুঃখজনক। তবে আমার কথা হল, আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সমালোচনা। এটা মেনে নিতেই হবে। নেগেটিভ কমেন্টগুলো একটু অন্যভাবে দেখার চেষ্টা করতে পারেন।

টিউনটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার তো কোন effect নেই কোথায় পাব বললে খুব উপকার হবে ।

    vaiya amar kach a onek effect asea but upload korar khomota nai …. net a search koren…. r effect ar cd kintea pawya jai aktu kosto kore songroho korun …

Level New

ভালো টিউন হইসে, ভাই আপনি কি ঢাকা তে থাকেন ?

Level 0

ভাইয়া, কোরেল ভিডিও স্টুডিও প্রো এক্স২ তে তো কাজ করছে না। সমাধান চাই।

    Level 0

    ধন্যবাদ ভাইয়া, কাজ হচ্ছে, ব্যাপারটা হলো ওস্তাদের মাইর, সফটওয়্যারে মালপত্র বাহির।

    কাজ না হয়ে যাবে কই । আমি নিজেও ওটা চালাই ।

ভাই টিউন ভালো হইছে। আর আপনার কষ্ট বুজতে পেরেছি। সবাইর মন মানসিকতা কিন্তু আল্লাহ সৃষ্টিগত ভাবেই এক করেই দেন নাই। সুতারং সবাইর থেকে তো এক রকম কমেণ্ট আশা করতে পারেন না। ধন্যবাদ আপনাকে।

ভাল টিউন
চেষ্টা করব পদ্ধতিটা সফল হইলে আমার উপকারে দিবে,
আর Hollywood fx Gold আমার কাছে নাই কিভাবে পাইতে পারি জানাইবেন।
আপনার নিচের কথাটার সাথে আমিও কিছুটা একমত।
রি-টিউনের পক্ষে আমিও কিন্তু একই ধরনের টিউন অতি অল্প সময়ের ব্যবধানে অর্থাৎ এক বা দুইদিন পরপর হইলে কি ভাল দেখায়?
যারা টিউন ভিজিট করে তাদেরও কিন্তু অনেক কষ্ট করেই টিউন গুলু পড়তে হয় তাইনা?
আমি এমনো দেখেছি একই পৃষ্ঠায় আগে পিছে একই ধরনের অর্থাৎ একই বিষয়ের উপর টিউন হইছে শুধু শিরনামটা আলাদা,
তবে একই বিষয়ের উপড়ও যদি অন্য আঙ্গিকে টিউন হয় সেটাকে কেউ কিছু বলবে কেন?
আর হ্যা প্রযুক্তি বিষয়ক টিউন হইলে কোন কথা নাই কেউ এটাকে রিমোভ করতে বলা উচিত না,
কিন্তু এমন কিছু বিতর্কিত ও অশালিন এবং অ-প্রযুক্তি বিষয়ক টিউনও হয় টেকটিউন্সে যা রিমোভের জন্য বলা উচিত।
তাই আমরা সবাই সবার প্রতি সহনশীল হয়েই সামনে এগিয়ে যাব।
ধন্যবাদ টিউনের জন্য।

    আপনার কমেন্ট পড়তে আমার যতটা ভালো লাগে তা অন্য কারও কমেন্ট পড়ে লাগে না । ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে আপনি আমাদের কে অল্প কথায় সব বুঝাতে পেরেছেন ।

    download korte http://bloggerrony.co.cc/?p=298 akhane toka maren

টিউনারকে অনেক ধণ্যবাদ ভালো টিউন করার জন্য। আমিও আগে এটা নিয়ে অনেক কাজ করেছি Hollywood fx Gold ও সিলভার। সব নিয়েই কাজ করতাম মজা লাগতো। ২০০৩ এর দিকে খুব আগ্রহ ছিলো। মটামুটি ভালোই পারি বলতে পারেন। বেশ কিছু বিয়ের সিডি করেছিলাম। যাই হোক। ধন্যবাদ।

আর যা কিছু বললেন আমি বরাবর একমত। আতাউর ভাই যা বলেছেন আমিও সেটাই বলতাম। ১০০% মত।
টিউনারদের বলবো আতাউর ভাইয়ের কমেন্টস টা কাইন্ডলি পড়বেন। আসা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার হবেন।

ভাই আমার এন্টি ভাইরাস keygenHOLLYWOODFX এটাকে ভাইরাস দেখায়। আপনি যদি দয়া করে keygenHOLLYWOODFX মেইল বা কোন জায়গায় আপলোড করে তার লিংকটা আমার মেইলে পাঠান তাহলে খুবই উপকৃত হতাম। ইমেইল [email protected]
আমারটা Hollywood FX GOLD 4.5.8 ভার্সন

ডাউনেলােড িদলাম। ধন্যবাদ িটউেনর জন্য

Level 0

ভাই আমি আপনার প্রদশিত পদ্ধতি অনুযায়ী সব করেছি কিন্তু ULEAD এ ইফেক্ট আসে নাই।

জোবায়ের আলম ভাই আপনার মোবাইল নম্বরটি যদি দিতেন তবে খুব ভাল হয়।

ভাই,
আমি আপনার দেওয়া পদ্ধতি অনুযায়ী সব করেছি কিন্তু ULEAD 10 এ ইফেক্ট আসে নাই। Plz Help me.

ULEAD 10 এর ইফেক্ট- এ Hollywood fx লিখা আছে কিন্তু ইফেক্ট নাই।

ইউলিড মিডিয়া 8 এ কি এটা ব্যবহার করা যাবে।

হাসান ভাই আপনার সমস্যায় আমিও পড়েছিলাম। এর সমাধান প্রথমে যেসব ভিডিওতে ইফেক্ট দিতে চান তা ওপেন করুন। এবার যেভাবে ইফেক্ট দেন সেই ভাইবেই Hollywood fx লেখাতে ক্লিক করলে দেখবেন নিতে একটি ইফেক্ট দেখাচ্ছে সেটি ড্রাগ করে ইফেক্ট হিসাবে দেন। তারপর ইফেক্টটি সিলেক্ট অবস্থায় দেখেন উপরে কাস্টোমাইজ নামের একটি অপশন আছে সেখান থেকে ইফেক্ট নির্বাচন করুন। তবেই হবে।

রাশিকুল ভাই আপনাকে কি বলে ধন্যবাদ দিব তা আমার জানা নাই।
তাই কাজ টি হওয়ার সাথে সাথে আপনাকে ধন্যবাদ জানালাম।
অশেষ ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ আপনাকে,
…………………………………………………………………….ধন্যবাদ।
[email protected]
Lalmonirhat.

Level 0

ভাই আমি আপনার এই টিউনটি দেখে অনেক খুশি হয়েছিলাম কিন্তু অনেক চেষ্টা করার পর ও ইফেক্ট Ulead 10 এ আসে নাই ।

Level 0

Hi.. I am new member. Just I want to know the “Pc configuration” for using corel video studio pro x2. And what is the format for effect? is this avx of vfx

Level 0

Amar Ulead video studio 10 plus…and hollywood fx gold 4.5 down load koreci…Tar por plug-in ta exract kore c drive e ulead er vfx plug e paste koreci. den ulead e hollywood effect ashece but kono effect ashenai. ki korte pari? suggest ki korben?

Level 0

যারা সফল হয়েছেন প্লিজ ফোন নাম্বার দেন । আমার হচ্ছেনা

আমি দুইটা ভিডিও Ulead এ দিয়ে একসাথে করতে চাই যেন মধ্যে কোন জোর না বুজা যাই তাই এই সফটওয়্যার এর সন্ধান দিন আর লিঙ্ক টা দিন ।