অনে…..ক মিস্ করেছেন, আর না। এবার প্লেয়ারটি টেস্ট করেই দেখুন।

 

 

 

আচ্ছালামু আলাইকুম

 

 

এটি আমার দ্বিতীয় পোষ্ট, কোনো প্রকার ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমি আজ আপনাদের জানাবো এক অভূতপূর্ব প্লেয়ারের কথা 😛 প্লেয়ারটির নাম 'QQ Player'। আমি গত কয়েক বছর ধরে  এই প্লেয়ারটি ব্যবহার করছি। এতে একজন ইউজার এর যা যা দরকার তার মধ্যে আমি আজ পর্যন্ত কোনো অভাব অনুভব করিনি। তাহলে দেখা যাক কি আছে এতে:

*এটি কখনও হ্যাং হয়না এবং অপেন হয় চখের পলকে।

হ্যাঁ, এই প্লেয়ারটি কখনও হ্যাং করে না। আপনি যদি একটি ভিডিও বা অন্য কোনো মিডিয়া প্লে করতে চান প্লে কমান্ড দেওয়ার সাথে সাথে অপেন হয়। আমরা জানি, KM Player ও অন্যান্য প্লেয়ার অপেন হতে দেরী করে ও খুব বেশী হ্যাং করে।

* ১০০০% পর্যন্ত ভলিউম

* স্মোথ ডিজাইন ও ভিডিওর রেজুলেশন অনুযায়ী অটোমেটিক সাইজ

মনমাতানো ডিজাইন ও এক্সট্র স্কিন । তাছাড়া কাস্টমাইজ করার সুযোগ তো আছেই।

আপনি কম্পিউটারে কাজ করছেন, এবং এই ফাঁকে একটি ভিডিও গানও দেখতে চান কিন্তু প্লেয়ারটি ওয়ার্ক্ এরিয়ায় ঝামেলা করছে তা হবে না। এই প্লেয়ারটিকে আপনি মিনি মোড করে যথেচ্ছা ছোট বড় করতে পারবেন। চিত্রটি দেখুন:

* পছন্দমত জুম করা, নির্দিষ্ট অংশ হাইড করে রাখা, পাশের কালো অংশ দূর করা ও অটোমেটিক কালার করা যায়।

হ্যা, ভিডিও টিকে প্লেয়ারের মধ্যে রেখেই আপনি জুম করে দেখতে পারেন জুম করতে 9, জুম কমাতে 1, ডিফল্ট করতে 5 প্রেস করুন। অথবা, মাউস দিয়ে ctrl+left batton দিয়ে সিলেক্ট কররে জুম করুন। কিছু কিছু ভিডিও আছে দুপাশে বা উপর নিচে কালো দাগ থাকে যার দরুন ভিডিওটি ছোট হয়ে যায়। আপনি এর সমাধান করতে পারবেন। এই জুমের মাধ্যমে, অথবা, প্লেয়ার স্কিনের উপর ট্যাবে টুল থেকেও অটোমেটিক ভাবে করতে পারেন।

আর নয় হতাশা, আর নয় ব্যর্র্থতা, সাফল্যের জন্য আজই যোগাযোগ করুন.... এতদিনে মুখস্ত হয়ে গেছে নিষ্চয়ই। হ্যা এ্যড এর কারণে বিরক্ত? এভাবে হাইড করে রাখুন (alt+left batton দিয়ে নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে হাইড করুন)।  চিত্র দেখুন:

কোন ছবি দেখছেন কিন্তু ছবিতে কালার টা ভালো মনে হচ্ছে না? নো চিন্তা শুধু  A প্রেস করুন, আর দেখুন কি হয়। একদম ঝকঝকে কালার।

* থ্রিডি মোড।

শুধু থ্রিডি মোড দিয়েই ক্ষান্ত নন, ২ডি ভিডিও

থেকে থ্রিডি ভিডিওতে পরিবর্তন করেও দেখতে পারবেন। এজন্য আপনাকে  Alt+D বা উপরের টুল থেকে করতে পারেন। খুবই সহজ

* কনভার্ট:

পৃথীবির সবচেয়ে সহজ নিয়মে কনভার্ট করুন, প্

লেয়ারের উপর Right বাটন ক্লিক করে Capture/Merge/Convert অপশন এ গিয়ে Convert to.. আপনার মোবাইল এর মডেল নম্বর বের করে Compliable ভাবেও করতে পারেন। অথবা, আপনার পছন্দের ভিডিওর কোয়ালিটি অনুযায়ীও করতে পারেন। শুধু তাই নয়, ভিডিও অডিও কার্ট করতে পারবেন। ভিডিও থেকে ছবি তুলতে পারবেন

। আরো অনেক কিছু।

*ভিডিওতে আসল সাইজ ফিরিয়ে আনুন আর উপভোগ করুন করুন পুরুপুরিভাবে।

একটি ভিডিও দেখছেন, কিন্তু ভিডিও নিচের চিত্রের মত লম্বা লম্বা হয়ে আছে।

চাইলে আপনি ভিডিওটিকে আসলরূপ ফিরিয়ে দিতে পারেন যেমন নিচের চিত্রের মত।

* অতিসহজ কন্ট্রোল।

ফরওয়ার্ড করা, ভলিউম আপ-ডাউন করা রাউন্ড কী থেকে করতে পারবেন। প্লেয়ারকে Move করতে পারবেন সহজে।

একটি গান দেখছেন হঠাৎ করে বন্ধ করতে হচ্ছে তখনই আপনি Alt+X প্রেস করুন প্লেয়ারটি উধাও, এটি আপনি প্লেয়ারটিকে সিলেক্ট করা ছাড়াই করতে পারবেন, যেমন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন এমন সময় বন্ধ করা দরকার, এজন্য আপনাকে আগে প্লেয়ারে যেতে হবে না, টাইর্পি অবস্থায় প্রেস করলেই হবে। কিছুক্ষন পর আবার ভিডিওটি দেখবেন? তখন আবার Alt+X প্রেস করুন প্লেয়ারটি আপনার সামনে উপস্থিত ভিডিওটি নিয়ে যেখান পর্যন্ত আপনি দেখেছিলেন।

আপনি একটি ছবি দেখছেন, সময়ের কারনে দেখা হল না। কিন্তু পরে যখনই ছবি টি প্লে করতে যাবেন তখন আপনার দেখা অংশের পর থেকে্ই প্লে করবে।

আরো অ...নে...ক শুবিধা, আর লিখতে পারছি না। এবার ডাউনলোড করে বাকিটা আপনি্ নিজেই দেখে নিন।

ডাউনলোড করতে এই লিঙ্কে যান 29.8MB

জানাবেন প্লেয়ারটি কেমন লাগছে আপনার নিকট।

ধন্যবাদ

Facebook এ আমি

Level 0

আমি Hello-Khaled। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

very nice player

    @শিপন: আসলেই প্লেয়ার টি খুব মজার, তবে আপনি এখনও এর সবটুকু মজা পাননি। ব্যবহার করুন, আশা করি ভালো লাগবে

Level 0

Chorom

    @arif456: ধন্যবাদ। আপনার জন্য প্লেয়ারটির নিকট অনেক কিছু অপেক্ষা করছে, যা আপনাকে কোনো অভাব অনুভব করতে দিবে না।

KM Player খারাপ কি? কে.এম ও same

    @shofiqsohel48: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি কেএম প্লেয়ার কে খারাপ বলছি না।
    আর আপনার মন্তব্যটি সঠিক হয়নি, কারণ কেএম প্লেয়ারটির সাথে এই প্লেয়ারটিকে তুলনা করা রীতিমত বোকামী বটে। কেন? এজন্য আপনি প্লেয়ারটি ব্যবহার করে দেখুন অন্তত 1বার। তবেই জবাবটি পাবেন। আশা করি ভালো ফলাফল পাবেন

amr kmp hoathat korei koekdin holo maximimze korle movie slow hye jaiteche…. beparta ki bujhinah. solution ache?
🙁

    @SHAHREAR RAHMAN: আপনি প্লেয়ারটি ব্যবহার করে ফিডব্যক জানান।

Level 0

player ta asole e vlc and km er che onek valo…

    @net_freak: আপনার ফিডব্যকের জন্য অসংখ্য ধন্যবাদ

আগে থেকেই আমি ব্যবহার করছি। বাট এতে এত ফিচার রয়েছে তা কোনোদিন টেষ্ট করে দেখিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ও হ্যা আমার কাছে অলরেডি এর দুইটা ভার্শনের টা রয়েছে। আপনারটার ভার্শন যদি লেটেষ্ট হয় তবে ডাউনলোড দিব। আপনার এটার ভার্শন কত?

প্লেয়ারটির মধ্যে অনেক অনেক ফিচার আছে। আমি সব কিছু উল্লেখ করিনি :P।
ওহ হ্যা। প্লেয়ারটি লেটেষ্ট ভার্সন, আর এটি সরাসরি তাদের সার্ভার থেকেই 😀 ।

Level 0

সব প্লেয়ারের বাপ হলো CCCP (Media Player Classic with combined codec pack) CCCP is the best. একবার ব্যবহার করলে আর অন্য কিছু লাগবে না http://www.cccp-project.net/