অসাধারণ এক Converter- Wondershare Video Converter Platinum

আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, কিছু একটা লিখব। কিন্তু এত Genius-দের ভিড়ে লিখতে মোটামুটি লজ্জা লাগে কিছু না জানার এবং বাংলা টাইপ করতে না পারার কারণে। আজ ঝামেলা মনে হলেও Phonetic Bangla-য় টাইপ করার সিদ্ধান্ত নিয়ে ফেললাম একটা Conversion Program share করার জন্য।

নাম- Wondershare Video Converter Platinum.

নাম দেখেই বোধকরি বুঝে গিয়েছেন, জিনিসটা কি?

অনেকদিন ধরেই একটা ভাল converter খুঁজছিলাম। প্রায় তিন মাস ধরে অন্ততঃ শখানেক program বিভিন্নভাবে ঘেঁটে অবশেষে মনের মত জিনিস মনে হল এটাকেই(Wondershare Video Converter Platinum).

এর converted audio/video quality(smothness), conversion speed & file size after conversion, Advanced settings, Huge file format support বেশি ভাল লেগেছে। Basic user-দের জিনিসটা ভাল না ও লাগতে পারে, তাদের জন্য Allok & IMToo-ই ভাল।

আমার ব্যবহারের অভিজ্ঞতা থেকে CD/DVD ফাইল convert করার জন্য best settings এর screenshot ও দিলাম। সবচেয়ে কম সাইজ এবং ভাল কোয়ালিটি চাইলে *.mkv ছাড়াও wmv, mp4 format এ convert করতে পারেন ।

Crack করতেও পোহাতে হয়েছে অনেক ঝামেলা (মূল কারণ- দুষ্প্রাপ্যতা) এবং করতে হয়েছে মেলা খরচ (Bcz, I don't have an internet connection) জিনিসটা(crack) দেখলেই বুঝবেন কিভাবে জোড়াতালি দেয়া হয়েছে।

এটা share করার উদ্দেশ্য হল, আমার কষ্টটা/ঝামেলাটা একটু কমানোর জন্য। এরচেয়ে ভাল কিছু(skip common names like- Allok, IMToo, XSoft, Magic, Cucusoft, Daniusoft, Aiseesoft) জানা থাকলে অবশ্যই জানাবেন। গতকাল latest file টা download করে জোড়াতালি দিয়ে আজ upload করলাম।

আর, Portable-টা নিজের হাতে বানানো। আমার system এ ভালোমতই দৌড়ায়(run করে), আর কোনটাতে test করার সময় পাইনি। কাজটা খুবই সহজ, installation directory থেকে কপি করে কিছু file delete করে দিলেই হল। আর serial key একবার দিলে পরবতী(রেফ্ দিতে পারছিনা/জানিনা)Windows Setup দেয়া অব্দি কাজ করে।

(Close other Apps on an old pc during conversion by this program. It uses only 15 to 25 per cent of my quad core 2.33GHz CPU. There is a tip for those, feeling bored with this program when it doesn’t use full resource of your CPU. Run it above 3 times and divide your files to those different windows, then start all.)

Download link is here-

Setup

http://www.4shared.com/file/189548058/96b689de/WondershareVideoConverterPlati.html
http://www.multiupload.com/C9JXU40UGY

Portable

http://www.4shared.com/file/189549700/58e98449/Wondershare_Video_Converter_Pl.html
http://www.multiupload.com/ITTLLEET1V

Here is download link of version 5.5.1 with serial key- http://www.4shared.com/account/file/sc-IQ4rc/Wondershare_Video_Converter_Ul.html

Level 0

আমি রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Thxxxxxxxxxxx রুবেল ভাই । আনেক উপকারে লাগলো । 😛

অনেক কষ্ট করছেন ভাই। শেয়ার করবার জন্যে আপনাকে ধন্যবাদ। তবে Software র্ভাসনটা দয়া করে উল্লেখ করলে এবং Software টির একটি রিভিউ লিংক দিলে আরো ভালো হতো।
দয়া করে system mechanic এর লেস্টেট র্ভাসনটা থাকলে পোস্ট করবেন।

    তোর যে কোনো কিছুতে মন্তব্য না করলে শান্তি হয় না!
    sytem Mechanic এর Alternative Advanced System Care, WinASO Registry Optimizer, CCleaner, Erunt(NTREGOPT) এবং Diskeeper ব্যবহার করলে মনে হয়না আর কিছু লাগে।
    তোর ছবিটা সুন্দর, কিন্তু এটা তোর কানাত্ব প্রমাণ করে। আমার ফকফকা কক্ষেও আমাকে দেখতে তার বাত্তি মারা লাগে।

    এইটা হইলো ওপেন ব্লগ। এখানে মন্তব্য করতে আবার তোর পারমিশন নেওয়া লাগবে? তোরে যেইটা বললাম পারলে রিভিউ লিংক আর র্ভাসন উল্লেখ কর।
    কিরে তোর না বলে ডিক্সকিপার ভালো লাগে না। তো আমারে কস কেন?
    বাত্তিতো আর এমনে মারে না তোর মতো অন্ধকারছন্ন মানুষদের জন্যেই এই বাত্তি মারা। এই বাত্তি দেইখ্যা যদি একটু আলোর দিকে ফিরতে পারছ।
    যাওগ্যা নেভার মাইন্ড। কাজে মন দে। বাইক্ক্যা কাম কম কর। আমার মতো হইছ না।

Ami bolbo nije jodi upload koren mediafire a korben.karon it is the best r baki shob devil.than ku

    ভাই, ১টা ঘন্টা সময় ব্যয় করে আপলোড করেছি। বিশ্বাস না হলে নীল আকাশকে জিজ্ঞেস করে দেখুন।

    অথবা Crack folder এর ভিতরে InstructionForUser.txt ফাইলটা এবং Log file এর system configuration টা Screenshot এর সাথে তুলনা করলেই বুঝে যাবেন কে আপলোড করেছে।

    Level 0

    A4ImageVideoConverter, এই Converter এর কি ও Registration password কি পাওআ জাবে?

Level 0

আমি বেশ কয়েকদিন ব্যবহার করেছিলাম, বেশ ভালই।

    এখন কোনটা ব্যাবহার করছেন? এরচেয়ে ও ভালো? আমি test করতে চাই।

Level 0

রুবেল ভাই, dvd থেকে কিভাবে প্রয়োজনিয় অংশ কাটা যাবে quality ঠিক রেখে । Hero soft দিয়ে কাটলে মান ৭০% নষ্ট হয়ে যায় । কোন উপায় থাকলে যানাবেন । ধণ্যবাদ ।

at first select the file in the window. then select EDIT button and select start and end time.

শেয়ার করার জন্য ধন্যবাদ

thanksssssssssss

Level 0

mkv cutter kono software ase ki ??? with key

ভাই, এই সফটওয়্যারটি আমি একটু আগে ডাউনলোড করেছিলাম। সেটা ছিল ট্রায়াল ভার্সন। প্রিয় একটা মুভি থেকে একটা গান ক্লিপ করতে চাইলাম- স্টার্ট এবং এন্ড সিলেক্ট করে দিলাম কিন্তু কিভাবে এবং কোথায় সেটা কাটবে সেটার কোন আইকন পেলাম না। 🙁
আপনার কাছে এই সফটওয়্যারটির ক্র্যাক ফাইল আছে? পোর্টেবল কি জিনিস?

    আপনার ডাউনলোড করা ফাইলটির ভার্শন যদি ৫.৫.১ হয়ে থাকে তবে এই কী দিলেই ফুল ভার্শন হয়ে যাওয়ার কথা।

    License Email: [email protected]
    Keycode: E7B0F70DB5CE3900F01E88053F98AA05

Level 0

Vai emon kono converter ase jaite movie er size komay but print thik e thake…… I mean net e movie er resolution thik rekha seize komay jai converter diye oitar link dile khushi hotam……..:)