টুইটারে লগিন করা ছাড়া কোনকিছু সার্চ করতে পারছেন না? এবার পারবেন সবাই!

বিশ্ববিখ্যাত মাইক্রো ব্লগিং সাইট টুইটার। অন্যান্য দেশের মত বাংলাদেশে টুইটার এতোটা জনপ্রিয় না। তবে বাংলাদেশে অনেকেই আছেন যারা টুইটার ব্যবহার করতে ভালোবাসেন। টুইটার ব্যবহারকারীদের জন্য আজকের টিউন। আপনারা কি টুইটারে লগিন না করেই কোনকিছু সার্চ করতে পারেন? সম্ভবত না! যারা এই টিপস টা জানেন না তাঁরা সম্ভবত জানেন না। হুম, টুইটারে আসলে কোনকিছু সার্চ করতে হলে লগিন করে তারপর আপনাকে সার্চ করতে হবে। অর্থাৎ লগিন করা অবস্থায় থাকা ব্যবহারকারীরাই শুধু সার্চ বক্স দেখতে পারেন। আজ আমি টুইটার সার্চ বক্সের ডাইরেক্ট লিংক আপনার সাথে শেয়ার করব। এতে আপনি টুইটার ব্যবহারকারী হোন আর নাই হোন আপনি টুইটারে যেকোন টুইট কিংবা যেকোন টুইটার ইউজারকে খুঁজে বের করতে পারবেন লগিন না করেই।

  1. প্রথমে এই লিংক ক্লিক করে Twitter Search Page খুঁজে পাবেন।

  1. এবার সার্চ বক্সে আপনি যেকোন টুইট বা কোন ব্যক্তিকে খুঁজে বের করতে পারবেন এজন্য আপনাকে টুইটারে লগিন করতে হবেনা।
  2. উপভোগ করুন টুইটার সার্চ!

খুবই ছোট একটি টিপস শেয়ার করলাম। টুইটার পছন্দ করেন যারা তাদের এট্টু আট্টু কাজে লাগতে পারে। আমার বাংলা ব্লগ থেকে ঘুরে আসতে পারেন ঈদের নাটক এবং মিউজিক অ্যালবাম ফ্রি ডাউনলোড করতে সাথে তো রয়েছেই টেক টিপস ট্রিকস। ধন্যবাদ। ঈদের শুভেচ্ছাও রইল 😛

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

কাজে লাগবে । ধন্যবাদ

ধন্যবাদ