
টেকনোলজি ছরিয়ে ছিটিয়ে আছে আমাদের আশে পাসে, মিসে যাচ্ছে রক্তে । প্রযুক্তির ব্যবহার দিনে দিনে পৃথিবীর ব্যাসার্ধ কে করছে ছোট থেকে ছোট তর । আমার আজকের টিউনটি সবার মাঝে প্রযুক্তির ব্যবহার নিয়েই লেখা । লেখার চেষ্টা করেছি ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪ এ সোশ্যাল নেটওয়ার্ক এর ব্যবহারের উপর । আসা করছি সবার ভালো লাগবে ।
ব্রাজিল ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ আর মাত্র এক সপ্তাহ বাকি । এর মধ্যেই ফ্যানদের মধ্যে শুরু হয়ে গেছে উম্মাদনা । কার হাতে উঠবে বিশ্বকাপ ২০১৪ । কে হবে ফুটবল সাম্বার ব্রাজিল, লা আল্বিসেলেস্টি আর্জেন্টিনা, শেষ রক্তবিন্দু দিয়ে লড়ায় করা জার্মানি নাকি আবার স্প্যানিশরাই পাবে ? চলছে হাজারো জল্পনা কল্পনা ।
গত কয়েক বছরে খেলায় হয়ত খুব বেশি পরিবর্তন আশে নাই কিন্তু টেকনোলজির বৈপ্লবিক পরিবর্তনে এখন খেলোয়াড় আর ফ্যান দের মধ্যকার দূরত্ব কমে গেছে হাজার গুন । এখন আপনি চাইলেই আপনার প্রিয় খেলোয়াড় আপনার মনের কথা, আপনার চাওয়া, টার প্রতি আপানর আগ্রহ জানাতে পারবেন । ভাবছেন কিভাবে ? সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো কেন আছে !! আমার আজকের পোস্টের মূল বিষয় ও এই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে খেলোয়াড় দের অবস্থান ।


এই লিস্টে ২ নাম্বারে আছে এইবারের বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নসারথি নেইমার জুনিয়র । নেইমারের এই পর্যন্ত টুইটের সংখ্যা ৪০,০০০ হাজারের উপরে । টার বরতমার ফলোর ১০.৭ মিলিয়ন !! লিস্টের ৩য় অবস্থানে আছে ইংল্যান্ডের ওয়েন রুনি । রুনির বর্তমান ফলোয়ারের সংখ্যা ৮.৮ মিলিয়ন । এই লিস্টের প্রথম ১০ জনের পরবর্তী যায়গাতে লিড করছে স্পেনের ফুটবলাররা । চতুর্থ অবস্থানে আছেন আন্দ্রেস ইনিএস্তা, পঞ্চম অবস্থান টি স্পানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের , টার পরে যথাক্রমে আছেন, জাবি আলংসো, সেস ফাব্রিগাস, ডেভিড ভিয়া । জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল আছেন লিস্টের ৯ নাম্বারে । লিস্টের ১০ তাম্বার অবস্থানটি আর্জেন্টাইন ফুটবলার সারজিও আগুয়েরোর ।

এই টিউন প্রথমে এই খানে প্রকাশিত ।।
আমি ইমতিয়াজ বিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।