Twitter ব্যবহার করে free sms করুন প্রিয়জনকে…

বিসমিল্লাহির রাহমানির রাহীম...

প্রথমেই বলে রাখছি...টুইটার ব্যবহার করে সবাইকে ফ্রি এস.এম.এস পাঠাতে পারবেন না... একমাত্র যাদের টুইটারে মোবাইল নোটিফিকেশন অন করা আছে এবং যাদের আপনি ফলো করছেন একমাত্র তাদেরকেই পাঠাতে পারবেন... শুধু তাই নয়...আপনার মেসেজটিও খুব দ্রুত ডেলিভারি হবে...

তো কথা না বাড়িয়ে শুরু করছি টেকটিউনস-এ আমার প্রথম টিউন...

স্টেপ ১. প্রথমেই আপনাকে একটি টুইটার একাউন্ট খুলতে হবে এখান থেকে:  https://twitter.com/
আর যাদের আগে থেকেই টুইটারে একাউন্ট আছে তারা নেক্সট স্টেপ গুলো ফলো করুন...

ক ) টুইটারে একাউন্ট খুলতে হলে প্রথমেই আপনাকে sign-up করতে হবে...

 খ) Full name, Email এবং Password দিয়ে Sign up for Twitter বাটন-এ ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে...

গ) এরপর সবকিছু ঠিক থাকলে আপনি Create my account-এ ক্লিক করবেন...

ঘ) এবার আপনার ইমেইল এড্রেস এ একটি কনফার্মেশন মেসেজ যাবে....কনফার্মেশন মেসেজটির ভিতরের লিংকটিতে ক্লিক করলেই আপনার টুইটার একাউন্ট তৈরির কাজ শেষ...

স্টেপ ২. এরপর এখানে যেয়ে:  https://twitter.com/settings/devices ...আপনার মোবাইল নাম্বারটি এক্টিভেট করুন...

স্টেপ ৩.  Activate phone-এ ক্লিক করার পর নিচের ছবির মত আসলে আপনার মোবাইল এর মেসেজ অপসন থেকে GO লিখে ৯৫৯৪ নাম্বারে সেন্ড করুন...

স্টেপ ৪. আপনার টুইটার একাউন্ট এবং মোবাইল নাম্বার এক্টিভেট করার পর একই পদ্ধতিতে আপনার প্রিয়জনের টুইটার একাউন্ট ও মোবাইল নাম্বারটি এক্টিভেট করুন....(স্টেপ ১ থেকে স্টেপ ৩ পর্যন্ত একই ভাবে করতে হবে)

স্টেপ ৫. এরপর আপনার টুইটার https://twitter.com/--এর উপরের দিকে search অপসন-এ আপনার প্রিয়জনের নামটি লিখে search এ ক্লিক করুন....এবং নামটি show করলে Follow বাটন টি ক্লিক করুন:


স্টেপ ৬. একই ভাবে আপনার প্রিয়জনের একাউন্ট থেকে আপনার নামটি search অপসন-এ লিখে search-এ ক্লিক করে পাওয়া গেলে তার নামের পাশে Follow বাটন টিতে ক্লিক করুন...


স্টেপ ৭. এরপর আপনার প্রিয়জনের মোবাইল এ মেসেজ পাঠাতে চাইলে Follow বাটন এর পাশের বাটন টি ক্লিক করে Send a Direct Message অপসনটিতে ক্লিক করুন (উপরের চিত্রের মত করে ) এবং আপনার মেসেজটি টাইপ করে সেন্ড করুন...সাথে সাথেই আপনার প্রিয়জন আপনার মেসেজটি পেয়ে যাবেন... Bingo!!!

((পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর না ভালো লাগলেও জানাবেন... আর আমার পোস্ট-এর বিষয়টি যদি অন্য কোনো টিউনার-এর পোস্টের বিষয়ের সাথে মিলে যায় তবে আমি আন্তরিক ভাবে দুক্ষিত... আর টিউনটি সম্পূর্ণ আমার নিজের লিখা যার একটি শব্দও কপি পেস্ট করা হয়নি...))

Level 0

আমি Khalid Mahmud Arifin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লেগেছে

ধন্যবাদ…

Level 0

খুব ভাল ৷

Level 0

thanks.kintu ami goto 5 din age ei system ta ekta boro vai er kase sikhesi 😛

‘looks like i am late for 6 (5+1) days!!! Thank u too brother….

Level 0

Very good

Level 0

Banglalink theke ki hoyna?
বাংলালিংক থেকে চেষ্টা করলাম কিন্তু পারলাম না ।

চেষ্টা করুন, হবে… আর অন্য কারো নাম্বারে sms পাঠাতে হলে আগে তার টুইটার-এ Mobile Numberএক্টিভেট করে নিতে হবে…. (Airtel, Banglalink, Citycell, Grameenphone, Robi & Citycell is supported…)

Level 0

ভাই আপনি কি বাংলালিংকে করে দেখেছেন ?

vai, ami grameen ar Airtel a Try kore dekhechi…hoy….but apnar kotha moto amar purono Banglalink diye Try korlam but dakhachche..”Sorry, we don’t have a connection to your carrier yet!Don’t worry, we’re on it and will let you know once things are set up”….

akhon wait kora chara kono upay nai…Sorry brother….

Grameen o Airtel support korche…. But Blink o Robi akhono support korche na…..hoyto kichudiner modhdhei support korbe……waiting for their service to start….

Thanks

Thank u too bro…

Level 0

tune ta valo technique gulao valo . tobe akta kotha boli ai free service na nia 2 taka dia banglalink er 100 sms kine sms send kora amar jase valo mone hoy. aro notun notun tips and tricks jante visit kore dekhte pare ai site ti. http://www.teambots,net

aita ki free?

Level 2

vai aktu help koren…..ami 2ta account koresi but search korle khuje pawa jasse na….ki korte hobe….ami GP diye kore si………..

Level 2

টাকা তো কাটবে নাকি?