কী-ওয়ার্ডের সঠিক ব্যবহার ও বাছাইকরণ ২য় অংশ ।”SEO টিউটোরিয়াল” [পর্ব-৪]

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO টিউটোরিয়াল A to Z

শুরু করছি সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) নিয়ে আমার ধারাবাহিক টিউন “SEO টিউটোরিয়াল”।আজ থাকছে SEO টিউটোরিয়াল এর ২য় পর্বের কী-ওয়ার্ডের সঠিক ব্যবহার ও বাছাইকরণ ২য় ও শেষ অংশ।আর একটা কথা যার এখন পর্যন্ত জানেন না SEO কি তারা এই টিউনে গিয়ে দেখতে পারেন।

গত পর্বের রিভিউ

যার আমার ১ম পর্বের প্রথম অংশটা মিস করেছেন তাদের জন্য এই রিভিউ করা।যেখান থেকে আপনারা আমার গত পর্বের টিউন সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারবেন।দেখা যাক গত পর্বে কি কি ছিল।

  • ১।কী-ওয়ার্ড কি
  • ২।কী-ওয়ার্ড কি জন্য ব্যবহার করবেন।
  • ৩।কী-ওয়ার্ডের প্রয়োজনীয়তা কি
  • ৪।কী-ওয়ার্ড বাছায়ের প্রয়োজনীয়তা ও বাছাই করণ প্রক্রিয়া।

আর সম্পূর্ণ টিউনটি দেখটে হলে যেতে পারেন এই লিংকে

কিভাবে ব্যবহার করবেন কী-ওয়ার্ড

কী-ওয়ার্ড সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি।এখন দেখা যাক কিভাবে এই কী-ওয়ার্ড ব্যবহার করবেন।কী-ওয়ার্ড আপনি ২ ভাবে ব্যবহার করতে পারেন।যেমন

  • ১।মেটা ট্যাগের মাধ্যমে
  • ২।সাইটের কনটেন্ট বা আর্টিকেল এর মাধ্যমে।

আসুন নিচে থেকে আরো বিস্তারিত জেনে নেয়া যাক।

১।মেটা ট্যাগের মাধ্যমে

ওয়েব সাইট ডিজাইনের সময় আমরা অনেক ধরনের মেটা ট্যাগ নিয়ে কাজ করি।এর মধ্যে
< meta name=”keywords” content=”some keyword,another keyword” />
এই ট্যাগটি "মেটা কী-ওয়ার্ড ট্যাগ" নামে পরিচিত।এই মেটা কী-ওয়ার্ড ট্যাগ দ্বারা আপনি আপনার সাইটের কী-ওয়ার্ড ব্যবহারের কাজ করতে পারবেন।এ জন্য আপনি আপনার সাইটের HTML এডিটর পেজে গিয়ে <head> ও </head> ট্যাগ এর মধ্যে আপনার বাছাই করা কী-ওয়ার্ডটি বসিয়ে দিন।

ব্যাস হয়ে গেল আপনার সাইটে মেটা ট্যাগ ব্যবহার করা।আরো অনেক মেটা ট্যাগ আমরা সাইটে ব্যবহার করে থাকি ।এসব ট্যাগের ব্যবহার জানতে এই টিউনটি আপনারা দেখতে পারেন।তবে মেটা ট্যাগ ও কী-ওয়ার্ড এর ব্যবহারের বেশ কিছু নিয়ম বা টিপস মেনে চলা উচিত।ড়তে করে আপনি আরো ভালো ফলাফল পেতে পারেন।যেমন:

  • ১।আপনর সাইটের যে কী-ওয়ার্ডটির উপর ভিত্তি করে বানাবেন সেই কী-ওয়ার্ডটি যেন আপনার মেটা কী-ওয়ার্ড ট্যাগে ৩ বারের বেশি না থাকে।
  • ২।আপনার সাইটে মেটা কী-ওয়ার্ড ট্যাগ ব্যবহার করুন সর্বোচ্চ ১ বার।
  • ৩।মেটা কী-ওয়ার্ড ট্যাগে একটি কী-ওয়ার্ড বার বার না লিখে অন্য ভাবে তা লেখার চেষ্টা করুন,যেমন প্রথমে যদি লেখেন Download hindi movie hindi movie তা হলে সেটাকে একটু ঘুরিয়ে নিয়ে download hindi movie বা আরএকটু পরিবর্তন করে download hindi movie online করে নিতে পারেন।
  • ৪।কী-ওয়ার্ড এর বানান যেন কোনমতেই ভুল না যায় সেদিকে কড়া নজরদারি রাখতে হবে।যেমন বুশ লাদেন কে নজরদাড়িতে রেখেছিল 🙂
  • ৫।প্রতিটি কী-ওয়ার্ডের পর একটি করে কমা(,) ব্যবহার করুন.

তারপর আপনি আপনার বাছাই করা কী-ওয়ার্ড গুলো অন্যান ট্যাগে ব্যবহার করুন।যেসকল ট্যাগে আপনি আপনার কী-ওয়ার্ড ব্যবহার করতে পারেন সেগুলো হলো:

  • ১।description- Meta Tag
  • ২।Titel - Meta Tag
  • ৩।author- Meta Tag

২।সাইটের কনটেন্ট বা আর্টিকেলের মাধ্যমে

আমরা অনেক মনে করি যে সার্চ ইন্জিন গুলো কেবল মেটা ট্যাগ নিয়ে সাইট ইনডেক্স করে।অনেক আবার এ ও মনে করেন যে মেটা কী-ওয়ার্ড ট্যাগ ব্যবহার না করলে হয়তো সাইট ইনডেক্স হবে না,ভালো ফল পাবে না ইত্যাদি ইত্যাদি।তাই তাদের জন্য বলছি মেটা কী-ওয়ার্ড ট্যাগটি সার্চ ইন্জিনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ।কিন্তু তা মানে এই নয় যে সাইট ইনডেক্স হবে না কিংবা সাইট ইনডেক্স হলেও ভালো ফল পাওয়া যাবে না।মেটা কী-ওয়ার্ড ট্যাগটি সার্চ ইন্জিনের ক্রাউলিং করার কাজকে অনেক সহজ করে দেয়।যেমন আপনি যদি একটি বই পড়ার সময় বইয়ের সূচিপত্র দেখে কোন তথ্য খোজ করেন তা সহজেই আপনি খুজে পাবেন।আর মেটা কী-ওয়ার্ডটি আপনার সাইটের সূচিপত্রের মত কাজ করে।যেটা থাকলে সার্চ ইন্জিন গুলোর কাজ করতে সুবিধা হয়।তো আসল কথায় আসি,

আপনি যখন আপনার সাইটের কোন কনটেন্ট বা আর্টিকেল লিখবেন তখন আপনি যে সকল শব্দ ব্যবহার করবেন তাই হল কী-ওয়ার্ড।তাই আপনার বাছাই করা কী-ওয়ার্ড এর উপর ভিত্তি করে আপনার কনটেন্ট বা আর্টিকেল লিখুন।এটাই আপনার প্রথম কাজ।তাছাড়া অন্যান টিপস গুলো হলো....

  • ১।প্রথমে আপনি আপানর বাছাই করা কী-ওয়ার্ড গুলোর একটা খসড়া তালিকা তৈরী করুন।এই খসড়া তালিকায় কী-ওয়ার্ড গুলো আপনার পছন্দ আনুসারে সাজান।
  • ২।আপনার বিষয় বস্তুর সাথে কোন কী-ওয়ার্ডটি বেশি মানায় সেটা নির্বাচন করুন।
  • ৩।আপনি আপনার কনটেন্ট বা আর্টিকেল লেখার সময় কী-ওয়ার্ড ব্যবহারের উপর জোর দিন।
  • ৪।আপনি আপনার বাছাই করা কী-ওয়ার্ডটি আপনার লেখা কনটেন্ট বা আর্টিকেলের প্রথম ২০০টি শব্দের মধ্যে রাখুন।এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।এতে করে সার্চ ইন্জিন অপটিমাইজেশনে অনেক ভালো ফল পাওয়া সম্ভব।
  • ৫।শুধু মাত্র ১ টি কী-ওয়ার্ড নিয়ে পড়ে থাকবেন না।একই ধরণের কী-ওয়ার্ড গুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার চেষ্টা করুন।

গুগল সহ অন্যান সার্চ ইন্জিন কিন্তু কনটেন্ট বা আর্টিকেলে দেয়া কী-ওয়ার্ড গুলোর দিকে বেশি নজর দেয়,যা মেটা ট্যাগের চেয়ে অনেক গুন বেশি

কিভাবে? আসুন দেখে নিই

মনে করুন আপনি গুগল সার্চ ইন্জিনে গিয়ে সার্চ করলেন "download indian movie" লিখে।এর পর যে সাইট গুলো আসবে তার পাশে লেখা "Cached" এ ক্লিক করুন।

তারপর গুগলের Cached করা সাইটের পাতাটি আপনার সামনে হাজির হবে।

সেখানে তারা মার্কিং করে দেখাবে যে সাইটে আপনার দেয়া কী-ওয়ার্ড গুলো কেমন ভাবে তারা ব্যবহার করেছে।

তো বুঝলেন সাইটের কনটেন্ট বা আর্টিকেলে আপনি যদি আপনার সার্চ কী-ওয়ার্ড ব্যবহার না করেন তাহলে কেমন ফল আপনি পেতে পারেন।

আজ এই পর্যন্তই।আশা করি আপনারা কী-ওয়ার্ড সম্পর্কে এই দুই টিউনে অনেক কিছু জানতে পেরেছেন।আপনাদের কাজে আসলেই আমার চেষ্টা সার্থক হবে।আর যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে মোবাইল বা মেইল করতে পারেন।আমি চেষ্টা করবো সে সকল সমস্যার সমাধান করে দিতে।তো সবাই ভালো থাকবেন ।ধন্যবাদ।

আগামী পর্বে যা থাকছে

আমার সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) নিয়ে ধারাবাহিক টিউন “SEO টিউটোরিয়াল” এর ৩য় পর্বটি সাজানো হবে অন-পেজ অপটিমাইজেশন (On-page Optimaizetion) নিয়ে।যেটা সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO) জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ।তো আশা করি মিস করবেন না।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সজীব ভাই টিউটরিয়াল প্রকাশ করতে এতো দেরি করতেছেন কেন? আমি তো প্রতিদিন অপেক্ষায় থাকে আপনার টিউনের জন্য। যাই হোক আশা করছি আপনার টিউটরিয়ালের ভিতর গুগল ওয়েভমাষ্টারের ব্যবহার লিখবেন বিস্তারিত।

ধন্যবাদ।

আমার সাইট: http://freedownloadcenter.tk/

কিভাবে এসইও করব পারলে মেইল করে দিয়েন।
[email protected]

    ভাই তাড়াতাড়ি পরের পর্ব প্রকাশ করবেন কিন্তু।

    আসলে অনেক ব্যাস্ততা ও বিদ্যুতের বারবার ইনকামিং ও আউটগোয়িং এর কারণে টিউন গুলো প্রকাশ করতে দেরি হয়ে যাচ্ছে বলে আমি অত্যান্ত দু:খিত।আমি সবসময় চেষ্টা করি টিউন গুলোতে একটু বেশি সময় নিয়ে করার জন্য।কেননা তাড়াতাড়ি করে প্রকাশ করলে টিউনের মান কমে যেতে পারে।আমি চাই টিউন সংখ্যা বেশি না হলে নাই কিন্তু টিউন গুলোতে যেন কোনভুল না থাকে।তারপর ও তাড়াতাড়ি করে প্রকাশের চেষ্টা করবো ইনশাহাল্লাহ।ধন্যবাদ সোহেল ভাই।

    আর হ্যা আমি গুগল ওয়েব মাষ্টার নিয়ে একটি পর্ব করবো।যেখানে থাকবে গুগল ওয়েবমাষ্টার ব্যব হারের সকল তথ্য ও টিপস।

আপনি আমার অন্যতম প্রিয় টিউনার। SEO নিয়ে আপনার সবগুলো টিউন অসাধারন। প্রিয় টিউন এ যুক্ত করলাম।

    মেঘবালক আপনাকে অনেক ধন্যবাদ আমার টিউন গুলো পড়ার জন্য।আর আরো ভালো লাগছে এই ভেবে আমার মত এমন একজন ব্যাক্তি আপনার প্রিয় টিউনার হতে পেরে।

Level 0

মেটা ট্যাগের ব্যবহার এর নিয়মটি যদি আরেকটু সহজ করে লিখতেন ভাল হতো। আমি HTML এডিটর পেজে গিয়ে কিছুতেই বুঝে উঠতে পারিনি কোথায় কি ভাবে বসাতে হবে। কারণ আপনার স্কিনশর্ট এর মতো কোন লেখা খুঁজে পাইনি।

    চেষ্টা করে দেখুন হতে পারে।কেননা HTML এডিটর পেজে গেলে আপনি আপনার সাইটের HTML কোড গুলো আপনি টাইপ করতে পারবেন।আপনি সেখানে গিয়ে মেটা ট্যাগটি ব্যবহার করতে (মানে টাইপ করতে) পারেন।আগমীতে আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাতে চেষ্টা করবো।ধন্যবাদ

এত ভাল লিখা ,পরতে মজা লাগে।আবার মন থেকে দোয়া আসে।

আপনার online earn,google adsense, সার্চ ইন্জিন অপটিমাইজেশন নিয়ে যতো লেখা আছে বা লিখবেন সব যদি মেইল এ এক সাথে পাইতাম[email protected]।সব টিউনার এর সহযগিতার বিনিময়ে দোয়া ছাড়া আর কিছুই নাই আমার কাছে

    আপনাকে আমার সকল ধরনের টিউন গুলো এক সাথে দেখার জন্য https://www.techtunes.io/tuner/sojib/ লিংক টি দেখতে পারেন।এই লিংকে আমার দেয়া সকল টিউন গুলো এক সাথে দেয়া আছে।ধন্যবাদ।

সুন্দর হয়েছে।
টিউনটি উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ভিন্ন ভিন্ন রঙের কারন কি ?

ভালো হয়েছে টিউনটা। আপনি ইচ্ছা করলে আপনার SEO রিলেটেড সকল পোষ্ট বাংলা এসইও ব্লগেও শেয়ার করতে পারেন।
——————————————————————–
WebSeoGuide.Net | বাংলাদেশের সর্ব প্রথম পূর্ণাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ

আমার ওয়েবসাইট – http://tunerpress.com

Level 0

” তো বুঝলেন সাইটের কনটেন্ট বা আর্টিকেলে আপনি যদি আপনার সার্চ কী-ওয়ার্ড ব্যবহার না করেন তাহলে কেমন ফল আপনি পেতে পারেন। ”
আমার কথা হল কনটেন্ট বা আর্টিকেলে সার্চ কী-ওয়ার্ড কিভাবে ব্যবহার করবো ?

Level New

shojib bhai ami ki meta tag er jaygay joto khushi word use korte pari…?

this is the best seo website,…..online seo buster..
try this:http://www.linkcollider.com