ছোট আকারের (কমপক্ষে ইমেইজ Width 600 px এর মধ্যে থাকা) Square, Horizontal, Vertical ইমেইজ AI এর সাহায্য টেকটিউনস এর গাইডলাইন মোতাবেক 1920×1080 তে কনভার্ট করবেন যেভাবে – মোবাইল এর সাহায্যে

Level 12
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।

আপনারা যারা নতুন টেকটিউনস ট্রাস্টেড টিউনার হয়েছেন কিংবা যারা এই মুহূর্তে ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য আবেদন করবেন, তাদেরকে অবশ্যই টেকটিউনস গাইডলাইন সম্পর্কে জানতে হবে। টেকটিউনস গাইডলাইন অনুযায়ী আপনাকে বিভিন্ন সময় 1920×1080 ইমেজ কনভার্ট করার প্রয়োজন পড়বে।

আর, যখন গাইডলাইন অনুযায়ী এই সাইজে‌ একটি ইমেজকে কনভার্ট করার প্রয়োজন হবে, তখন অবশ্যই আপনার আজকের আলোচনা করা বিষয়গুলো সম্পর্কে জেনে থাকতে হবে। আর এজন্য অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় জেনে রাখা উচিত, যাতে করে টিউন করতে আপনি কোন ভুল না করেন।

কখন কোন ইমেইজ 1920x1080 তে কনভার্ট করতে হয়?

কখন কোন ইমেইজ 1920x1080 তে কনভার্ট করতে হয়?

আপনি যখন টেকটিউনসে একজন ট্রাস্টেড টিউনার হিসেবে কাজ করার জন্য টিউন করবেন, তখন আপনাকে গাইডলাইন অনুযায়ী টিউনে প্রতিটি H2 হেডিং এর নিচে 1920×1080 সাইজের কপিরাইট ফ্রি ইমেজ যুক্ত করতে হবে। আপনি বিভিন্ন ফ্রি স্টক ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ইমেজগুলো সরাসরি ডাউনলোড করে টিউনে ব্যবহার করতে পারবেন।

কিন্তু, দেখা যাবে যে, কোন একটি নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে টিউন করার সময় আপনাকে সেই নির্দিষ্ট প্রোডাক্টের ইমেজটিকে টিউনে আপলোড করতে হবে। আর এসব ক্ষেত্রে আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্টের ছবি ডাউনলোড করে রিসাইজ করার মাধ্যমে টিউনে আপলোড করতে পারবেন। এক্ষেত্রে সমস্যা হল, অফিসিয়াল ওয়েবসাইট গুলো থেকে ডাউনলোড করা প্রোডাক্টের ইমেজ বেশিরভাগ ক্ষেত্রে 1920×1080 পিক্সেল সাইজের কম হয়ে থাকে।

আর তখনই আপনাকে এ ধরনের ইমেজ গুলোকে প্রথমে 1920×1080 সাইজে কনভার্ট করে নিতে হবে এবং তারপর AI ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ইমেজ তৈরি করতে হবে। ছোট সাইজের ইমেজ গুলো 1920×1080 সাইজে কনভার্ট করে নেওয়ার পরেই মূলত সেটি কোনো টিউনে H2 হেডিং এর অধীনে ব্যবহার করা যায়। আর তাই, আপনার একটি ইমেজকে 1920×1080 সাইজে কনভার্ট করে নিতে হবে।
মোবাইল দিয়ে Canva অ্যাপের সাহায্যে Square, Horizontal, Vertical ইমেইজ 1920×1080 এ কনভার্ট করবেন যেভাবে
অনেক টিউনার রয়েছেন, যারা এই মুহূর্তে মোবাইল ব্যবহার করে টেকটিউনসে টিউন করছেন। এখন, আপনারা যখন কোন একটি প্রোডাক্ট নিয়ে টিউন করবেন, তখন সেই প্রোডাক্টের ইমেজ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর বিভিন্ন সাইজে থাকতে পারে।

এখন যেহেতু টেকটিউনসে শুধুমাত্র H2 হেডিং এর নিচে 1920×1080 সাইজের ইমেজ যোগ করা যায়, তাই এক্ষেত্রে আপনাকে প্রথমে সেই ইমেজটি 1920×1080 পিক্সেল সাইজে কনভার্ট করে নিতে হবে। আপনি অফিসিয়াল ওয়েবসাইট গুলো থেকে Square, Horizontal বা Vertical টাইপের ইমেজ ডাউনলোড করতে পারেন। আর এই ইমেজ গুলোকে প্রথমে Canva অ্যাপ ব্যবহার করে 1920×1080 সাইজে কনভার্ট করে নিতে হবে এবং তারপর Adobe Express এর AI Tool ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ইমেজ তৈরি করতে হবে।

তাহলে চলুন, এবার ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ইমেজ গুলো 1920×1080 সাইজে কনভার্ট করে নেওয়ার প্রক্রিয়া দেখে নেওয়া যাক।

Square ইমেইজ যেভাবে 1920×1080 তে কনভার্ট করতে হয়

Square ইমেইজ যেভাবে 1920×1080 তে কনভার্ট করতে হয়

অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আপনার প্রোডাক্টের ইমেজটি একটি Square সাইজের ইমেজ হতে পারে। Square সাইজের ইমেজ গুলো এই নির্দিষ্ট সাইজে কনভার্ট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

১. এজন্য প্রথমে আপনার মোবাইলে Canva অ্যাপ না থাকলে, Google Play Store থেকে Canva ইনস্টল করে নিন। তারপর ক্যানভা অ্যাপটি ওপেন করে লগইন করে নিন।

২. Canva প্রবেশ করলে আপনি নিচের মত ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। এবার, নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করুন।

প্লাস আইকনে ট্যাপ

৩. তারপর, Custom Size অপশনে ক্লিক করুন।

Custom Size অপশনে ক্লিক

৪. এরপর, Width এর জায়গায় 1920 এবং Height এর জায়গায় 1080 লিখে দিন এবং নিচে থাকা “Create new design” বাটনে ক্লিক করুন।

Create new design” বাটন

৫. এবার, ক্যানভাতে একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাকে ইমেজ আপলোড করতে হবে। এখন ইমেজটি আপলোড করার জন্য এখানে থাকা Uploads অপশনে ক্লিক করুন।

Uploads অপশন

৬. এরপর, “Upload files” বাটনে ক্লিক করুন।

“Upload files” বাটনে ক্লিক

৭. এবার, আপনার ফোন থেকে ডাউনলোড করা সেই ইমেজটি আপলোড করুন, যেটিকে আপনি 1920×1080 সাইজে কনভার্ট করতে চাচ্ছেন।

1920×1080 সাইজে ইমেইজ কনভার্ট করার জন্য সিলেক্ট

৮. ইমেজটি আপলোড করা হয়ে গেলে, সেটিতে ট্যাপ করুন।

ইমেজটি আপলোড করে টিউনে যোগ

৯. এবার, এটি Canva পেজে ওপেন হবে।

ইমেইজ Canva পেজে ওপেন

১০. এখন এই ইমেজটিকে ধরে একেবারে পেজের উপরের বর্ডারের সাথে নিয়ে লাগান, যেমনটি আপনি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।

ইমেজটিকে ধরে একেবারে পেজের উপরের বর্ডারের সাথে নিয়ে লাগান

১১. এরপর, ইমেজের নিচের কোনায় ধরে ইমেজটিকে টেনে বড় করুন এবং একেবারে নিচের বর্ডারের সাথে লেগে দিন।

ইমেজটিকে টেনে বড় করুন

১২. এখানে ইমেজটিকে বড় করে একেবারে নিচের বর্ডারের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে।

ইমেজটিকে বড় করে একেবারে নিচের বর্ডারের সাথে লাগিয়ে দেওয়া

১৩. ইমেজটিকে টেনে বড় করার মাধ্যমে উপরে এবং নিচের বর্ডারের সাথে লাগিয়ে দেওয়ার পর, ইমেজটির উপর ট্যাপ করে ধরে ডান-বাম করে একেবারে পেজটির মাঝখানে নিয়ে আসুন। যেমনটি আপনি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন। ‌আর, ইমেজটিকে একেবারে পেজের মাঝখানে নিয়ে আসলে, আপনি ইমেজের মাঝখানে একটি দাগ চিহ্ন দেখতে পাবেন। যার ফলে আপনি নিশ্চিত হতে পারেন যে, ইমেজটি একেবারে পেজের মাঝামাঝিতে অবস্থান করছে।

ইমেজটি একেবারে পেজের মাঝামাঝিতে সেট করা

১৪. এখন ইমেজটি ডাউনলোড করার জন্য প্রস্তুত। এবার ইমেজটি ডাউনলোড করার জন্য উপরে থাকা ডাউনলোড বাটনে ট্যাপ করুন।

কনভার্ট করা ইমেজটি ডাউনলোড করা

এরপর ইমেজটি আপনার মোবাইলে ডাউনলোড হবে এবং এখন আপনাকে এই ইমেজটিকে AI ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ইমেজ এ রূপান্তর করতে হবে।

Horizontal বা একটি Rectangle ইমেইজ যেভাবে 1920×1080 তে কনভার্ট করতে হয়

Horizontal বা একটি Rectangle ইমেইজ যেভাবে 1920×1080 তে কনভার্ট করতে হয়

অফিসিয়াল ওয়েবসাইট গুলো বিভিন্ন প্রোডাক্ট এর বিভিন্ন সাইজের ইমেজ ডাউনলোড করার পাশাপাশি আপনি একটি Rectangle সাইজের ইমেজ ও ডাউনলোড করতে পারেন। গাইডলাইন অনুযায়ী, এক্ষেত্রে ও আপনাকে সেই ইমেজটি 1920×1080 সাইজে কনভার্ট করে টিউনে H2 হেডিং এর নিচে ব্যবহার করতে হবে।

তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক, একটি ছোট সাইজের Rectangle ইমেজকে কীভাবে গাইডলাইন অনুযায়ী 1920×1080 সাইজে কনভার্ট করে নেওয়া যায়।

১. এজন্য যথারীতি মোবাইল থেকে Canva অ্যাপ ওপেন করুন এবং এখানে থাকা নিচের প্লাস আইকনে ক্লিক করুন।

ক্যানভা অ্যাপে নিচের প্লাস আইকনে ক্লিক

২. তারপর, “Custom Size” অপশনে ক্লিক করুন।

“Custom Size” অপশনে ট্যাপ

৩. এবার এখানে Width হিসেবে 1920 এবং Height হিসেবে 1080 লিখে দিন এবং নিচের “Create new design” বাটনে ক্লিক করুন।

Create new design” বাটন

৪. এরপর, Canva তে 1920×1080 সাইজের একটি Blank Page ওপেন হবে, যেখানে ইমেজ আপলোড করার জন্য নিচের Uploads অপশনে ক্লিক করতে হবে।

ইমেজ আপলোড করা

৫. এবার, “Uploads files” বাটনে ক্লিক করুন এবং ফোন থেকে Rectangle সাইজের ইমেজটি আপলোড করুন।

Rectangle সাইজের ইমেজটি আপলোড

৬. ইমেজটি আপলোড করা হয়ে গেলে, সেটির উপর ট্যাপ করুন।

আপলোড করা ইমেইজ

৭. এখন, এটি ক্যানভা পেজে ওপেন হবে।

ইমেইজটি ক্যানভা পেজে ওপেন

৮. এবার, ইমেজটির উপর ট্যাপ করে ধরে একেবারে পেজের বাম পাশে বর্ডারের সাথে লাগিয়ে দিন, যেমনটি আপনি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।

ইমেইজটি একেবারে পেজের বাম পাশে বর্ডারের সাথে লাগিয়ে দেওয়া

৯. তারপর, ইমেজটির ডান পাশের এক কোনায় ধরে টেনে বড় করুন এবং তা পেজটির ডান পাশের বর্ডার এর সাথে নিয়ে লাগান।

ইমেইজটি টেনে বড় করুন

১০. ঠিক নিচের চিত্রের মত, এভাবে করে ডান পাশের বর্ডারের সাথে ইমেজটি লাগিয়ে দিন।

ডান পাশের বর্ডারের সাথে ইমেজটি লাগিয়ে দেওয়া

১১. এবার, ইমেজটির উপর ট্যাপ করে ধরে উপর-নিচ করে একেবারে পেজের মাঝখানে নিয়ে সেট করুন, যেমনটি আপনি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন। আর, ইমেজটি যখন একেবারে পেজের মাঝখান বরাবর সেট হবে, তখন এরকম পেজের মাঝখান বরাবর দাগ চিহ্ন দেখতে পাবেন।

ইমেইজটি পেজের মাঝখানে নিয়ে সেট

১২. নিচের ইমেজটি এখন Canva পেজের একেবারে মাঝখান বরাবর অবস্থান করছে।

Canva পেজের একেবারে মাঝখান বরাবর অবস্থান

১৩. রিসাইজ করা Rectangle ইমেজটি এখন ডাউনলোড করার জন্য প্রস্তুত। এবার এটি ডাউনলোড করার জন্য উপরের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

রিসাইজ করা Rectangle ইমেজ ডাউনলোড করা

Rectangle ইমেজটিকে এভাবে 1920×1080 পিক্সেল সাইজে কনভার্ট করে নেওয়ার পর, এবার এটিকে AI ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ইমেজ তৈরি করতে হবে। কারণ, ডাউনলোড করা এই ইমেজটির উপরে এবং নিচে সাদা অংশ বিদ্যমান।

Vertical ইমেইজ যেভাবে 1920×1080 তে কনভার্ট করতে হয়

Vertical ইমেইজ যেভাবে 1920×1080 তে কনভার্ট করতে হয়

বিভিন্ন ইমেজের পাশাপাশি আপনাকে অনেক অফিসিয়াল ওয়েবসাইট থেকে Vertical বা লম্বালম্বি সাইজের ইমেজ ডাউনলোড করার প্রয়োজন পড়বে। আর এ ধরনের লম্বালম্বির সাইজের ইমেজগুলোকে ও আপনাকে গাইডলাইন অনুযায়ী H2 হেডিং এর অধীনে ব্যবহার করার জন্য অবশ্যই 1920×1080 পিক্সেল সাইজে কনভার্ট করে নিতে হবে।

১. এটি করার জন্য যথারীতি ক্যানভা অ্যাপে প্রবেশ করুন এবং তারপর নিচের প্লাস অপশনে ট্যাপ করুন।

ক্যানভা অ্যাপের নিচের প্লাস অপশনে ট্যাপ

২. এরপর, “Custom Size” অপশনে ট্যাপ করুন।

“Custom Size” অপশনে ট্যাপ

৩. এবার, Width এবং Height এর জায়গায় 1920 ও 1080 লিখে দিন। তারপর, নিচের “Create new design” বাটনে ক্লিক করুন।

Width এবং Height সেট

৪. এবার ইমেজ আপলোড করার জন্য Uploads বাটনে ক্লিক করুন।

ইমেজ আপলোড করা

৫. তারপর, “Uploads files” বাটনে ক্লিক করে ফোন থেকে Vertical ইমেজটি আপলোড করুন।

Vertical ইমেজটি আপলোড

৬. ইমেজটি আপলোড করা হয়ে গেলে, ইমেজটির উপর ট্যাপ করুন।

ইমেজটির উপর ট্যাপ করে ক্যানভা পেজে ওপেন

৭. এবার, এটি ক্যানভা এর পেজে যুক্ত হবে।

ইমেইজ ক্যানভা এর পেজে যুক্ত করা

৮. এখন, ইমেজটির উপর ট্যাপ করে ধরে রেখে, ওপেন থাকা Blank পেজের একেবারে উপরে বর্ডারের সাথে লাগিয়ে দিন।

ইমেইজটি Blank পেজের একেবারে উপরে বর্ডারের সাথে লাগিয়ে দেওয়া

৯. তারপর, ইমেজটির একেবারে নিচের কোনায় ধরে বড় করুন এবং নিচের বর্ডারের সাথে নিয়ে লাগান।

ইমেজটির একেবারে নিচের কোনায় ধরে বড় করুন

১০. নিচের এটি উপরে এবং নিচে বর্ডারের সাথে লাগানো অবস্থায় ইমেজের বর্তমান অবস্থা।

উপরে এবং নিচে বর্ডারের সাথে লাগানো অবস্থায় ইমেজের বর্তমান অবস্থা

১১. ইমেজটি একেবারে নিচের বর্ডারের সাথে লাগানো হয়ে গেলে, এবার এটিকে পেজের একেবারে মাঝ বরাবর সেট করতে হবে। আর এটি করার জন্য, ইমেজটির ওপর ট্যাপ করে ধরে রেখে ডানে-বামে করুন। আর যখন এটি একেবারে পেজের মাঝ বরাবর অবস্থান করবে, তখন আপনি ইমেজটির মাঝখানে এরকম দাগ চিহ্ন দেখতে পাবেন।

ইমেইজ টিকে পেজের একেবারে মাঝ বরাবর সেট

১২. ইমেজটিকে একেবারে পেজের মাঝ বরাবর সেট করা হয়ে গেলে, এবার উপরের ডাউনলোড অপশনে ক্লিক করুন এবং ইমেজটি আপনার ফোনে ডাউনলোড করুন।

ইমেজটি আপনার ফোনে ডাউনলোড

এখন, এই Vertical ইমেজটিকে AI ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ইমেজে রূপান্তর করতে হবে।

মোবাইলে Adobe Express ওয়েবসাইট ব্যবহার করে যেকোন ইমেইজকে পূর্ণাঙ্গ ইমেজে রূপান্তর করার পদ্ধতি

মোবাইলে Adobe Express ওয়েবসাইট ব্যবহার করে যেকোন ইমেইজকে পূর্ণাঙ্গ ইমেজে রূপান্তর করার পদ্ধতি

একটি ইমেজকে 1920×1080 সাইজে কনভার্ট করে নেয়ার পর, এই ইমেজকে একটি পূর্ণাঙ্গ ইমেজ এ রূপান্তর করার জন্য Adobe Express এর AI টুলের সহযোগিতা নিতে হবে। যদিও ডেক্সটপ ব্যবহারকারীরা খুব সহজে Adobe Express এর ওয়েবসাইট ব্যবহার করে এই কাজটি করতে পারেন। কিন্তু, মোবাইল ব্যবহারকারীদের জন্য এখনো পর্যন্ত তেমন কোন ভালো সমাধান নেই। কারণ এখনো পর্যন্ত Adobe Express Beta মোবাইল অ্যাপটি সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন না।

যদিও এআই ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ইমেজ তৈরি করার জন্য Adobe Express এর Adobe Express Beta নামে অ্যাপ রয়েছে, কিন্তু এটি সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসে সাপোর্ট করে না। এখনো পর্যন্ত এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১০ এর এর উপরের ভার্সনের ফোনগুলোতে সাপোর্ট করবে বলে তথ্য দেওয়া রয়েছে। তবে, এই মুহূর্তে আপনি অ্যান্ড্রয়েড ১০ এর উপরের ভার্সনের একটি ফোন ব্যবহার করলেও, Adobe Express Beta অ্যাপসটি ব্যবহার নাও করতে পারেন।

আপনি যদি গুগল প্লে স্টোরে Adobe Express Beta লিখে সার্চ করে এই অ্যাপসটি খুঁজে না পান, তাহলে ধরে নিবেন যে, এই মুহূর্তে এটি আপনার ডিভাইসে সাপোর্ট করবে না, যদিও আপনার ডিভাইসটি Android 10 উপরের ভার্সনের হয়। কারণ, আমি এই মুহূর্তে বেশ কয়েকটি Android 10 এর উপরের ভার্সনের ফোনগুলোতে Adobe Express Beta মোবাইল অ্যাপ ইন্সটল করার চেষ্টা করে দেখছি, সে ক্ষেত্রে প্রত্যেকটি ফোনেই ব্যর্থ হয়েছি। যাইহোক, এখন তাহলে আপনি আপাতত মোবাইলে Adobe Express ওয়েবসাইট ব্যবহার করেই একটি পূর্ণাঙ্গ ইমেজ তৈরি করার চেষ্টা করুন।

মোবাইলে AI এর সাহায্যে Square ইমেজের সাদা অংশ পূরণ করে পূর্ণাঙ্গ ইমেইজ তৈরি করার উপায়

অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করে সেটি ক্যানভা দিয়ে রিসাইজ করার পর, Adobe Express ওয়েবসাইট ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ইমেজে রূপান্তর করতে হবে।

১. আর এটি করার জন্য প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম বা যেকোন ব্রাউজার ওপেন করুন।

২. তারপর, সার্চ বারে Adobe Express লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। অথবা, নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে যান।

Adobe Express ওয়েবসাইট

৩. ওয়েবসাইটে আসার পর, উপরে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করুন।

Adobe Express ওয়েবসাইটে উপরে থাকা থ্রি ডট আইকনে ক্লিক

৪. এবার এখান থেকে Desktop Site অপশনটি চালু করে দিন।

Desktop Site অপশন চালু

৫. তারপর, আপনাকে Adobe Express ওয়েবসাইটটিতে লগইন করতে হবে। আর এটি করার জন্য এখানে উপরে থাকা Sign In অপশনে ক্লিক করুন।

Sign In অপশন

৬. যেখানে আপনি চাইলে সরাসরি, গুগল একাউন্ট দিয়ে ও লগইন বা সাইন আপ করতে পারেন।

গুগল একাউন্ট দিয়ে লগইন বা সাইন আপ

৭. Adobe Express এ লগইন করার পর আপনাকে ওয়েব সাইটের ড্যাশবোর্ডে নিয়ে আসবে, যেখানে আপনাকে হাত দিয়ে কিছুটা জুম করতে হবে। এবার, Canva দিয়ে রিসাইজ করা 1920×1080 সাইজের Square ইমেজটি এখানে আপলোড করতে এখানে থাকা আপলোড অপশনে ক্লিক করতে হবে।

ইমেইজ আপলোড অপশন

৮. তারপর, Gallery থেকে আপনার ইমেজটি আপলোড করুন।

Gallery থেকে ইমেজ আপলোড

৯. ইমেজটি আপলোড করা হয়ে গেলে, এখানে থাকা “Create new” বাটনে ক্লিক করুন এবং তারপর নিচে থাকা “Original aspect ratio” অপশনে ক্লিক করুন।

“Create new” বাটনে ক্লিক

১০. এবার, ইমেজটি Adobe Express এর একটি পেজে ওপেন হবে।

ইমেজটি Adobe Express এর একটি পেজে ওপেন

১১. তারপর, ইমেজটির দুই পাশে ফাঁকা থাকা সাদা অংশ AI ব্যবহার করে পূরণ করার জন্য ইমেজটির উপর ক্লিক করুন‌ এবং তারপর উপরে থাকা “Generative fill” অপশনে ক্লিক করুন।

“Generative fill” অপশনে ক্লিক

১২. এরপর, কোন পারমিশন চাইলে সেগুলো Agree করে দিন।

পারমিশন Agree

১৩. এবার, উপর থেকে ব্রাশ সাইজটি কিছুটা বড় করে দিতে পারেন, এতে করে ইমেজের সাদা অংশে ড্রয়িং করতে সুবিধা হবে।

ব্রাশ সাইজ বড় করা

১৪. যাই হোক, এখন স্কয়ার সাইজের ইমেজটির দু-পাশে থাকা সাদা অংশ হাত দিয়ে ড্রয়িং করুন, যেমনটি আপনি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।

স্কয়ার সাইজের ইমেজটির দু-পাশে থাকা সাদা অংশ হাত দিয়ে ড্রয়িং

১৫. ড্রয়িং করা হয়ে গেলে, এবার বাম পাশে থাকা Generate বাটনে ক্লিক করুন।

Generate বাটনে ক্লিক

১৬. এরপর কিছুক্ষণ লোডিং হবে এবং আপনার ইমেজটির সাথে মিল রেখে কয়েকটি পূর্ণাঙ্গ ইমেজ তৈরি হবে। এখন, আপনি চাইলে এসব ইমেজগুলোর মধ্য থেকে যেকোনো একটি সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন।

এআই ব্যবহার করে কয়েকটি পূর্ণাঙ্গ ইমেজ তৈরি

১৭. রেজাল্টে থাকা তিনটি ইমেজের মধ্যে যদি আপনার কোনটি পছন্দ না হয়, তাহলে ‘Load more' অপশনে ক্লিক করুন। এতে আরো নতুন ইমেজ তৈরি হবে।

‘Load more' অপশনে ক্লিক

১৮. আপনার পছন্দনীয় ইমেজটি সিলেক্ট করার পর, নিচের Done বাটনে ক্লিক করুন।

Done বাটনে ক্লিক

১৯. এখন, এই পূর্ণাঙ্গ ইমেজটি ডাউনলোড করার জন্য উপরে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।

পূর্ণাঙ্গ ইমেজটি ডাউনলোড

এবার আপনি এই ইমেজটি সরাসরি টেকটিউনসের যেকোনো টিউনে ব্যবহার করতে পারবেন।

মোবাইলে AI ব্যবহার করে Horizontal ইমেইজ এর সাদা অংশ পূরণ করে পূর্ণাঙ্গ ইমেইজে রূপান্তর করার পদ্ধতি

একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন সাইজের প্রোডাক্ট ইমেজ পেতে পারেন। আর এসবের মধ্যে Horizontal সাইজের ইমেজ থাকতে পারে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক, আপনার ডাউনলোড করা কোন Horizontal ইমেজকে কীভাবে AI এর সাহায্যে একটি পূর্ণাঙ্গ ইমেজে রূপান্তর করা যায়।

১. এজন্য, যথারীতি মোবাইল থেকে Adobe Express এর ওয়েবসাইটে আসুন এবং হোমপেজ থেকে ইমেজ আপলোড অপশনে ক্লিক করুন।

Horizontal সাইজের ইমেজ আপলোড

২. এরপর, ফোন থেকে ইমেজটি আপলোড করা হয়ে গেলে, “Create new” বাটনে ক্লিক করুন এবং তারপর “Original aspect ratio” অপশনে ট্যাপ করুন।

“Create new” বাটনে ক্লিক

৩. এবার, ইমেজটি Adobe Express এর পেজে ওপেন হলে, ইমেজটির উপর ট্যাপ করুন এবং উপরের ‘Generative fill' অপশনে ক্লিক করুন।

‘Generative fill' অপশনে ক্লিক

৪. এখন, উপর থেকে ব্রাশ সাইজ টেনে কিছুটা বড় করে দিন।

ব্রাশ সাইজ টেনে কিছুটা বড় করা

৫. এবার, ইমেজটির উপর নিচে থাকা ফাঁকা অংশ হাত দিয়ে ড্রয়িং করুন।

ইমেজটির ফাঁকা অংশ হাত দিয়ে ড্রয়িং

৬. ড্রয়িং করা হয়ে গেলে, বাম পাশে থাকা Generate বাটনে ক্লিক করুন।

Generate বাটনে ক্লিক

৭. এরপর কিছুক্ষণ লোডিং হবে এবং আপনার ইমেজটির সাথে কিছু ইমেজ তৈরি হবে।

এআই দিয়ে ইমেইজ তৈরি

৮. এবার, আপনি এখান থেকে যে কোন ইমেজ সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন অথবা আরও ইমেজ তৈরি করার জন্য নিচের ‘Load more' অপশনে ক্লিক করতে পারেন।

‘Load more' অপশনে ক্লিক করে আরো এআই ইমেইজ তৈরি

৯. সবশেষে, ইমেজটি সিলেক্ট করা হয়ে গেলে নিচের Done বাটনে ক্লিক করুন।

Done বাটনে ক্লিক

১০. এবার, AI দ্বারা তৈরি করা পূর্ণাঙ্গ ইমেজটি ডাউনলোড করার জন্য উপরের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

AI দ্বারা তৈরি করা পূর্ণাঙ্গ ইমেজটি ডাউনলোড করা

এখন, আপনি এই ইমেজটি টেকটিউনসের থাম্বেইল অথবা যেকোন হেডিং এর জন্য সরাসরি ব্যবহার করতে পারবেন।

মোবাইলে AI ব্যবহার করে Vertical ইমেইজ এর সাদা অংশ পূরণ করে পূর্ণাঙ্গ ইমেইজ তৈরি করার উপায়

বিভিন্ন ইমেজের পাশাপাশি আপনি অফিসিয়াল ওয়েবসাইট গুলো থেকে একটি Vertical সাইজের ইমেজ ও পেতে পারেন। আপনার ডাউনলোড করা ইমেজটি যদি Vertical বা লম্বালম্বি সাইজের হয়, তাহলে নিচের পদ্ধতিতে সেটিকে একটি পূর্ণাঙ্গ ইমেজ এ রূপান্তর করতে পারবেন।

১. এটি করার জন্য একইভাবে Adobe Express এর ওয়েবসাইটে আসুন এবং একইভাবে ইমেজ আপলোডের অপশনে ট্যাপ করুন।

Adobe express এ ইমেইজ আপলোড অপশন

২. ইমেজটি আপলোড করা হয়ে গেলে, ‘Create new’ বাটনে ক্লিক করুন এবং তারপর নিচের “Original aspect ratio” অপশনে ট্যাপ করুন।

‘Create new’ বাটন

৩. তারপর, ইমেজটি Adobe Express এর একটি পেজে ওপেন হবে।

Adobe Express এর পেজ

৪. এবার, ইমেজটির দুই পাশের সাদা ফাঁকা অংশ AI ব্যবহার করে পূরণ করার জন্য, ইমেজ টির উপর ট্যাপ করুন এবং তারপর উপরে “Generative fill” নামের একটি অপশন পেয়ে যাবেন, যেখানে আপনাকে ক্লিক করতে হবে।

“Generative fill” অপশন

৫. এরপর, এখান থেকে Bruh Size কিছুটা বড় করে দিন।

Bruh Size বড় করা

৬. তারপর, ইমেজের দুপাশের ফাঁকা অংশ হাত দিয়ে ড্রয়িং করুন, যেমনটি আপনি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।

ইমেজের দুপাশের ফাঁকা অংশ হাত দিয়ে ড্রয়িং করা

৭. দুপাশের সাদা ফাঁকা অংশ ড্রয়িং করার পর, এবার বামপাশে থাকা Generate বাটনে ক্লিক করুন।

Generate বাটনে ক্লিক

৮. এবার কিছুক্ষণ লোডিং হবে এবং আপনার ইমেজটির সাথে মিল রেখে তিনটি ইমেজ তৈরি হবে। ‌এখন, আপনি এই তিনটি ইমেজের মধ্যে থেকে যেকোন একটি সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন অথবা নিচের ‘Load more' অপশনে ক্লিক করে আরো ইমেজ তৈরি করতে পারেন।

‘Load more' অপশন

৯. আপনার পছন্দনীয় ইমেজটি সিলেক্ট করা হয়ে গেলে, নিচে থাকা Done বাটনে ক্লিক করুন।

Done বাটনে ক্লিক

১০. সবশেষে, ইমেজটি ডাউনলোড করতে পেজের উপরে থাকা Download বাটনে ক্লিক করুন।

Download বাটনে ক্লিক

এবার ইমেজটি আপনার ফোনে ডাউনলোড হবে এবং আপনি এটি টেকটিউনসে যেকোনো Thumbnail অথবা Heading এর অধীনে ব্যবহার করতে পারবেন।

Adobe Express এর AI ফিচার ক্রেডিট

Adobe Express এর একটি অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি এরকম আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন না। Adobe Express এর AI ফিচার ব্যবহার করতে ক্রেডিটের প্রয়োজন হয়। আর Adobe ব্যবহারকারীদেরকে প্রতি মাসে ২৫ টি ক্রেডিট ফ্রি দেয়। প্রতিটি ইমেজ তৈরি করার জন্য আপনার একাউন্ট থেকে ১ টি ক্রেডিট কেটে নেওয়া হয়।

এখন, আপনার একাউন্টে কতটি ক্রেডিট আছে তা দেখার জন্য একাউন্টে লগইন করে নিজের ইউজার প্রোফাইলের উপর ক্লিক করুন।

Adobe express ইউজার প্রোফাইলের উপর ক্লিক

এবার, এখানে আপনার AI ক্রেডিট দেখতে পাবেন।

AI ক্রেডিট

তাই, AI দিয়ে ইমেইজ জোনারেশনের আগে নিজের প্রোফাইল Avatar এ ক্লিক করে অবশ্যই আগে নিশ্চিত হতে হবে যে, আপনার Adobe Express এর AI ফিচার ব্যবহার করতে প্রয়োজনীয় ক্রেডিট রয়েছে। আর আপনার যদি প্রয়োজনীয় ক্রেডিট না থাকে, তাহলে কৌশল হিসেবে নতুন একটি Adobe একাউন্ট তৈরি করুন এবং সেটিতে লগইন করুন।

কারণ, ক্রেডিট শেষ হয়ে গেলে আপনাকে AI ফিচার ব্যবহার করার জন্য ক্রেডিট কিনতে হবে অথবা আগামী মাসে ১ তারিখ পর্যন্ত নতুন ক্রেডিটের জন্য অপেক্ষা করতে হবে।

শেষ কথা

টেকটিউনসে টিউন করার সময় আপনারা এমন কোন বিষয় নিয়ে টিউন করতে পারেন, যে বিষয় সম্পর্কে তো ইমেজ কোন কপিরাইট ফ্রি স্টক ইমেজ সাইটে পাওয়া যায় না। বিশেষ করে, নির্দিষ্ট কোন প্রোডাক্ট নিয়ে যখন টিউন করতে হয়। অফিসিয়াল ওয়েবসাইটগুলোর প্রোডাক্ট ইমেজ কপিরাইট ফ্রি হয়ে থাকে। আর তাই, আপনি এসব ইমেজ ডাউনলোড করে টিউনে ব্যবহার করতে পারেন।

আর অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে ইমেজ ডাউনলোড করার পর কোন সমস্যা হল ইমেজটির কোয়ালিটি ঠিক রেখে সাইজ বড় করা। ‌তাই, আজকের এই টিউনে আমি একটি ছোট সাইজের ইমেজকেকীভাবে AI এর সাহায্যে একটি পূর্ণাঙ্গ ইমেজ এ রূপান্তর করতে হয়, সেই কৌশলটি নিয়ে আলোচনা করলাম। আশা করছি যে, এখন থেকে আপনারা যেকোনো সাইজের ইমেইজ উপরে দেখানো পদ্ধতি ব্যবহার করে খুব সহজে একটি পূর্ণাঙ্গ ইমেজের রূপান্তর করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

Level 12

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 333 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 60 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস