পাসওয়ার্ড জানলেও আপনার Messenger চ্যাটিং দেখতে পারবে না কেউ!

Level 4
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

ফেসবুক কিংবা Messenger এর এই এক সমস্যা, পাসওয়ার্ড জেনে গেলে যে কেউ আপনার ব্যক্তিগত মেসেজ দেখতে পারে। এতে করে আমাদের তথ্যের নিরাপত্তা থাকে না। ফলে অনেকেই এখন ফেসবুক কিংবা Messenger এ চ্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। তথ্য আদান প্রদানের জন্য নির্ভর করে অন্য কোনো যোগাযোগ মাধ্যমের ওপর।

এখন ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যাওয়ার ঘটনা অহরহ ঘটছে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে গোপনে কেউ একজন আমাদের ফেসবুকে লগইন করে আমাদের সকল ব্যক্তিগত বিষয়ের ওপর নজর রাখছে। ফলে অনায়াসে এমন সব গোপন তথ্য আমাদের Messenger থেকে লিক হয়ে যাচ্ছে যা আমরা কখনোই জনসম্মুখে প্রকাশ করতে চাই না। অজান্তেই এমন ক্ষতির হাত থেকে বাঁচতে এমন এক অভিনব কৌশল আপনাদের আজ শেখাবো যাতে করে আপনার ফেসবুক পাসওয়ার্ড জানলেও কেউ আপনার চ্যাটিং দেখতে পারবে না। চলুন এই গুরুত্বপূর্ণ ট্রিকস সম্পর্কে জেনে নেয়া যাক।

Messenger এ গোপনে চ্যাটিং করার উপায়

ম্যাসেঞ্জারে প্রাইভেট মেসেজ যেভাবে করবেন

আপনার ফেসবুক আইডিতে করা কথোপকথন যে কেউ অন্য কোনো ডিভাইস থেকে দেখতে পারে। আপনার কাছের এমন কেউ থাকতে পারে যাকে বাধ্য হয়ে ফেসবুক পাসওয়ার্ড দিতে হচ্ছে। এবং সে তার মোবাইল থেকে সব সময় আপনার একাউন্ট এর ওপর নজর রাখছে। কিংবা এমন কেউ থাকতে পারে যে আপনার অজান্তেই আপনার একাউন্ট হ্যাক করে আপনার ফেসবুকের যাবতীয় কাজ কর্মের ওপর নজড় রাখছে। আর এদিকে আপনি চাচ্ছেন ঐ সকল লোকের কাছ থেকে লুকিয়ে কোনো গোপন কথোপকথন চালিয়ে যেতে। এই কাজটি করার জন্য আপনি Messenger এর Secret Conversation ফিচারটি ব্যবহার করতে পারেন।

হ্যাঁ Secret Conversation ফিচার ব্যবহার করে কথোপকথন করলে শুধু আপনার ডিভাইস থেকেই আপনার কথোপকথনটি দেখা যাবে। অন্য কোনো ডিভাইসে যদি আপনার ফেসবুক একাউন্ট লগইন করা থাকে তবুও কেউ আপনার এই Secret Conversation টি দেখতে পারবে না। আপনার Secret Conversation টি অন্য কোনো ডিভাইসে Show করবে না। আর আপনার ডিভাইস থেকেও কিছু সময় পর এই Secret Conversation টি Vanish হয়ে যাবে।

তাহলে চলুন দেখে নেয়া যাক কীভাবে Secret Conversation ব্যবহার করে চ্যাটিং করবেন। পুরো টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে অনুসরণ করুন আর সহজেই গোপনে ফেসবুক চ্যাটিং অব্যাহত রাখুন।

Secret Conversation টিউটোরিয়াল

Secret conversation টিউটোরিয়াল

১. ফেসবুক একাউন্ট এর মাধ্যমে Secret Conversation করতে চাইলে প্রথমেই আপনাকে Messenger App এ ঢুকতে হবে। অবশ্যই আসল Messenger app হতে হবে। Messenger Lite ব্যবহার করলে এটা করতে পারবেন না।

মেসেঞ্জার অ্যাপে প্রবেশ

২. Messenger App এ প্রবেশ করে আপনি যার সাথে Secret Conversation করতে চাচ্ছেন তার একাউন্ট এর ওপরে ক্লিক করুন। যেমন আমি Bithe Islam এর সাথে Secret Conversation করতে চাচ্ছি তাই ঐ একাউন্টের ওপর ক্লিক করেছি। স্ক্রিনশটে দেখে নিন।

এখানে ক্লিক করুন

৩. এভাবে ঐ ব্যক্তির সাথে করা আগের Conversation পেইজে চলে যাবেন। এটা মূলত সচরাচর যে চ্যাটিং করেন সেই পোজটি। এই পেইজের ওপরে দেখুন একটি আইকন আছে। স্ক্রিনশট দেখে আইকনটি চিনে নিন। এই আইকনে ক্লিক করুন।

ডানপাশের আইকনে ক্লিক করুন

৪. উপরের ডানপাশের কোনার এই আইকনে ক্লিক করলে নিচে দেয়া স্ক্রিনশট এর মতো প্রোফাইল আসবে। আপনি যার সাথে Sceret Conversation করবেন তার প্রোফাইল আসবে। এরপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এভাবে

এভাবে স্ক্রল করে নিচের দিকে চলে যেতে হবে

৫. নিচে যেতে যেতে দেখবেন Secret Conversation নামে একটি অপশন রয়েছে। ঐ অপশনে ক্লিক করবেন। স্ক্রিনশট দেখে নিন।

Secret conversation অপশনে ক্লিক করুন

৬. Secret Conversation অপশনে ক্লিক করলে ঐ ব্যক্তির সাথে চ্যাটিং করার জন্য আর একটি নতুন পেইজ ওপেন হবে। যেমন Bithe Islam এর সাথে চ্যাটিং করার জন্য নতুন একটি চ্যাটিং অপশন আমি পেয়েছি।

এমন একটি অপশন আসবে

খেয়াল করে দেখুন এটা কিন্তু আগের চ্যাটিং পেইজটি না। সম্পূর্ণ নতুন একটি পেইজ। এখান থেকে চ্যাটিং করলে অন্য কেউ আপনাদের এই চ্যাটিং দেখতে পারবে না। তৃতীয় কোনো ব্যক্তি যদি আপনার আইডি তে লগইন থাকে তাহলেও দেখতে পারবে না।

৭. এরপর ঐ চ্যাটিং পেজ থেকে বেরিয়ে আসুন। দেখবেন ঐ ব্যক্তির সাথে আপনার এখন দুইটি চ্যাট অপশন রয়েছে। একটি লক করা থাকবে আরেকটি সাধারণ। যেমন স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমার চ্যাটবক্সে এখন Bithe Islam এর সাথে দুইটি চ্যাটিং অপশন রয়েছে।

দুটো চ্যাটিং অপশন

লক করা এই চ্যাট অপশনটি-ই হলো আপনার Secret Conversation। এই অপশনটি বেশ কিছুক্ষণ থাকার পরে নিজে নিজেই vanish হয়ে যাবে। ফলে আপনার তথ্যের পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হলো।

শেষকথা

আপনার যদি খুবই গোপনীয় কোনো কথোপকথন করার প্রয়োজন হয় তাহলে Secret Conversation হবে উপযুক্ত চ্যাটিং অপশন। এভাবে চ্যাটিং করলে কেউ চাইলেও আপনার তথ্য লিক করতে পারবে না। আর আপনার আইডি থেকে Secret Conversation Vanish হওয়ার পাশাপাশি যার সাথে চ্যাটং করবেন তার আইডি থেকেও Conversation টি অটোমেটিক ভাবে Vanish হয়ে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই।

আশাকরি আজকের টিউটোরিয়ালটি একটু হলেও উপাকারে এসেছে। টিউনটি ভালো লাগলে একটি জোসস করতে ভুলবেন না। আর চাইলে এমন কাউকে টিউনটি শেয়ার করতে পারেন যার এই টিউটোরিয়ালটি প্রয়োজন বলে আপনার মনে হয়। কোনো রকম প্রশ্ন বা Confusion থাকলে টিউনমেন্ট করে জেনে নিতে পারেন। ধন্যবাদ।

Level 4

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস