ভিডিও টিউটোরিয়াল : উইন্ডোজ ৮ ব্যবহার করুন VirtualBox এ ইন্সটল ছাড়াই

আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে উইন্ডোজ ৮ এর Bootable ইউএসবি ড্রাইভ/ডিভিডি ডিস্ক বানানো যায়। আর্টিকেল টি পড়ে না থাকলে দেখুন এখানে। উইন্ডোজ ৮ এর আই ডেভেলপার প্রিভিউ সত্যিকার অর্থে এক অসাধারণ সংযোজন। যদিও বাক্তিগত ভাবে ব্যবহার করার পর আমার খুব একটা ভাল লাগে নি, তবে এই ভাল না লাগার মূল কারন হল “Metro UI” যা মাইক্রোসফট এর নতুন ভিসুয়াল ইন্টারফেস। অনেকের কাছে এটা ফাটাফাটি মনে হলেও আমি তাদের দলে নই।

যায় হোক, এখন মূল কথাই আসি। উইন্ডোজ ৮ এর আই প্রিভিউ ভার্সন ব্যবহার না করলে আপনি কিছু অসাধারণ জিনিস মিস করবেন। তার মাঝে আছে ইন্টারনেট এক্সপ্লোরার ১০, Mosaic Menu, Fully Changed Home Screen (এটিই আমার কাছে সবচেয়ে ভাল লাগে) এবং আর অনেক কিছু।

আমি একটি Tutorial লিখেছিলাম কিভাবে VirtualBox এর সাহায্যে ইন্সটল না করেই আপনার বর্তমান অপারেটিং সিস্টেম এ (উইন্ডোজ ৭, এক্সপি, ভিস্তা বা লিনাক্স) উইন্ডোজ ৮ ব্যবহার করতে হয় তা নিয়ে। টেকটিউনস এ আগে এক আর্টিকেল এ Tutorial টির লিঙ্ক দিয়েছিলাম কিন্তু টেকটিউনস গ্রুপ তা অপসারণ করেন। যায় হোক, এই নতুন আর্টিকেল এর উদ্দেশ্য হল আমি একটি ভিডিও Tutorial ত্যরি করেছি এই বিষয়ে। নিচে ভিডিও টি দেওয়া হল। আশা করি দেখে উপকৃত হবেন।

যদি ভিডিও টির কোন কিছু বুজতে সমস্যা হয় তবে দেখে নিন Tutorial টি এখান থেকে

তবে আগে চেক করে দেখুন আপনার প্রসেসর ভার্চুয়ালী উইন্ডোজ ৮ চালান সাপোর্ট করে কিনা

ভিডিও টা Embedded করতে পারলাম না, দুঃখিত।

Level New

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৮ নম্বর জানালা আমার পছন্দ হয়নি!! 🙁 🙁
Windows Developers Preview মাত্র ১ দিন ব্যবহার করেই আবার ৭ নম্বর জানালা ব্যবহার শুরু করেছি। 🙁

    @শাহরিয়ার: ভাই, আপনি কি Download করেছেন? ৩২ বিট না ৬৪ বিট? যদি আপনি Download করে থাকেন তাহলে আমার একটি request রাখবেন? আমি আপনাকে একটি Blank DVD ডাকযোগে return টিকিট সহ পাঠাবো। আপনার একটু কষ্ট করে ডিভিডিটি রাইট করে আপনার নিকটস্থ কোন পোস্ট অফিসে দিয়ে দিলেই হবে। যদি আপনি agree থাকেন তাহলে আপনার ঠিকানাটা আমাকে মেসেজ করে দিতে পারেন [email protected] অথবা ফেসবুকে http://www.facebook.com/noorealamku
    আমার নেট স্পিড এর কারনে download করতে পারছিনা।

Level 0

Amar Kache O Khub 1ta Valo Lage Ni 🙁

Level 2

তেমন ভাল লাগে নি । হয়তো প্রিভিও ভার্সন বলে । ফাইনাল ভার্সনের জন্য অপেক্ষা করছি ……..