থ্রিডি মডেলিং ও এনিমেশন সম্বলিত টিউন নিয়ে আসব ইনশাল্লাহ্‌

প্রিয় টেকটিউনার্‌স, আমরা সবাই ক্যাড (CAD/CADD) শব্দটি শুনেছি। যার বিশ্লেষণ হলো Computer Aided Design and Drafting। বিশ্বজুড়ে CAD এর কাজের জন্য (বিশেষ করে ড্রাফটিং এর জন্য) অতুলনীয় সফ্‌টওয়্যার হচ্ছে অটোক্যাড (AutoCAD)। এছাড়াও মেকানিকাল এবং ইন্ডাষ্ট্রিয়াল প্রোডাক্ট ‍এন্ড মেশিনারিজ ডিজাইন এবং সিমুলেশনের জন্য বহুল ব্যাবহৃত সফ্‌টওয়্যার হলো SolidWorks. আমাদের দেশে বহু বছর ধরে ইন্জিনিয়ারিং ফার্মগুলোতে অটোক্যাড ব্যাবহার হয়ে আসছে এবং যুগের হাওয়ায় সলিডওয়ার্ক্‌সের ব্যাবহারও বাড়ছে। এছাড়াও থ্রিডি স্টুডিও ম্যাক্স ও মায়া সহ সংশ্লিষ্ট আরও বহু বড় বড় সফ্‌টওয়্যার ব্যাবহৃত হচ্ছে আমাদের দেশেই।

আমি টেকটিউন্‌সের একজন ভক্ত ও নিয়মিত পাঠক। দীর্ঘ দিন ধরে টেকটিউন্স পড়ে যাচ্ছি আমি। আর একাডেমিক ব্যস্ততার কারণে কোন টিউন লেখা হয় নি। কাজের ফাঁকে ফাঁকে এখন আমি কিছু টিউন লিখতে প্রস্তুত। আমার সাম্প্রতিক কাজগুলো আমি আমার ওয়ার্ডপ্রেস ব্লগ - এ রেখেছি। আমার ইচ্ছা দিনে দিনে এসব দরকারি থ্রিডি ডিজাইন ও মডেলিং এর কিছু সফ্‌টওয়্যারের উপর টিউন করে টেকটিউন্‌স এ কিছু কন্ট্রিবিউট করা। এছাড়া অপারেটিং সিস্টেম সংক্রান্ত টিউন লেখার ইচ্ছাও আছে আমার।

আশা করি পাঠক আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন। হ্যাপি টেকটিউনিং..............

আমার কাজের কিছু রেন্ডারিং

Level 0

আমি যাযাবর সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Currently in professional field at Engineering Inspection Services of Bangladesh (EISB) Ltd. Passed Mechanical Engineering degree from Rajshahi University of Engineering and Technology (RUET) in 2011.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনসের প্রযুক্তি বলয়ে আপনাকে স্বাগতম। আপনার থ্রিডি মডেলিং এর কাজ গুলো খুবই মানসম্পন্ন। থ্রিডি মডেলিং নিয়ে আপনি চেইন টিউন শুরু করতে পারেন। চেইন টিউনের ২-৩ পর্ব হলে টেকটিউনস টিউন গুলো চেইনে অন্তর্ভুক্ত করে দেয়। টেকটিউনস কমিউনিটি আপনার কাছ থেকে বেশ ভাল ও কোয়ালিটি টিউন পাবে বলে আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

RUET ব্যাচের ভিডিওটা খুবই ভাল লাগল 🙂

Level 2

3Ds Max এর উপর টিউট দিলে অনেকেই উপকৃত হবে । আপনাকে অশেষ ধন্যবাদ ।

Level 0

ভাই তারাতারি শুরু করেন এর আগে একজন শুরু করে আর টউন করেনি আপনি আমাদের ফুল শেখাবেন আশা কজরি আমরা বেশি কমেন্ট দিব

    @Abir: ভাই বড় বড় সফ্‌টওয়্যারের ক্ষেত্রে ফুল বলতে কিছু নাই। আপনি চাইলে সারাজীবনই এসব সফ্‌টওয়্যারের কাজ নিয়ে সময় কাটাতে পারবেন এবং নতুন নতুন শিখেই যাবেন। থ্রিডি মডেলিং কম্পিউটারের প্রায়োগিক জগতের সুবিশাল একটি অংশ। এখানে আপনাকে সব শিখতে হবে না এবং পারবেনও না। আপনার শখ বা পেশার জন্য্য যতটুকু প্রয়োজন অন্তত ততটুকুতে বেশি জোর দেবেন।

Level 0

I need HELP!!!
Graphics programing এর জন্য কোনটি ভাল
OpenGL or JAVA.

    @Shaiful: আমার জানামতে দুটোই ভাল। তবে OpenGL দিকে আমার সাপোর্ট একটু বেশি কারণ বহু গ্রাফিক্স কার্ড OpenGL সাপোর্ট করে এবং অনেক জনপ্রিয় গ্রাফিক্স সফ্‌টওয়্যার ডিসপ্লে এর জন্য OpenGL ব্যাবহার করে যেমন Studio Max, Maya, Blender, Premiere, After Effects, etc.

তেত্রিশ বছর কেটে গেলো কেউ কথা রাখেনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!(((কেউ একজন বলেছিল এফএল স্টুডিও শেখাবে কিন্তু দুটি লিসন দেয়ার পর আর শেখায়নি। যদি কোনো সুহৃদয়বান অভিজ্ঞ টিউনার ভাই থাকেন তাহলে এফএল স্টুডিও ১০ নিয়ে দয়াকরে টিউন করুন))))!!!!!! আপনি কথা রাখবেন আশা করি। প্রথম পর্যায়ের ব্যাবহারকারীদের উপযোগী করে শরু করে ধাপে ধাপে চেইন টিউন আকারে (অটোক্যাড টিউটোরিয়াল ০১…০২…..০৩ ) টিউন করলে আশা করি আমরাও পারবো আপনার হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে। আমার আগেই যারা মন্তব্য করেছে সেখানেই আপনার প্রস্তাবিত টিউনের উপযোগিতা প্রমানিত । বঝুতে পারছেন সবাই এরকম কিছুর জন্যই অপেক্ষা করছে। সুতরাং শুভস্ব শীঘ্রম….

আপনার Microlab স্পিকার আর আমার স্পিকার একই 3D খুবই সুন্দর শুরু করুন। স্বাধীনতার পর আপনি কথা রেখে খালিদ কে সান্ত্বনা দিন ধন্যবাদ আপানকে ।

Boss আমি থ্রিডি স্টুডিও ম্যাক্স ও মায়ার একজন পাগল।তারাতারি শুরু করেন সবসময় সাথে পাবেন।

    @iT pagol2011: ঠিক আছে। তবে আপনি কি এ জমানার এ্যানিমেশন মুভি গুলো দেখে এসব সফ্‌টওয়্যারের পাগল হলেন নাকি কারো করা কাজ দেখে………

Level 0

সাইফ, বন্ধুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ, কমেন্ট করতে দেরী হয়ে গেল বলে আন্তরিকভাবে দুঃখিত। তুমি আমাকে বলছিলে শুরু করার কথা কিন্তু এত দেরী করবা তা ভাবি নাই। তাই আমিই ভাবছিলাম, এ নিয়ে টিউন শুরু করে দেব। যা হোক, শুরু করে দাও। আর আরেকটি টপিকের উপর শুরু করার রিকোয়েস্ট থাকল(নিশ্চয়ই বুঝতে পারতেছ কি সেই টপিক )। অপেক্ষায় থাকলাম, সেই সাথে থাকলাম পাশেও। 😀

বেশ ভাল লাগল Auto CAD বিষয়ে নতুন টিউন আসবে বলে। জানিয়ে দিয়েছি এ বার্তা অনেককে , যারা অপেক্ষায় ছিল এ টিউনের। সহজ ভাষায় সাবলিল লেখায় লিখে যাবেন এ প্রত্যাশা করছি। তার আগে আপনার সুস্বাস’্য কামনা করছি, যাতে এ টিউন শেষ পর্যন- লিখে যেতে পারেন। সাধুবাদ। আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে যা দেখলাম তা অসাধারণ। সার্থকতা কিন’ আমাদের কতদুর শেখাতে পেরেছেন তার উপর, দোয়া রইল।

Level 2

মানুষ যে কিভাবে এগুলো বানায়…। !!! 😮