যে কোন সিএমএস ইন্সটল করুন চোখের পলকে !!! (ওয়ার্ডপ্রেস নিয়ে বিটলামি)

কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস(যেমনঃ ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল ইত্যাদি) নিজের পিসিতে লোকালহোস্ট এ ইন্সটল করার জন্য আমরা সাধারনত Wamp, Xampp, Lamp, Mamp ইত্যাদি ইন্সটল করে থাকি। এই লোকাল সার্ভারগুলোতে সিএমএসগুলো আলাদাভাবে ইন্সটল করতে হয়। এমন কিছু যদি থাকে যে সার্ভার ইন্সটল করার সাথে সাথেই সিএমএস ইন্সটল হয়ে যাবে। তাহলে কেমন হবে?
অনেকেই সিএমএসগুলো ইন্সটল করতে গিয়ে বিভিন্ন জটিলতায় পরে থাকেন। বিশেষ করে আমার মতো নতুন যারা। তাদের জন্যই আমার এই টিউন। আজকে আমরা সিএমএস(আমি এখানে ওয়ার্ডপ্রেস দেখাবো), লোকাল সার্ভার এ ইন্সটল করবো BitNami ব্যাবহার করে। BitNami সম্পর্কে জানতে পেরেছি লিন্ডার একটি ভিডিও টিউটোরিয়াল এ। BitNami ব্যাবহার করলে আলাদাভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার দরকার নেই। এটি যখন ইন্সটল করবেন তখন ই ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে যাবে। আপনাকে শুধু লগিন করে ড্যাশবোর্ড এ ঢুকতে হবে।

ডাউনলোড BitNami:

প্রথমে BitNami ডাউনলোড করতে হবে। চলে যান এদের সাইট এঃ http://bitnami.org/

Downloads এ ক্লিক করুন। এরপর আপনার পছন্দ মতো যেকোন একটি সিএমএস সিলেক্ট করুন। আমি ওয়ার্ডপ্রেস করেছি।

ফাইলটার সাইয ৫৫এমবির মতো। ডাউনলোড শেষ হয়ে গেলে এবার আমরা ইন্সটল করবো।

BitNami ইন্সটলঃ

ডাউনলোড করে যে ফোল্ডার এ রেখেছেন ঐখান থেকে ফাইলটিতে রাইট ক্লিক করে “Run As Administrator” এ ক্লিক করুন। উইন্ডোজ কোন নোটিফিকেশান দেখালে Yes দিয়ে দিন।

প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। বাংলা না থাকায় অবশ্যই English-English সিলেক্ট করুন।

ইংলিশ সিলেক্ট করে দিলে নিচের মতো চিত্র আসবে।

Next এ ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস আগে থেকেই সিলেক্ট হয়ে থাকবে। আপনার PhpMyAdmin দরকার হলে (অবশ্যই লাগবে) সিলেক্ট করুন।

Next এ ক্লিক করুন। এরপরে যে ফোল্ডার এ ইন্সটল হবে তার লোকেশান দেখাবে।

একটু মনে রাখবেন লোকেশান টা। তারপরে Next এ ক্লিক করুন। নিচের মতো একটা চিত্র আসবে। এখানে আপনার ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন ডিটেইলস দিতে হবে।

  1. Login: এখানে আপনার ওয়ার্ডপ্রেস এর লগিন বা ইউজার নেম দিন।
  2. Password: এখানে পাসওয়ার্ড দিন এবং পরের টাতে কনফার্ম করুন।
  3. Your Real Name: আপনার আসল নাম দিন বা যেকোন একটা নাম দিন।
  4. Email Address: আপনার ইমেইল দিন বা এটা রেখে দিলেও সমস্যা নাই।

লগিন আর পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে নচেৎ আপনি ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এ লগিন করতে পারবেন না। সহজে মনে রাখার জন্য ইউজার নেমঃ user আর পাসওয়ার্ডঃ root দিতে পারেন। আমি তাই করি। এবার Next এ ক্লিক করুন।

আপাচি ওয়েব সার্ভার এর পোর্ট চাইবে। 80 আগে থেকেই দেওয়া থাকবে। চাইলে পরিবর্তন করে নিন। এরপর Next ক্লিক করুন।

আপনার ব্লগের নাম দিন। আর Hostname এ আপনার আইপি দেখাতে পারে। ঐটা মুছে localhost দিন। ইন্সটল শেষ হয়ে গেলে যখন ব্রাউজার এ গিয়ে লোকালহোস্ট এ ঢুকতে চাইবেন তখন শুধু http://localhost দিলেই ঢুকে যাবে। আইপি দিলে http://আপনার আইপি(যেমন 175.35.45.233) দিতে হবে এবং আইপি ভুলে গেলে ঢুকতে পারবেন না। আইপি মনে রাখার চাইতে শব্দ মনে রাখাটা সহজ। এবার Next এ ক্লিক করুন।

BitNami র ক্লাউড সম্বন্ধে জানতে বলবে। টিক চিহ্ন উঠিয়ে দিয়ে Next এ ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে Ready to Install উইন্ডো আসবে।

Next এ ক্লিক করুন। ইন্সটল শুরু হবে।

ইন্সটল শেষ হলে নিচের মতো চিত্র আসবে।

Finish এ ক্লিক করুন। মাঝখানে উইন্ডোজ এর ফায়ারওয়াল কিছু পারমিশন চাবে। দিয়ে দিবেন। সব কিছু ঠিক থাকলে নিচের মতো পেজ আসবে আপনার ডিফল্ট ব্রাউজার এ।

Access BitNami WordPress Stack এ ক্লিক করুন। এরপর দেখুন আপনার ওয়ার্ডপ্রেস সাইট এসে হাজির।

ড্যাশবোর্ড এ লগিন করতে http://localhost/wordpress/wp-login.php অথবা সাইট এ Meta এর নিচে Log In এ ক্লিক করুন। আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিন। ঢুকে পরুন আপনার ড্যাশবোর্ড এ।

ওয়ার্ডপ্রেস এর ফাইল গুলা এক্সেস করতে চাইলে চলে যান যেখানে ইন্সটল করেছেন। তারপরে Bitnami WordPress Stack > apps > wordpress > htdocs এ যান। ঐখানেই সব ফাইল পাবেন।

এবার যতখুশি বিটলামি করুন BitNami দিয়ে। 😀

পরিশেষেঃ

ব্লগিং জগতে এইটা দ্বিতীয় টিউন। প্রথম টিউন এ অনেক রেসপন্স পেয়েছি কিন্তু আমার নিজের ভুলের জন্য অনেক কেই একটু সমস্যায় পরতে হয়েছিল। যাই হোক এই জন্য সবার কাছে আবার ক্ষমা চাচ্ছি। গতকাল পোস্ট টা ঠিক করে দিয়েছি।

ওয়ার্ডপ্রেস নিয়ে তেমন কিছুই জানিনা বলতে গেলে। এখনো শিখছি। ড্যাশবোর্ডটাই এখনও আয়ত্তে আসেনাই। তাই আগেই বলে রাখছি অনেক প্রশ্নের ই উত্তর দিতে পারবোনা এবং আশা করি আপনারাও কঠিন কিছু জিজ্ঞাসা করবেন না। 😉  টিউন টা করতে প্রায় ৩ ঘন্টা লাগছে। এখন ব্লগ এ পোস্ট করতে কতক্ষন লাগবে জানিনা। আপনাদের কাজে লাগলেই টিউনটি সার্থক।
সবাই ভালো থাকুন।

Level 0

আমি রুবায়েত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks…

প্রতিটা সিএমএস এর জন্য আলাদা আলাদাভাবে ৫৫ এমবি ডাউনলোড দিতে হবে?

    @নিশাচর নাইম: আমি পোস্টেই বলেছি আমি ওয়ার্ডপ্রেস এ নতুন। তবে Wamp, Xampp ব্যাবহার করেছি। এইটাতেও htdocs নামে একটা ফোল্ডার আছে। কিন্তু আমি PhpMyadmin থেকে নতুন Database তৈরি করতে পারিনাই। মনে হয় করা যায় কিন্তু আমার জানা নেই। আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে একটু চেষ্টা করে দেখুন আরা আমাদের ও বলুন। আমার ও শেখা হবে। 🙂
    তবে শুধু ওয়ার্ডপ্রেস এর জন্য এইটা আসলেই চরম।

সুন্দর টিউন। ওয়েব সাইটে কি করে ডাটাবেজ তৈরি, ইউজার এড, ইউজার রেজিষ্ট্রেশন ফরম, পিএইচপি লগ্ওন ফরম, তৈরি করা যায় সে বিষয়ে একটি মেগা টিউন চাই। ধন্যাবাদ।

ধন্যবাদ। প্রিয়তে রাখলাম। ভবিষ্যতে দরকার হলে কাজে লাগাব। আপাতত xampp দিয়েই কাজ চালাচ্ছি। আর আমিও আপনার মত ওয়ার্ডপ্রেস বিটলার। so দোয়া করবেন যেন বিটলামিটা ভালমত চালিয়ে যেতে পারি…………

Level 0

হাচিনা বুবু যে স্পিড দিয়েছে তা দিয়ে ডাউনলোড করতে করতে ৪ বার কারেন্ট যাবে :/

ভাই আপনার কষ্ট একটু হলেও সার্থক হয়েছে। কারণ অনেকেই হয়তো এরকম কিছু চেয়েছে।
অসংখ্য ধন্যবাদ।