উইন্ডোজ সেভেন সেটআপ দিন পেনড্রাইভ দিয়ে।। সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতিতে ১০০% কাজ করবে। (মেগা টিউন)

                                                                                                বিসমিল্লাহির্ রাহমানির রাহিম

 

আজকে আমি সকলের জন্য খুবই জরুরী পোষ্ট করছি। 

 

এজন্য যা দরকার :

১. Ultra ISO (এখান থেকে ফুল ভার্সন ডাউনলোড করুন)

২. ৪ অথবা ৮ জিবি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড

৩. উইন্ডোজ সেভেনের DVD

 

এবার কাজ শুরু করা যাক

১. প্রথমে Ultra ISO ইনস্টল করে কীজেন দিয়ে ফুল ভার্সন করুন

২. এরপর DVD Writer এ উইন্ডোজ সেভেনের DVD প্রবেশ করার পর My Computer  এ গিয়ে DVD এর উপর Right Button ক্লিক করে  Ultra ISO অপশন এ গিয়ে ক্লিক করুন “create CD/DVD Image”. তারপর ISO Image file সেভ করুন।

(স্ন্যাপশট দেখুন)

 

৩. CPU তে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড প্রবেশ করান

৪. এবার Ultra ISO সফ্টওয়্যার এর উপর Right Button ক্লিক করে “run as administrator” সিলেক্ট করে ওপেন করুন। তারপর File অপশনে গিয়ে Open ক্লিক করে ওপেন করুন উইন্ডোজ সেভেনের সেভ করা ISO Image file.

৫. এবার Bootable অপশনে গিয়ে সিলেক্ট করুন “Write Disk Image”. দেখবেন আপনার পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড শো করছে।

(স্ন্যাপশট দেখুন)

৬. সবশেষে কোন অপশন পরিবর্তন না করে “Write” ক্লিক করুন

(স্ন্যাপশট দেখুন)

 

৭. শেষ হওয়ার পর পিসি রি-স্টার্ট দিয়ে আপনাকে অবশ্যই Bios Setting এ গিয়ে বুট অপশনে ক্লিক করে সবগুলোর প্রথমে USB Boot সিলেক্ট করতে হবে। তারপর আবার রি-স্টার্ট দিলেই পেনড্রাইভ দিয়ে সেটআপ শুরু হবে।

 

বি.দ্র. এই পদ্ধতি শুধুমাত্র উইন্ডোজ সেভেনের জন্য। অন্যগুলোর জন্য নয়। সব ধরনের উইন্ডোজ সেটআপ পেনড্রাইভ দিয়ে দেয়ার পদ্ধতি সম্পর্কে আমি আর একটা আর্টিকেল লিখছি। অপেক্ষায় থাকুন।

যদি আপনাদের কারও Video Tutorial এর দরকার হয় তাহলে আমাকে মেইল করুন।

আজ এ পর্যন্তই। আশা করি এই পদ্ধতি আপনাদের কাজে লাগবে।

Level 0

আমি নোমান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কারের সন্ধানে ছুটছি ..... cell: 01555555505


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai ubuntu ki same way te kora jabe?ubuntu niye 1ta koren

Video Tutorial টা দরকার [email protected] টিউনের জন্য ধন্যবাদ

এখানে একটু দেখেন তো, মাত্র ২ মেগার সফটওয়্যার দিয়ে কমান্ড এর ঝামেলা ছাড়াই ইন্সটল https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/69388/

Level 0

valo hoise

Level 0

আমি একটু আগেই সেট আপ করলাম। এসব কিছুই তো লাগলো না। শুধু ডিভিডি থেকে পেন ড্রাইভে কপি করলাম এরপর বুট অপশনে ইউএসবি সিলেক্ট করে বুট করলাম। এত ঝামেলা করার দরকার কি?

ভাল টিউন।কাজে লাগবে। 😀

ভাইয়া আমার acer 2920z dual core laptop এ setup নেয় কিন্তু SONY VAIO core i7 a নেই না। কোন উপায় জানা থাকলে জানাবেন। টিউন টির জন্য ধন্যবাদ।

উইন্ডোজ সেভেন সেটআপ দেয়ার সবচেয়ে সহজ ও ১০০% কার্যকর পদ্ধতি হল Microsoft এর তৈরি টুল :
Windows7-USB-DVD-Download by Microsoft..
মাত্র ২ টি ক্লিক এ সেটআপ সম্পন্ন হয়। Windows 7 এর iso ফাইল টির লোকেশান চিনিয়ে দিতে হবে আর USB নাকি DVD তে সেটআপ দেবেন সেটাতে ক্লিক করলেই কাজ শেষ ।

Vai anik,shob chaite upokrito hotam jodi windos 7 er bootable dvd kivabe toiri kora jai janale.coz net theke onakei windows 7 er installation file namay kintu sheta bootable na.ekhn kivabe shetake bootable kre dvd drive theke install dewa jay sheta niye ekta screenshot shoho tune koren plz.thank you

ভাল টিউন তবে স্ক্রিনশট এর আর যত্নবান হতে হবে কারন এখানে বুজাই জায় না স্ক্রিনশট কি দেয়া আছে পরবর্তীতে স্ক্রিনশট নিলে শুধু প্রয়োজনীয় অংশ টা নিবে পুরু স্ক্রিন দেয়ার দরকার নাই

Level 0

ভাল হইসে।

কেমন আছেন।আশা করি ভাল আছেন।আগে আমি এই কাজটা nero দিয়ে করতাম।অনেক ঝামেলার মনে হত।আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা টিউন করার জন্য।এরকম basic টিউন নিয়ে আবার হাজির হবেন এই আশা ব্যাক্ত করি।good luck.

হেলো ভাই আপনি আপনার ডেস্কটপ এ এরকম ডিজাইন করলেন কিভাবে একটু জানালে ভাল হবে?
তবে আপনার টিউন অনেক সুন্দর হয়েছে।

Level 0

ভাই আমার ভিডিও টিউটরিয়াল লাগবে। আমার email address – [email protected]

Level 0

ভাই আমি তো সব ধরনের বাধ্যবাধকতা পালন করলাম। কিন্তু হচ্ছে না। আমার সমস্যা হল পিসি রিস্টার্ট করার পর পুট অপশন চেন্জ করতে গেলে ৪ টা ইউএসবি অপশন পাই:
USB-FDD
USB-ZIP
USB-HDD
USB-CDROM
সবগুলা দিয়াই একবার ট্রাই করে দেখসি।
হয় না । 🙁

একটু কি উপায় বাতলে দেবেন কেউ। উপকৃত হতাম।

    Level 0

    @1285sh: ও ভালো কথা আমার মাদারবোর্ড গিগাবাইট।

হুম কাজ হয়েছে।
ধন্যবাদ। 🙂