ব্লগার সৌন্দর্যমন্ডিত করা (নতুন Post করা)==(পর্ব – ২)

ব্লগার সৌন্দর্যমন্ডিত করা (সব টিউনস)
সবাই কেমন আছেন নিশ্চই ভালো। আপনদের দোয়ায় আমিও ভলোই আছি । তবে খারাপ লাগছে যে অনেক দিন যাবত TT বন্ধ থাকায় কোন টিউনস করতে পারি নাই তাই । তবে আজ একটু সময় করে বসে গেলাম নতুন টিউনস করতে ।  ১ম পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে কি ভাবে একটিনতুন ব্লগার ক্রিয়েট করতে হয়। তাই আবার চিন্তা করলাম শুধু ব্লগার ক্রিয়েট করলেই চলবেনা সেখানে পোষ্ট তো করতে হবে তাই কিভাবে একটি পোষ্ট করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজ।
অনেক বক বক করা হল তা চলুন কাজের কথায় আসা যাক।
১. আপনি যখন আপনার ব্লগারে লগ ইন করবেন New Post বলে একটি অপশান পাবেন এবং New Post এ ক্লিক করুন।
চিত্র:-১
২. Create New Page এ Title এ আপনার পোষ্ট এর টাইটেল লিখুন অর্থাত আপনি কি বিষয় নিয়ে আপনার পোষ্ট করছেন তার একটি শিরোনাম লিখুন।
চিত্র:-২
৩. নতুন Post করার ক্ষেত্রে এই অপশান টি অতি গুরুত্বপূর্ন।
চিত্র:-৩
*a. এই অপশনটিতে পাওয়া যাবে Undo & Redo . এখান থেকে ডিলেট করা লেখাটি পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজে লাগে।
*b. এই অপশনটির প্রমমে আছে Font এখানে ৮ টি stale এর Font আছে যথা:
1- Arial
2- Courier
3- Georgia
4- Lucida Grande
5- Times
6- Trebuchet
7- Verdana
8-Webdings
*c. এর পরের অপশনটি হচ্ছে Font Size এখানে Post কম্পোজ করার জন্য ৫টি Font Size আছে যথা:
1- Smallest
2- Small
3- Normal
4- Large
5- Largest
*d. এর পরের অপশনটি হচ্ছে Bold & Italic & Underline  এখানথেকে লেখাকে Bold অথবা Italic করে লেখা যাবে এবং লেখার নিচে Underline দেওয়া যাবে।
*e. এর পরের অপশনটি হচ্ছে Text color এখান থেকে যেকোন লেখাকে ইচ্ছামত কালার করা যায়।
*f. এটি হচ্ছে text background কালার করার জন্য।
*g. এখানথেকে যেকোন ছবি বা টেক্সট এর উপরে যেকোন লিংক দেওয়া যায়।
*h. Blogger এ যে কোন ছবি In বা প্রবেশ করানোর জন্য এটি ব্যাবহার করতে হয়।
*i. Blogger এ যে কোন ভিডিও ক্লিপস in বা প্রবেশ করানোর জন্য এই অপশন ব্যাবহার করতে হয়।
*j. এই অপশনটি কে Jump break  বলে এখান থেকে নির্দিষ্ট করে দিতে হয় যে কতটুকু লেখা বা পোষ্ট মেন বা মূল পেজে দেখাবে।
*k. alignment এই অপশন থেকে লেখাকে বামে / ডানে /  মধ্যখানে যাবে তা সেট করতে হয়। এখানে ৪টি অপশন আছে যথা:
1.  Align Left
2. Align Center
 3. Align Right
4. Justify
*l.  Number  যেমন দাগ নম্বর সেট করা যায় হবহু তাই।
*m. এখান থেকে HTML মোডে পোষ্ট করা যায়।
*n. compose এখান থেকে text আকারে পোষ্ট করার জন্য ব্যাবহার করতে হয়।
*O. এখানথেকে বিভাগ নির্বাচন করুন আপনার বর্তমান পোষ্ট টি কোন বিভাগে পোষ্ট করবেন।
*p. সর্বশেষে সবকিছু ঠিক থাকলে এখানথেকে পোষ্টটি পাবলিশ করুন। এবং ।আপনার ব্লগারে যেয়ে দেখুন আর উপোভোগ করুন।
পূর্বে প্রকাশ (www.deshmusic.tk) আমার সাইটে।

ধন্যবাদ সবাইকে

Level 0

আমি আসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস