সাবডোমেইন অন্য সার্ভারে হোস্ট করবেন যেভাবে।

বিভিন্ন কারণে আমাদের সাবডোমেইন অন্য সার্ভারে হোস্ট করার দরকার হতে পারে। তাই আমি আজকে আলোচনা করব কিভাবে সাব ডোমেইন অন্য সার্ভারে হোস্ট করা যায়।

মনে করুন আপনার ডোমেইন হচ্ছে abcd.com । এই ডোমেইনটি মনে করুন So Cheap Host এর ইউ.কে সার্ভারে হোস্ট করা আছে। আবার আপনার আরেকটা হোস্টিং আছে অন্য কোম্পানিতে অথবা নতুন আরেকটি হোস্টিং নিবেন ইউ.কে অথবা ইউ.এস.এ লোকেশনে। আপনি চাইতেছেন আপনার সাবডোমেইনটি হোস্ট করবেন। তাহলে দেখা নেয়া যাক কিভাবে এই কাজটি করবেন।

১ম স্টেপ:

প্রথমেই আপনার সাবডোমেইনটি অন্য হোস্টিংয়ে যোগ করে নিতে হবে এডঅন ডোমেইন হিসেবে। এ জন্য আপনাকে যে হোস্টে সাবডোমেইনটি হোস্ট করবেন সেই সিপ্যানেলে লগিন করতে হবে।

সিপ্যানেলে প্রবেশ করে এডঅন ডোমেইনে ক্লিক করুন। তারপর নিচের ছবির মতো করে আপনার সাবডোমেইনটি যোগ করুন।

এড ডোমেইনে ক্লিক দিলে নিচের মতো কনফার্মেশন মেসেজ পাবেন।

সাবডোমেইন যোগ করা শেষ।

২য় স্টেপ:

এখন আমরা মুল ডোমেইনটা যে হোস্টে আছে সেই সিপ্যানেলে লগিন করব।

লগিন করে Advanced DNS zone editor এ ক্লিক করুন।

এখন নিচের ছবি মতো সব তথ্য দিয়ে এড রেকর্ডে ক্লিক দিন।

ব্যস কাজ শেষ। আপনার সাবডোমেইনটি অন্য সার্ভারে হোস্ট হয়ে গেল। এখন আপনি সাবডোমেই যে সার্ভারে যোগ করেছেন সে সার্ভারে ফাইলপত্র আপলোড করতে পারেন।

আপনি যদি সাবডোমেইনে নতুন হোস্ট নিয়ে ডোমেইন হোস্ট করতে চান, তাহলে আপনি হোস্টিং কোম্পানির সাথে কথা বলে নিন। এবং হোস্টিং সাইন আপ যদি সাবডোমেইনে করেন তাহলে আপনাকে প্রথম স্টেপটি করার প্রয়োজন পড়বে না। দ্বিতীয় স্টেপ এর কাজ করলেই চলবে।

লেখাটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত

Level 0

আমি সালেহ আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    হুম ফ্রি হোস্টিং আছে।

hello
আমার dhmart.info তে ultimate account আছে, এবং আমার একটি ucoz.com এর website এর জন্য আমি ফ্রি হোষ্টিং করতে চাচ্ছি । আপনাদের বিভিন্ন রকম ফিচার দেখে আমি আপনাদের সাথেই করতে চাচ্ছি। কিন্তু সঠিক নিয়ম টা বুঝতেছিনা। অনেক ভাবে চেষ্টা করলাম, বিশেষ করে আপনার উপরে দেখানো নিয়মে ও । কিন্তু addon daomain এ ক্লিক করলে অন্যরকম বক্স আসে । এ ব্যাপারে কি একটু সঠিক গাইলাইন দিবেন????

    টিউটরিয়ালটা পেইড হোস্টিং প্যানেলের। DHmart এ কাস্টম প্যানেল ব্যবহার করা হয়। তাই টিউরিয়ালের ইমেজের মতো পাচ্ছেন না।

Level 0

সুন্দর টিউন। ধন্যবাদ