
![]()
লিচিং করি র্যাপিডশেয়ার, হটফাইল, মেগাআপলোড, ফাইলসনিক, ডেপোসিটফাইলস এর মত ফাইল শেয়ারিং সাইট থেকে ফ্রিতে ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টসহ ডাউনলোড করার জন্য। লিচিং জিনিষটা কি, কেন ও কিভাবে করতে হয় এটা নিয়ে বিস্তারিত লিখেছিলাম এখানে
গত আড়াই বছর ধরে লিচিং এর জন্য ব্যবহার করে আসছি 6ybh সাইটটি। ফ্রি ইউজারদের জন্য লিচিং, রিমোট আপলোড আর ৪৮ ঘন্টার নির্বিঘ্ন রিজিউম সুবিধার মত চমৎকার ফিচার সম্বলিত স্ট্যাবল এই সাইটটি আমার দেখা এ পর্যন্ত সেরা ফাইল হোস্টিং সাইট।
তবে অতিরিক্ত পরিমান ট্রাফিক থাকার কারনে ইদানিং মাঝে মাঝে এই সাইটের লিচিং সার্ভারটি ডাউন থাকে। আর ফাইলসার্ভ লিচিং এর সুবিধা না থাকায় ফাইলসার্ভে রাখা ফাইল লিচ করানোর উপায় নেই।
এই দুই সমস্যার এক ঢিলে সমাধান করে দিতে সক্ষম ডিনোজ.কম (লিঙ্ক দেয়া যাবেনা, ছবির বানান দেখে নিন অথবা গুগলে সার্চ করুন) -

ফ্রি একাউন্ট রেজিস্ট্রেশন করে নিন আর ফ্রি ফ্রি সুবিধার মজা নিন! রেজিস্ট্রেশন, লিচিং আর ডাউনলোড প্রসেস 6ybh-এর মতই, আশা করি অসুবিধা হবেনা।
দিনে ১০০০ মেগাবাইট পর্যন্ত লিচিং সুবিধা, ডাউনলোড এক্সিলেটর সাপোর্ট আর ডাউনলোডে রিজিউম সুবিধা- সবই আছে এই সাইটটিতে। আর সাইটের লিচিং সার্ভারের স্পিড পুরাই উড়াধুরা 

আর কি? চলতে থাকুক লিচিং আর পুরোদমে ডাউনলোডিং...
হ্যাপি ডাউনলোডিং!!!

পুনশ্চ ১- টেকটিউন্সের ইউজাররা ভুলেও এই সাইটের কোন লিঙ্ক শেয়ার করতে যাবেন না। পাছে ঐ লিঙ্ক থেকে ভুলে ১০০০ জন ডাউনলোড করে ফেলতে পারে। আর এই পরিমাণ ডাউনলোডের জন্য আপনি না চাইলেও এই বদ সাইট আপনার একাউন্টে $0.৮০ ডলার তথা ৮০ সেন্ট জমা করে দিবে। টেকটিউন্সের ঘাড়ে চড়ে এই বিশাল অ্যামাউন্টের টাকা কামাবেন?! লাহাওলাওয়ালা কুয়াতা! যত সুবিধাই থাকুক না কেন, যে কোন অ্যাফিলিয়েট ফাইল হোস্ট টিটিতে হারাম! এই আকাম করার জন্য কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে আপনি সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারেন।
তাই ফ্রি লিচিং, রিমোট আপলোড, প্যারালাল ডাউনলোড, ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টওলা ফাইলহোস্ট 6ybh কিংবা Dinnoz শুধু নিজেই ব্যবহার করুন, টিটিতে ভুলেও শেয়ার করবেন না। বরং ফ্রি লিচিং, রিমোট আপলোড, প্যারালাল ডাউনলোড, ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টহীন rapidshare কিংবা hotfile এর লিঙ্ক দিন। এইগুলা টেকটিউন্স বান্ধব (মন্তব্য নিষ্প্রয়োজন) 
পুনশ্চ ২- ঈমানে কই, কসম কইরা কই-- এই পোস্ট লেখার জন্য কিংবা এই পোস্টের কোন লিঙ্ক ধরে রেজিস্ট্রেশন করলে কোন জায়গা থেকে আমি এক পয়সাও পাবনা। তাই মডুরা, এই অধমরে ব্যান কইরেন না... "অন্যের উপকারও করমু আবার টাকাও কামামু" এই দুইটা যে পরস্পর বিপরীত জিনিষ এইটা মনে না নিলেও মেনে নিয়েছি।
পুনশ্চ ৩- লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
এক পেজে তিনটি স্টিকি পোষ্ট!!!! এই প্রথম দেখলাম। আমার মনে হয় এই কারণেই এর পর থেকে নতুন টিউন কম করা হচ্ছে,কারণ কেউ চায় না,তার পোষ্ট খুব তাড়াতাড়ি পেছনের পেজে চলে যাক। যেহেতু তিনটি স্টিকি পোষ্টের জন্য লিস্ট স্পেস কমে গেছে। কতৃপক্ষের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি, স্টিকির ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়ার জন্য।